ইসলাম ডেস্ক
পুরুষদের জন্য তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা সুন্নত। তারাবির নামাজে কোরআন শরিফ খতম করা সুন্নত আমল। তা সম্ভব না হলে সুরা তারাবি আদায় করা যাবে। নারীদের জন্যও তারাবি সুন্নত। তারাবির নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগপর্যন্ত। এখানে তারাবিসংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ মাসায়েল তুলে ধরা হলো—
১. একবার উঁচু আওয়াজে বিসমিল্লাহ পড়া
খতমে তারাবিতে কোনো একটি সুরার শুরুতে উঁচু আওয়াজে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ তিলাওয়াত করতে হবে। এর কারণ হলো, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পবিত্র কোরআনের স্বতন্ত্র একটি আয়াত, যা দুই সুরার মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাই পুরো কোরআন খতম করার জন্য কোনো একটি সুরার শুরুতে আয়াতটি উঁচু আওয়াজে তিলাওয়াত করতে হয়। অন্যথায় বিসমিল্লাহ না শোনার কারণে মুসল্লিদের খতম অপূর্ণ থেকে যায়। এ ছাড়া ইমামের জন্য সব নামাজেই সুরা ফাতিহা এবং সব সুরার শুরুতে নিচু স্বরে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। (ইমদাদুল ফাতাওয়া: ১ / ৩২৮)
২. সুরা ইখলাস একবারই পড়া
আমাদের দেশে খতমে তারাবিতে তিনবার সুরা ইখলাস পড়ার রীতি আছে। তবে ইসলামি শরিয়তে এমন কোনো বিধান নেই। সাহাবা-তাবেয়িন থেকেও এমন কোনো আমলের প্রমাণ নেই। আলিমগণ এই আমলকে অপছন্দ করেছেন। সুতরাং তারাবিতে কোরআন খতমের সময় সুরা ইখলাস তিনবার পড়ার প্রচলনটি ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। তাই অন্য সুরার মতো সুরা ইখলাসও একবারই তিলাওয়াত করা উচিত।
৩. কয়েক রাকাত ছুটে গেলে
কোনো কারণে নির্ধারিত সময়ে তারাবির নামাজের জন্য মসজিদে যেতে পারেননি এমন মুক্তাদির জন্য, এশা ও তারাবির নামাজ আদায়ের নিয়ম হলো, প্রথমে এশার ফরজ ও সুন্নত আদায় করবেন। পরে ইমামের সঙ্গে তারাবির নামাজে অংশ নেবেন। তারাবির জামাত শেষে ইমামের সঙ্গে বিতর নামাজও জামাতে পড়ে নেবেন। এরপর শুরুতে ছুটে যাওয়া তারাবির বাকি নামাজ আদায় করবেন।
৪. শেষ বৈঠকে দরুদ ও দোয়া পড়তে হবে
অনেক মসজিদে ইমাম তারাবির শেষ বৈঠকে এত অল্প সময় বসে সালাম ফিরিয়ে নেন যে, ওই সময়ে সর্বোচ্চ তাশাহহুদ পড়া যায়। দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়া যায় না। নামাজে এমন তাড়াহুড়া করা ঠিক নয়। অন্য নামাজের মতো তারাবির নামাজের শেষ বৈঠকেও দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত। ইমাম-মুক্তাদি সবার জন্যই। তাই ইমামের উচিত শেষ বৈঠকে দোয়া-দরুদ ধীরে পড়া। (আল বাহরুর রায়িক: ২ / ৬৯)
৫. ভুলে এক সালামে চার রাকাত পড়ে ফেললে
তারাবির নামাজের সময় ভুলে যদি কেউ একসঙ্গে চার রাকাত আদায় করে, অর্থাৎ দুই রাকাতের পর তাশাহহুদ পড়ে দাঁড়িয়ে আরও দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে; তাহলে তার নামাজ হয়ে যাবে। একসঙ্গে চার রাকাত নামাজ পড়া হয়েছে বলে ধরা হবে। তবে তারাবির নামাজ ইচ্ছাকৃতভাবে একসঙ্গে চার রাকাত পড়া অনুচিত। (আল বাহরুর রায়িক: ২/ ৬৭)
পুরুষদের জন্য তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা সুন্নত। তারাবির নামাজে কোরআন শরিফ খতম করা সুন্নত আমল। তা সম্ভব না হলে সুরা তারাবি আদায় করা যাবে। নারীদের জন্যও তারাবি সুন্নত। তারাবির নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগপর্যন্ত। এখানে তারাবিসংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ মাসায়েল তুলে ধরা হলো—
১. একবার উঁচু আওয়াজে বিসমিল্লাহ পড়া
খতমে তারাবিতে কোনো একটি সুরার শুরুতে উঁচু আওয়াজে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ তিলাওয়াত করতে হবে। এর কারণ হলো, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পবিত্র কোরআনের স্বতন্ত্র একটি আয়াত, যা দুই সুরার মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাই পুরো কোরআন খতম করার জন্য কোনো একটি সুরার শুরুতে আয়াতটি উঁচু আওয়াজে তিলাওয়াত করতে হয়। অন্যথায় বিসমিল্লাহ না শোনার কারণে মুসল্লিদের খতম অপূর্ণ থেকে যায়। এ ছাড়া ইমামের জন্য সব নামাজেই সুরা ফাতিহা এবং সব সুরার শুরুতে নিচু স্বরে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। (ইমদাদুল ফাতাওয়া: ১ / ৩২৮)
২. সুরা ইখলাস একবারই পড়া
আমাদের দেশে খতমে তারাবিতে তিনবার সুরা ইখলাস পড়ার রীতি আছে। তবে ইসলামি শরিয়তে এমন কোনো বিধান নেই। সাহাবা-তাবেয়িন থেকেও এমন কোনো আমলের প্রমাণ নেই। আলিমগণ এই আমলকে অপছন্দ করেছেন। সুতরাং তারাবিতে কোরআন খতমের সময় সুরা ইখলাস তিনবার পড়ার প্রচলনটি ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। তাই অন্য সুরার মতো সুরা ইখলাসও একবারই তিলাওয়াত করা উচিত।
৩. কয়েক রাকাত ছুটে গেলে
কোনো কারণে নির্ধারিত সময়ে তারাবির নামাজের জন্য মসজিদে যেতে পারেননি এমন মুক্তাদির জন্য, এশা ও তারাবির নামাজ আদায়ের নিয়ম হলো, প্রথমে এশার ফরজ ও সুন্নত আদায় করবেন। পরে ইমামের সঙ্গে তারাবির নামাজে অংশ নেবেন। তারাবির জামাত শেষে ইমামের সঙ্গে বিতর নামাজও জামাতে পড়ে নেবেন। এরপর শুরুতে ছুটে যাওয়া তারাবির বাকি নামাজ আদায় করবেন।
৪. শেষ বৈঠকে দরুদ ও দোয়া পড়তে হবে
অনেক মসজিদে ইমাম তারাবির শেষ বৈঠকে এত অল্প সময় বসে সালাম ফিরিয়ে নেন যে, ওই সময়ে সর্বোচ্চ তাশাহহুদ পড়া যায়। দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়া যায় না। নামাজে এমন তাড়াহুড়া করা ঠিক নয়। অন্য নামাজের মতো তারাবির নামাজের শেষ বৈঠকেও দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত। ইমাম-মুক্তাদি সবার জন্যই। তাই ইমামের উচিত শেষ বৈঠকে দোয়া-দরুদ ধীরে পড়া। (আল বাহরুর রায়িক: ২ / ৬৯)
৫. ভুলে এক সালামে চার রাকাত পড়ে ফেললে
তারাবির নামাজের সময় ভুলে যদি কেউ একসঙ্গে চার রাকাত আদায় করে, অর্থাৎ দুই রাকাতের পর তাশাহহুদ পড়ে দাঁড়িয়ে আরও দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে; তাহলে তার নামাজ হয়ে যাবে। একসঙ্গে চার রাকাত নামাজ পড়া হয়েছে বলে ধরা হবে। তবে তারাবির নামাজ ইচ্ছাকৃতভাবে একসঙ্গে চার রাকাত পড়া অনুচিত। (আল বাহরুর রায়িক: ২/ ৬৭)
একজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
১ ঘণ্টা আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
১ দিন আগেজ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
২ দিন আগেএকজন মুমিনের কাছে রমজান বছরের শ্রেষ্ঠ মাস। মহানবী (সা.) এ পবিত্র মাসকে বেশ গুরুত্ব দিতেন। অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অধিক পরিমাণে ইবাদতে মশগুল হতেন। সাহাবিদের অভ্যাসও ছিল একই রকম। গুরুত্ব বিবেচনায় রমজানের প্রস্তুতিও শুরু হতো বেশ আগে থেকেই। রজব মাসের চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) অধীর আগ
২ দিন আগে