রায়হান রাশেদ
হজ ইসলামের ফরজ বিধান। অর্থে স্বাবলম্বী ব্যক্তির জন্য হজ পালন করা আবশ্যক। যে ঘরকে কেন্দ্র করে হজব্রত পালন করা হয়, তা পৃথিবীর প্রথম ঘর—কাবা। সৃষ্টির সূচনার আত্মপ্রকাশ হয়েছে কাবার পথ ধরে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মানবজাতির জন্য প্রথম যে ঘর নির্মিত হয়েছে, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। এতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে। যেমন মাকামে ইবরাহিম। যে সেখানে প্রবেশ করবে, সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে সেই ঘরের হজ করা তার অবশ্য কর্তব্য। আর কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন।’ (সুরা আল ইমরান: ৯৬-৯৭)
হজের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। একনিষ্ঠভাবে আল্লাহর আদেশ পালন করা। নিজেকে আল্লাহর কাছে পূর্ণ সমর্পণ করা। হজে বান্দা আল্লাহর জন্যই একনিষ্ঠ হয়ে আসে এবং তাঁরই সন্তুষ্টি কামনা করে। মানুষ যখন হজের ইচ্ছায় ঘর ছাড়ে, হৃদয় তখন উদ্বেলিত হয়ে ওঠে প্রভুর প্রেমে। শুভ্র পোশাক যখন গায়ে জড়িয়ে যায়, তখন মন কেঁপে ওঠে প্রিয় প্রভুর ঘর দর্শনের সুখানুভূতিতে। মানুষ তখন হারিয়ে যায় নতুন জগতে। সে ছুটে চলে অনন্ত অসীমের দিকে। তার কণ্ঠে থাকে হাজারো বছর ধরে অগণিত কণ্ঠে গেয়ে ওঠা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…।’ যে স্লোগান ইবরাহিম (আ.) থেকে শুরু হয়ে মুহাম্মদ (সা.)-এর কণ্ঠে পূর্ণতা পেয়ে উচ্চারিত হচ্ছে কাবা ঘরের দিকে ছুটে চলা প্রত্যেক হাজির কণ্ঠে। ইহরাম বাঁধা, কাবার তওয়াফ, আরাফাতের অবস্থান, সাফা-মারওয়ায় দৌড়ানো, মুজদালিফায় অবস্থান, কোরবানি, মাথা মুণ্ডানো, শয়তানকে পাথর নিক্ষেপ—সবকিছুতে বিরাজ করে প্রভুপ্রেমের একনিষ্ঠতা, সমর্পণ ও একাগ্রতা।
এখানে ধনী-গরিবের ভেদাভেদ নেই। শিক্ষিত-মূর্খের তফাত নেই। জ্ঞান-গরিমা প্রকাশের সুযোগ নেই। বুদ্ধি-কৌশল প্রয়োগের অবকাশ নেই। সবার মধ্যে আল্লাহকে পাওয়ার ব্যাকুলতা। প্রভুপ্রেমে বিলীন হওয়ার আকুলতা। নিজেকে মালিকের একনিষ্ঠ সেবক প্রমাণ করার প্রতিযোগিতা।
এখানে সবাই এক। সবার পদতলে একই মাটি, মাথার ওপরে খোলা আকাশ, পরনে সাদা কাপড়, মুণ্ডানো মাথা। কারও মুখে অযাচিত কথা নেই, আড়ম্বরতা নেই, সবার মুখে শুধু একই ধ্বনি ‘হাজির হে মালিক, আমি আপনার দরবারে হাজির…।’
বিশ্ব মুসলিমের ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন হজ। প্রতিবছর কয়েক লাখ মুসলমান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। একই কাতারে শামিল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাওয়াফ করে আল্লাহর ঘর। ভ্রাতৃত্বের এমন নিদর্শন পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এটা এমন এক মিলনমেলা, যেখানে সবার মনে একটাই আশা ও উদ্দেশ্য থাকে, তা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখানে পার্থিব কোনো চাওয়া-পাওয়ার হিসাব থাকে না। থাকে শুধুই ভ্রাতৃত্ব, পরস্পরের জন্য শুভকামনা। হজকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব।
পৃথিবীর বিভিন্ন দেশে বহুধাবিভক্ত মুসলিম জাতিকে বছরে অন্তত একটিবারের জন্য হলেও ঐক্যবদ্ধ করে হজ। বিশ্ব মুসলিমের মিলনমেলা হিসেবেও এর গুরুত্ব অপরিসীম। কারণ এখানে আসা বিশ্বের প্রত্যেক মুসলমানের পোশাক, আমল, ছুটে চলা, উচ্চারণ এক হয়ে যায়। হজের দিনগুলোয় পৃথিবীতে বসবাসরত সব মুসলমানও অনুকরণ-অনুসরণ করে হাজিদের।
হজ পুণ্য ও সফলতার আশিস। অর্জনের ঝুলি সওয়াবে টইটম্বুর করার মহাতিথি। পাপকাজ ও অযথা কথনের বাহুল্য থেকে বিরত থাকতে পারলে হাজির জীবন হবে পাপ-পঙ্কিলতাহীন সদ্য জন্ম নেওয়া শিশুর মতো। প্রভাতে ফোটা প্রথম লাল গোলাপের মতো। নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি হজ করল এবং হজ অবস্থায় কথা ও কাজে পাপ থেকে বিরত রইল, সে হজ শেষে সেদিনের মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল।’ (বুখারি: ১৫২১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
হজ ইসলামের ফরজ বিধান। অর্থে স্বাবলম্বী ব্যক্তির জন্য হজ পালন করা আবশ্যক। যে ঘরকে কেন্দ্র করে হজব্রত পালন করা হয়, তা পৃথিবীর প্রথম ঘর—কাবা। সৃষ্টির সূচনার আত্মপ্রকাশ হয়েছে কাবার পথ ধরে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মানবজাতির জন্য প্রথম যে ঘর নির্মিত হয়েছে, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। এতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে। যেমন মাকামে ইবরাহিম। যে সেখানে প্রবেশ করবে, সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে সেই ঘরের হজ করা তার অবশ্য কর্তব্য। আর কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন।’ (সুরা আল ইমরান: ৯৬-৯৭)
হজের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। একনিষ্ঠভাবে আল্লাহর আদেশ পালন করা। নিজেকে আল্লাহর কাছে পূর্ণ সমর্পণ করা। হজে বান্দা আল্লাহর জন্যই একনিষ্ঠ হয়ে আসে এবং তাঁরই সন্তুষ্টি কামনা করে। মানুষ যখন হজের ইচ্ছায় ঘর ছাড়ে, হৃদয় তখন উদ্বেলিত হয়ে ওঠে প্রভুর প্রেমে। শুভ্র পোশাক যখন গায়ে জড়িয়ে যায়, তখন মন কেঁপে ওঠে প্রিয় প্রভুর ঘর দর্শনের সুখানুভূতিতে। মানুষ তখন হারিয়ে যায় নতুন জগতে। সে ছুটে চলে অনন্ত অসীমের দিকে। তার কণ্ঠে থাকে হাজারো বছর ধরে অগণিত কণ্ঠে গেয়ে ওঠা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…।’ যে স্লোগান ইবরাহিম (আ.) থেকে শুরু হয়ে মুহাম্মদ (সা.)-এর কণ্ঠে পূর্ণতা পেয়ে উচ্চারিত হচ্ছে কাবা ঘরের দিকে ছুটে চলা প্রত্যেক হাজির কণ্ঠে। ইহরাম বাঁধা, কাবার তওয়াফ, আরাফাতের অবস্থান, সাফা-মারওয়ায় দৌড়ানো, মুজদালিফায় অবস্থান, কোরবানি, মাথা মুণ্ডানো, শয়তানকে পাথর নিক্ষেপ—সবকিছুতে বিরাজ করে প্রভুপ্রেমের একনিষ্ঠতা, সমর্পণ ও একাগ্রতা।
এখানে ধনী-গরিবের ভেদাভেদ নেই। শিক্ষিত-মূর্খের তফাত নেই। জ্ঞান-গরিমা প্রকাশের সুযোগ নেই। বুদ্ধি-কৌশল প্রয়োগের অবকাশ নেই। সবার মধ্যে আল্লাহকে পাওয়ার ব্যাকুলতা। প্রভুপ্রেমে বিলীন হওয়ার আকুলতা। নিজেকে মালিকের একনিষ্ঠ সেবক প্রমাণ করার প্রতিযোগিতা।
এখানে সবাই এক। সবার পদতলে একই মাটি, মাথার ওপরে খোলা আকাশ, পরনে সাদা কাপড়, মুণ্ডানো মাথা। কারও মুখে অযাচিত কথা নেই, আড়ম্বরতা নেই, সবার মুখে শুধু একই ধ্বনি ‘হাজির হে মালিক, আমি আপনার দরবারে হাজির…।’
বিশ্ব মুসলিমের ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন হজ। প্রতিবছর কয়েক লাখ মুসলমান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। একই কাতারে শামিল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাওয়াফ করে আল্লাহর ঘর। ভ্রাতৃত্বের এমন নিদর্শন পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এটা এমন এক মিলনমেলা, যেখানে সবার মনে একটাই আশা ও উদ্দেশ্য থাকে, তা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখানে পার্থিব কোনো চাওয়া-পাওয়ার হিসাব থাকে না। থাকে শুধুই ভ্রাতৃত্ব, পরস্পরের জন্য শুভকামনা। হজকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব।
পৃথিবীর বিভিন্ন দেশে বহুধাবিভক্ত মুসলিম জাতিকে বছরে অন্তত একটিবারের জন্য হলেও ঐক্যবদ্ধ করে হজ। বিশ্ব মুসলিমের মিলনমেলা হিসেবেও এর গুরুত্ব অপরিসীম। কারণ এখানে আসা বিশ্বের প্রত্যেক মুসলমানের পোশাক, আমল, ছুটে চলা, উচ্চারণ এক হয়ে যায়। হজের দিনগুলোয় পৃথিবীতে বসবাসরত সব মুসলমানও অনুকরণ-অনুসরণ করে হাজিদের।
হজ পুণ্য ও সফলতার আশিস। অর্জনের ঝুলি সওয়াবে টইটম্বুর করার মহাতিথি। পাপকাজ ও অযথা কথনের বাহুল্য থেকে বিরত থাকতে পারলে হাজির জীবন হবে পাপ-পঙ্কিলতাহীন সদ্য জন্ম নেওয়া শিশুর মতো। প্রভাতে ফোটা প্রথম লাল গোলাপের মতো। নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি হজ করল এবং হজ অবস্থায় কথা ও কাজে পাপ থেকে বিরত রইল, সে হজ শেষে সেদিনের মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল।’ (বুখারি: ১৫২১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ভ্রমণের সময় নামাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইসলাম। কোনো ব্যক্তি নিজের আবাসস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরের কোনো গন্তব্যে ভ্রমণের নিয়তে বের হয়ে তাঁর এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
১৬ ঘণ্টা আগেজুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
২ দিন আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
২ দিন আগে