ইসলাম ডেস্ক
একজন মুমিনের কাছে রমজান বছরের শ্রেষ্ঠ মাস। মহানবী (সা.) এ পবিত্র মাসকে বেশ গুরুত্ব দিতেন। অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অধিক পরিমাণে ইবাদতে মশগুল হতেন। সাহাবিদের অভ্যাসও ছিল একই রকম। গুরুত্ব বিবেচনায় রমজানের প্রস্তুতিও শুরু হতো বেশ আগে থেকেই। রজব মাসের চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) অধীর আগ্রহে রমজানের অপেক্ষা করতেন। রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করতেন। আর এখন চলছে পবিত্র রজব মাস। তাই এখনই সময় রমজানের আগাম প্রস্তুতি সেরে নেওয়ার।
মূলত রোজার কারণে রমজানে মুমিনের জীবনাচারে পরিবর্তন আসে। রমজানে দিনে রোজা এবং রাতে তারাবিহ ও তাহাজ্জুদের মাধ্যমে ইবাদতের কথা এসেছে। এ ছাড়া অন্যান্য ইবাদতের মাত্রাও বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাই রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকেই ইবাদত ও ভালো কাজের অনুশীলন শুরু করা বুদ্ধিমানের কাজ। যাতে রমজানে কোনো ধরনের বাধা ছাড়াই সফলভাবে ইবাদত সম্পন্ন করা যায়। রমজানের আগাম প্রস্তুতি হিসেবে আলেমগণ বেশ কিছু কাজ করার পরামর্শ দিয়ে থাকেন। যেমন—
একজন মুমিনের কাছে রমজান বছরের শ্রেষ্ঠ মাস। মহানবী (সা.) এ পবিত্র মাসকে বেশ গুরুত্ব দিতেন। অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অধিক পরিমাণে ইবাদতে মশগুল হতেন। সাহাবিদের অভ্যাসও ছিল একই রকম। গুরুত্ব বিবেচনায় রমজানের প্রস্তুতিও শুরু হতো বেশ আগে থেকেই। রজব মাসের চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) অধীর আগ্রহে রমজানের অপেক্ষা করতেন। রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করতেন। আর এখন চলছে পবিত্র রজব মাস। তাই এখনই সময় রমজানের আগাম প্রস্তুতি সেরে নেওয়ার।
মূলত রোজার কারণে রমজানে মুমিনের জীবনাচারে পরিবর্তন আসে। রমজানে দিনে রোজা এবং রাতে তারাবিহ ও তাহাজ্জুদের মাধ্যমে ইবাদতের কথা এসেছে। এ ছাড়া অন্যান্য ইবাদতের মাত্রাও বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাই রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকেই ইবাদত ও ভালো কাজের অনুশীলন শুরু করা বুদ্ধিমানের কাজ। যাতে রমজানে কোনো ধরনের বাধা ছাড়াই সফলভাবে ইবাদত সম্পন্ন করা যায়। রমজানের আগাম প্রস্তুতি হিসেবে আলেমগণ বেশ কিছু কাজ করার পরামর্শ দিয়ে থাকেন। যেমন—
জ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
১ দিন আগেহাজার বছরের মুসলিম ঐতিহ্যের স্মারক টুপি। ইসলামের সূচনাকাল থেকেই টুপি পরিধানের চল রয়েছে। ফিকহের দৃষ্টিকোণে টুপি পরা সুন্নত। মহানবী (সা.) সর্বদা টুপি পরতেন, হাদিসের একাধিক বর্ণনায় তার প্রমাণ মেলে। সাহাবায়ে কেরাম ও পরবর্তী যুগের সব অনুসরণীয় মুসলিম টুপি পরেছেন। শালীনতা ও সৌন্দর্যের আবরণ টুপি মুসলমানদের
১ দিন আগেইসলামে ব্যবসায় উৎসাহ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের জন্য বিশেষ ফজিলত ও মর্যাদার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ব্যবসার ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট নীতি রয়েছে। এসবের মাধ্যমে ব্যবসাকে প্রতারণা ও অন্যায়মুক্ত করা হয়েছে। এখানে আমাদের সমাজে বহুল প্রচলিত কয়েকটি মন্দ দিক তুলে ধরা হলো, যা ইসলামে নিষিদ্ধ।
১ দিন আগেঅনেক সময় দেখা যায়, মুসল্লিরা সতর ঢাকার বিষয়ে সতর্ক থাকেন না। অনিচ্ছা সত্ত্বেও পোশাকের কারণে সতর খুলে যেতে পারে। যেমন যেসব পুরুষ শার্ট-প্যান্ট পরিধান করেন, তাঁদের ক্ষেত্রে এমনটি হতে পারে। শার্টের নিচের দিকের দৈর্ঘ্য কম হওয়া এবং টাইট প্যান্টের কারণে সিজদায় গেলে সতরের কিছু অংশ দেখা যেতে পারে।
২ দিন আগে