ইসলাম ডেস্ক
মসজিদ আল্লাহ তাআলার ঘর। এর পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। যাঁরা মসজিদে নামাজ আদায় করতে যান, তাঁদের মসজিদের আদবগুলো মেনে চলতে হয়। সাধারণ ঘরের মতো মসজিদকে যাচ্ছেতাই ব্যবহার করা অনুচিত। এখানে কয়েকটি শিষ্টাচারের কথা তুলে ধরা হলো—
» পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাওয়া সুন্নত।
» ধীরে-সুস্থে মসজিদে যাওয়া উচিত। কোনো ধরনের তাড়াহুড়ো কাম্য নয়।
» ডান পা দিয়ে বিসমিল্লাহ ও দোয়া পড়ে প্রবেশ করা সুন্নত।
» ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা এবং ভাবগাম্ভীর্য বজায় রাখাও সুন্নত।
» মোবাইল ফোন বা অন্য যেকোনো ডিভাইসের রিংটোন বন্ধ রাখা উচিত। নামাজে রিংটোন বেজে উঠলে এক হাতে যত দ্রুত সম্ভব তা বন্ধ করতে হবে।
» মসজিদে উঁচু স্বরে কথা বলা যাবে না। হট্টগোল করা তো একেবারেই নিষিদ্ধ। এমনকি উঁচু স্বরে কোরআন তিলাওয়াত করতেও নিষেধ করা হয়েছে। তবে প্রয়োজনীয় কথা মার্জিত স্বরে অন্য মুসল্লিদের অসুবিধা না করে বলা যাবে।
» নামাজের সময় হওয়ার পরপরই মসজিদে যাওয়া এবং প্রথম কাতারে বসাও সুন্নত।
» ইমাম-মুয়াজ্জিন ছাড়া অন্য কারও জন্য জায়গা নির্দিষ্ট করা অনুচিত। মসজিদের কাতারে সবাই সমান। সবাই আল্লাহর বান্দা। এর বাইরে আর কোনো পরিচয় থাকা উচিত নয়।
» মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত।
» জামাতে নামাজ আদায়ের সময় কাতার সোজা রাখা এবং কাতারের মাঝখানে ফাঁক না রাখা উচিত।
মসজিদ আল্লাহ তাআলার ঘর। এর পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। যাঁরা মসজিদে নামাজ আদায় করতে যান, তাঁদের মসজিদের আদবগুলো মেনে চলতে হয়। সাধারণ ঘরের মতো মসজিদকে যাচ্ছেতাই ব্যবহার করা অনুচিত। এখানে কয়েকটি শিষ্টাচারের কথা তুলে ধরা হলো—
» পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাওয়া সুন্নত।
» ধীরে-সুস্থে মসজিদে যাওয়া উচিত। কোনো ধরনের তাড়াহুড়ো কাম্য নয়।
» ডান পা দিয়ে বিসমিল্লাহ ও দোয়া পড়ে প্রবেশ করা সুন্নত।
» ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা এবং ভাবগাম্ভীর্য বজায় রাখাও সুন্নত।
» মোবাইল ফোন বা অন্য যেকোনো ডিভাইসের রিংটোন বন্ধ রাখা উচিত। নামাজে রিংটোন বেজে উঠলে এক হাতে যত দ্রুত সম্ভব তা বন্ধ করতে হবে।
» মসজিদে উঁচু স্বরে কথা বলা যাবে না। হট্টগোল করা তো একেবারেই নিষিদ্ধ। এমনকি উঁচু স্বরে কোরআন তিলাওয়াত করতেও নিষেধ করা হয়েছে। তবে প্রয়োজনীয় কথা মার্জিত স্বরে অন্য মুসল্লিদের অসুবিধা না করে বলা যাবে।
» নামাজের সময় হওয়ার পরপরই মসজিদে যাওয়া এবং প্রথম কাতারে বসাও সুন্নত।
» ইমাম-মুয়াজ্জিন ছাড়া অন্য কারও জন্য জায়গা নির্দিষ্ট করা অনুচিত। মসজিদের কাতারে সবাই সমান। সবাই আল্লাহর বান্দা। এর বাইরে আর কোনো পরিচয় থাকা উচিত নয়।
» মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত।
» জামাতে নামাজ আদায়ের সময় কাতার সোজা রাখা এবং কাতারের মাঝখানে ফাঁক না রাখা উচিত।
প্রত্যেক মুসলমানের জন্যই ইমানের অতি আবশ্যকীয় বিষয়গুলোর প্রতি ইমান আনা জরুরি। তবে মুমিন বান্দার ইমানের অবস্থা সব সময় সমান থাকে না। কখনো বাড়ে। কখনো কমে। তাই আমাদের উচিত, কীভাবে নিজের ইমান মজবুত ও তাজা রাখা যায়, সেই চেষ্টা অব্যাহত রাখা। এখানে ইমানি শক্তি বৃদ্ধির তিনটি আমলের কথা তুলে ধরা হলো..
১২ ঘণ্টা আগেনামাজের ইমামতি শুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক। প্রাথমিক শর্তের মধ্যে রয়েছে পুরুষ হওয়া, মুসলমান হওয়া ও বালেগ হওয়া। (সুনানে কুবরা লিল-বায়হাকি: ৬০৬৯) এ ছাড়া মানসিকভাবে সুস্থ হওয়াও আবশ্যক।
১ দিন আগেপূর্ণ ধৈর্য ধারণ করে ইসলামের মহত্ত তুলে ধরার বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ‘সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যাদের ওপরে কোনো বিপদ এলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমরা ফিরে যাব।
২ দিন আগেদুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
৪ দিন আগে