মুফতি ইশমাম আহমেদ
প্রশ্ন: নামাজ আদায় করার সময় অজু ভেঙে যাওয়ার ঘটনা ঘটে থাকে। এ অবস্থায় নামাজির করণীয় কী? তিনি ইমাম হলে কী করণীয়, মুক্তাদি হলে কী করণীয় এবং একাকী মুসল্লি হলে কী করণীয়?
জামিল হাসান নাফি, ঢাকা
উত্তর: প্রশ্নে উল্লিখিত বিষয়গুলোর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, এখানে কয়েকটি পয়েন্টে পুরো বিষয়টি তুলে ধরা হলো—
এক.
যদি নামাজ আদায় করার সময় কারও অজু ভেঙে যায় এবং তিনি ইমাম হন, তাহলে পেছনে দাঁড়ানো ইমামতি করার যোগ্য এবং মাসবুক নন এমন কোনো ব্যক্তিকে তাঁর স্থলাভিষিক্ত করবেন। তিনি নামাজ চালিয়ে যাবেন। আর মুক্তাদি হলে বা একাকী নামাজ আদায় করলে কাউকে স্থলাভিষিক্ত করার দরকার নেই। এরপর কারও সঙ্গে কোনো কথা না বলে নামাজ ছেড়ে অজু করার জন্য চলে যাবেন। অজু করে ফিরে এসে জামাতের সঙ্গে বাকি নামাজে যুক্ত হতে পারবেন এবং মুক্তাদি হিসেবে বাকি নামাজ আদায় করবেন। অজু করতে যাওয়ার সময় যে কয় রাকাত ছুটে গেল, তা পরে মাসবুক হিসেবে আদায় করবেন। এ ক্ষেত্রে ইমাম হিসেবে যতটুকু নামাজ তিনি আদায় করেছেন, তা আবার আদায় করতে হবে না।
দুই.
ওপরের মাসআলা অনিচ্ছাকৃত অজু ভেঙে যাওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। ইচ্ছাকৃত অজু ভেঙে ফেললে এমনভাবে যুক্ত হওয়ার সুযোগ নেই। আগের নামাজে যুক্ত না হয়ে নতুন করে পুরো নামাজ আদায় করাই উত্তম। অবশ্য কোনো কোনো আলিম বলেছেন, একাকী নামাজরত ব্যক্তির এমন হলে অজু করে নতুনভাবে নামাজ আদায় করা উত্তম হলেও মুক্তাদি ও ইমামের জন্য জামাতে যুক্ত হয়ে ফজিলত অর্জন করাই উত্তম।
তিন.
অজু করার পর একাকী নামাজ আদায়কারী ব্যক্তি চাইলে অজুর স্থানেই বাকি নামাজ শেষ করতে পারবেন। চাইলে আগের স্থানে গিয়েও শেষ করতে পারবেন। তবে মুক্তাদি হয়ে বাকি নামাজ আদায় করতে চাইলে অবশ্যই আগের স্থানে ফিরে গিয়ে জামাতে যুক্ত হতে হবে। ততক্ষণে জামাত শেষ হয়ে গেলে অথবা অজুর স্থান পর্যন্ত জামাতের মুসল্লি দাঁড়ালে মুক্তাদি সেখানেও দাঁড়াতে পারবেন।
চার.
যদি ব্যক্তি অজু ভেঙে গেছে মনে করে নামাজ ছেড়ে অজু করতে যান এবং পরে বুঝতে পারেন যে, আসলে তাঁর অজু ভাঙেনি এবং ততক্ষণে তিনি যদি মসজিদ থেকে বের না হন, তাহলে বাকি নামাজ আদায় করতে পারবেন। আর মসজিদ থেকে বের হয়ে গেলে তাঁকে নতুনভাবে নামাজ আদায় করতে হবে। আর তিনি যদি ইমাম হন এবং কাউকে স্থলাভিষিক্ত করে যান, তাহলে তাঁর নামাজ ভেঙে যাবে।
পাঁচ.
যদি শেষ বৈঠকের তাশাহুদ পড়ার পরে অজু ভেঙে যায়, তাহলে অজু করে সালাম ফিরিয়ে নেবেন। আর তাশাহুদ পড়ার পর মুসল্লি ইচ্ছাকৃত অজু ভাঙলে নামাজ পূর্ণ হয়ে যাবে, তবে সালাম ফেরানোর ওয়াজিব ছেড়ে দেওয়ায় গুনাহগার হবেন।
ছয়.
রুকু বা সিজদায় যদি অজু ভেঙে যায়, তবে তিনি অজু করে সেই রুকু বা সিজদা থেকেই শুরু করবেন। কারণ সেই রুকন অজু ভেঙে যাওয়ার কারণে পুরোপুরি আদায় হয়নি।
সাত.
যে ইমামের সঙ্গে মাত্র একজন মুক্তাদি আছেন, তাঁর অজু ভেঙে গেলে এবং তিনি ওই মুক্তাদিকে স্থলাভিষিক্ত না করে বেরিয়ে গেলেও তিনি ভারপ্রাপ্ত ইমাম হয়ে যাবেন। আসল ইমাম নিয়ত করুন বা না করুন। আর আসল ইমাম অজু করে এসে মুক্তাদি হিসেবে বাকি নামাজ শেষ করতে পারবেন।
আট.
মুক্তাদি নারী বা অপ্রাপ্তবয়স্ক ছেলে হলে এবং ইমামের অজু ভেঙে গেলে দুজনেরই নামাজ ভেঙে যাবে। দুজনকেই নতুনভাবে নামাজ আদায় করতে হবে।
সূত্র: আল-হিদায়া (১ / ১০৩-১০৮) থেকে সংক্ষেপিত ও পরিমার্জিত।
উত্তর দিয়েছেন,মুফতি ইশমাম আহমেদ,ইসলামবিষয়ক গবেষক
প্রশ্ন: নামাজ আদায় করার সময় অজু ভেঙে যাওয়ার ঘটনা ঘটে থাকে। এ অবস্থায় নামাজির করণীয় কী? তিনি ইমাম হলে কী করণীয়, মুক্তাদি হলে কী করণীয় এবং একাকী মুসল্লি হলে কী করণীয়?
জামিল হাসান নাফি, ঢাকা
উত্তর: প্রশ্নে উল্লিখিত বিষয়গুলোর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, এখানে কয়েকটি পয়েন্টে পুরো বিষয়টি তুলে ধরা হলো—
এক.
যদি নামাজ আদায় করার সময় কারও অজু ভেঙে যায় এবং তিনি ইমাম হন, তাহলে পেছনে দাঁড়ানো ইমামতি করার যোগ্য এবং মাসবুক নন এমন কোনো ব্যক্তিকে তাঁর স্থলাভিষিক্ত করবেন। তিনি নামাজ চালিয়ে যাবেন। আর মুক্তাদি হলে বা একাকী নামাজ আদায় করলে কাউকে স্থলাভিষিক্ত করার দরকার নেই। এরপর কারও সঙ্গে কোনো কথা না বলে নামাজ ছেড়ে অজু করার জন্য চলে যাবেন। অজু করে ফিরে এসে জামাতের সঙ্গে বাকি নামাজে যুক্ত হতে পারবেন এবং মুক্তাদি হিসেবে বাকি নামাজ আদায় করবেন। অজু করতে যাওয়ার সময় যে কয় রাকাত ছুটে গেল, তা পরে মাসবুক হিসেবে আদায় করবেন। এ ক্ষেত্রে ইমাম হিসেবে যতটুকু নামাজ তিনি আদায় করেছেন, তা আবার আদায় করতে হবে না।
দুই.
ওপরের মাসআলা অনিচ্ছাকৃত অজু ভেঙে যাওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। ইচ্ছাকৃত অজু ভেঙে ফেললে এমনভাবে যুক্ত হওয়ার সুযোগ নেই। আগের নামাজে যুক্ত না হয়ে নতুন করে পুরো নামাজ আদায় করাই উত্তম। অবশ্য কোনো কোনো আলিম বলেছেন, একাকী নামাজরত ব্যক্তির এমন হলে অজু করে নতুনভাবে নামাজ আদায় করা উত্তম হলেও মুক্তাদি ও ইমামের জন্য জামাতে যুক্ত হয়ে ফজিলত অর্জন করাই উত্তম।
তিন.
অজু করার পর একাকী নামাজ আদায়কারী ব্যক্তি চাইলে অজুর স্থানেই বাকি নামাজ শেষ করতে পারবেন। চাইলে আগের স্থানে গিয়েও শেষ করতে পারবেন। তবে মুক্তাদি হয়ে বাকি নামাজ আদায় করতে চাইলে অবশ্যই আগের স্থানে ফিরে গিয়ে জামাতে যুক্ত হতে হবে। ততক্ষণে জামাত শেষ হয়ে গেলে অথবা অজুর স্থান পর্যন্ত জামাতের মুসল্লি দাঁড়ালে মুক্তাদি সেখানেও দাঁড়াতে পারবেন।
চার.
যদি ব্যক্তি অজু ভেঙে গেছে মনে করে নামাজ ছেড়ে অজু করতে যান এবং পরে বুঝতে পারেন যে, আসলে তাঁর অজু ভাঙেনি এবং ততক্ষণে তিনি যদি মসজিদ থেকে বের না হন, তাহলে বাকি নামাজ আদায় করতে পারবেন। আর মসজিদ থেকে বের হয়ে গেলে তাঁকে নতুনভাবে নামাজ আদায় করতে হবে। আর তিনি যদি ইমাম হন এবং কাউকে স্থলাভিষিক্ত করে যান, তাহলে তাঁর নামাজ ভেঙে যাবে।
পাঁচ.
যদি শেষ বৈঠকের তাশাহুদ পড়ার পরে অজু ভেঙে যায়, তাহলে অজু করে সালাম ফিরিয়ে নেবেন। আর তাশাহুদ পড়ার পর মুসল্লি ইচ্ছাকৃত অজু ভাঙলে নামাজ পূর্ণ হয়ে যাবে, তবে সালাম ফেরানোর ওয়াজিব ছেড়ে দেওয়ায় গুনাহগার হবেন।
ছয়.
রুকু বা সিজদায় যদি অজু ভেঙে যায়, তবে তিনি অজু করে সেই রুকু বা সিজদা থেকেই শুরু করবেন। কারণ সেই রুকন অজু ভেঙে যাওয়ার কারণে পুরোপুরি আদায় হয়নি।
সাত.
যে ইমামের সঙ্গে মাত্র একজন মুক্তাদি আছেন, তাঁর অজু ভেঙে গেলে এবং তিনি ওই মুক্তাদিকে স্থলাভিষিক্ত না করে বেরিয়ে গেলেও তিনি ভারপ্রাপ্ত ইমাম হয়ে যাবেন। আসল ইমাম নিয়ত করুন বা না করুন। আর আসল ইমাম অজু করে এসে মুক্তাদি হিসেবে বাকি নামাজ শেষ করতে পারবেন।
আট.
মুক্তাদি নারী বা অপ্রাপ্তবয়স্ক ছেলে হলে এবং ইমামের অজু ভেঙে গেলে দুজনেরই নামাজ ভেঙে যাবে। দুজনকেই নতুনভাবে নামাজ আদায় করতে হবে।
সূত্র: আল-হিদায়া (১ / ১০৩-১০৮) থেকে সংক্ষেপিত ও পরিমার্জিত।
উত্তর দিয়েছেন,মুফতি ইশমাম আহমেদ,ইসলামবিষয়ক গবেষক
জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
৫ ঘণ্টা আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
৬ ঘণ্টা আগেবিয়ে ইসলামি জীবনব্যবস্থার একটি মৌলিক অংশ। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি নিয়ে আসে। তবে বিয়ের আগে আর্থিক সচ্ছলতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বিয়ে-পরবর্তী জীবনে দায়িত্ব পালনের জন্য ব্যক্তিকে সক্ষম করে।
৬ ঘণ্টা আগে