রায়হান রাশেদ
আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের ১৪ তম পারা তিলাওয়াত করা হবে। সুরা হিজর ও সুরা নাহল পড়া হবে। এই অংশে আল্লাহর কুদরত ও একত্ববাদ, বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ, পশুপাখির জীবনাচরণে মানুষের শিক্ষা, কন্যাসন্তান আল্লাহর নেয়ামত, মানুষ সৃষ্টির ইতিকথা, জান্নাত-জাহান্নামসহ নানা বিষয় আলোচিত হয়েছে। এখানে সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো—
সামুদ জাতির আলোচনা—সুরা হিজর
সুরা হিজর মক্কায় অবতীর্ণ। এ সুরার আয়াত সংখ্যা ৯৯। কোরআনুল কারিমের ১৫ তম সুরা এটি। এ সুরায় হিজরবাসীদের আলোচনা রয়েছে। সে দৃষ্টিকোণ থেকে এর নামকরণ করা হয় সুরা হিজর। ‘হিজর’ হেজাজ ও সিরিয়ার মধ্যস্থলে অবস্থিত একটি উপত্যকার নাম। এখানে সামুদ জাতির বসতি ছিল। তারা ছিল শক্তিশালী। তারা নিরাপদ আবাসনের জন্য পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করেছিল। সালেহ (আ.) ছিলেন সামুদ জাতির নবী। তিনি জাতিকে একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। তারা তাঁর ডাক শোনেনি। আল্লাহ নিদর্শন স্বরূপ তাদের মাঝে একটি উট পাঠান। এই উট হত্যা করতে তাদের নিষেধ করা হয়েছিল। তারা অবাধ্য হয় এবং উটটি হত্যা করে। ফলে আল্লাহ কঠিন ভূমিকম্প দিয়ে সামুদ জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেন।
জাহান্নামের ৭ দরজা
যারা আল্লাহর একত্ববাদের সঙ্গে অংশীদারত্ব নির্ধারণ করেছে, আল্লাহ ও নবী-রাসুলদের অবাধ্যতা করেছে, ইসলাম ভিন্ন অন্য জীবনব্যবস্থা গ্রহণ করেছে, ইসলামি বিশ্বাস মতে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের আজাবের জন্য রয়েছে সাতটি জাহান্নাম। জাহান্নামে প্রবেশের সাত দরজা। তারা নিজেদের পাপ অনুসারে জাহান্নামের পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ বলেন, ‘অবশ্যই জাহান্নাম তাদের সবারই প্রতিশ্রুত স্থান। তার সাতটি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণি আছে।’ (সুরা হিজর: ৪৩-৪৪)
তাফসিরে ইবনে আবি হাতিমে জাহান্নামের সাত দরজার নামও উল্লেখ করা হয়েছে। যথা—
১. জাহান্নাম (আগুনের গর্ত)
২. সায়ির (উজ্জ্বল অগ্নি)
৩. লাজা (অতি উত্তপ্ত)
৪. হুতামা (চূর্ণবিচূর্ণকারী)
৫. সাকার (যা ঝলসিয়ে ও গলিয়ে দেয়)
৬. জাহিম (জ্বলন্ত আগুন)
৭. হাভিয়া (অতল গহ্বর)
মৌমাছির জীবনচক্রের বয়ান—সুরা নাহল
সুরা নাহল মক্কায় অবতীর্ণ। এ সুরার আয়াত সংখ্যা ১২৮। কোরআন মজিদের ১৬ তম সুরা এটি। নাহল অর্থ মৌমাছি। এ সুরায় মৌমাছির জীবনচক্র ও মধুর আলোচনা রয়েছে, সেদিকে ইঙ্গিত করে সুরার নাম রাখা হয়েছে সুরা নাহল।
আল্লাহ অহংকারীকে অপছন্দ করেন
মানবজীবনের সবচেয়ে বড় অপগুণ ও অসুস্থতা হলো অহংকার। অহংকার মানুষের জীবন ধ্বংস করে দেয়। জীবনকে বিচ্ছিন্ন করে দেয়ে জীবন থেকে। মানুষ যত কোমল ও বিনয়ী হবে, তাকে ঘিরে থাকবে মানুষের উৎসব, আয়োজন, ভালোবাসা ও শ্রদ্ধার সমারোহ। আর অহংকারী থেকে সবাই যোজন যোজন দূরে চলে যাবে।
পৃথিবীতে প্রথম পাপ চালু হয় অহংকারের বশীভূত হয়ে। আল্লাহ তাআলা যখন আদম (আ.)-কে সেজদার জন্য ইবলিসকে আদেশ করেছিলেন, তখন সে অহংকার দেখিয়ে বলেছিল, ‘সে মাটির তৈরি আর আমি আগুনের। আমি তাকে সেজদা করব না।’ অহংকারের ফলে ইবলিশ বিতাড়িত হলো।
পৃথিবীর ইতিহাসে যারাই অহংকার প্রদর্শন করেছে, কেউ টিকতে পারেনি। শেষ পরিণতি শুভ হয়নি। প্রত্যেক নবী-রাসুলের গুণ ছিল বিনয় ও নম্রতা। সাহাবি, তাবেয়ি ও আল্লাহওয়ালা মানুষেরা বিনয়ের চর্চা করতেন। অহংকার ও দাম্ভিকতা এড়িয়ে চলতেন। কারণ, মুমিনের মূল্য লক্ষ্যই আল্লাহকে খুশি করা। আল্লাহর সান্নিধ্য পাওয়া। অহংকারী আল্লাহর ভালোবাসা পায় না। আল্লাহ তাকে অপছন্দ করেন। আল্লাহ বলেন, ‘আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না।’ (সুরা নাহল: ২৩)
হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (তিরমিজি: ১৯৯৮)
মৌমাছির বিস্ময়কর জীবনচক্র
মৌমাছি আল্লাহ তাআলার বিস্ময়কর ও অপূর্ব সৃষ্টি। মৌমাছি সাধারণ মাছির মতোই। আকৃতিতে ছোট। কিন্তু আল্লাহর হুকুমে সে বিস্ময়কর সব কর্ম সাধন করে। মৌমাছির সুশৃঙ্খল সংঘবদ্ধ জীবন, দক্ষ নেতৃত্ব, একনিষ্ঠ আনুগত্য, বিচক্ষণতা, কর্মদক্ষতা, উদ্যমী মনোভাব, চাক বানানো, আপসে বিভিন্ন দায়িত্ব বণ্টন, দূরে অবস্থিত বৃক্ষলতা, গাছপালা, বনবনানি ও ফসলি খেত থেকে ফোঁটা ফোঁটা করে মধু সংগ্রহসহ কত কিছুই করে। মৌমাছির দিকে তাকালে বিস্ময় না হয়ে পারা যায় না। তার কর্মযজ্ঞে আছে মুগ্ধ হওয়ার মতোই ব্যাপার। আল্লাহর কুদরত যে কত বিস্ময়কর, মৌমাছি তার একটি উদাহরণ।
এই সুরার ৬৮ ও ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক মৌমাছির অন্তরে ইঙ্গিতে এ নির্দেশ দিয়েছেন, ঘর তৈরি করো পাহাড়ে, বৃক্ষে ও মানুষ যে ঘর নির্মাণ করে তাতে। এরপর প্রত্যেক ফল থেকে কিছু কিছু আহার করো আর তোমার প্রতিপালক তোমার জন্য যে পথ সহজ করে দিয়েছেন, সে পথ অনুসরণ করো। এর উদর থেকে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়। যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।’
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ মৌমাছির জীবন আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। মৌমাছির জীবনচক্রের বিস্ময়কর আরও বহু দিক উন্মোচিত হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, মৌমাছি খুবই পরিশ্রমী পতঙ্গ। এক পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়! আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় ১৪.৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়! যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব। (টারমিনিক্স)
মধু অসংখ্য রোগের ওষুধ; এবং খাদ্যও। এটি বেহেশতের পানীয় বিশেষ। নবীজি (সা.) মধু পছন্দ করতেন। কারও অসুখ হলে মধু খাওয়ার পরামর্শ দিতেন। হাদিসে এসেছে, নবী (সা.) মধু খেতে খুব ভালোবাসতেন। (শামায়েলে তিরমিজি: ১২১)
এ ছাড়া আজকের তারাবির অংশে খুটিহীন আকাশ নির্মাণ, আসমানে হরেক রকম গ্রহ-নক্ষত্র, আসমানের সুরক্ষা, জমিন, জমিনের পেটে পাহাড় আর সব ধরনের বৃক্ষ, লতাগুল্ম, বন, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, মানুষের জীবিকার উপকরণ, অবারিত বাতাস, উড়ে বেড়ানো মেঘমালা, পানি পানে সৃষ্টির তৃষ্ণা মেটানো, তাঁর নিয়ন্ত্রণে জীবন-মৃত্যু, বিশ্বাসের দৃঢ়তা, কিয়ামত দিবসে কাফেরদের আফসোস, শয়তানের ধোঁকা, আল্লাহর নেয়ামত ভুলে যাওয়া, ইবরাহিম (আ.)-এর সন্তান লাভ, লুত (আ.) ও তার জনপদের কাহিনি এবং কাফেরদের প্রশ্নের খণ্ডনসহ নানা বিষয় আলোচিত হয়েছে।
লেখক: ইসলামবিষয়ক গবেষক ও সাংবাদিক
আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের ১৪ তম পারা তিলাওয়াত করা হবে। সুরা হিজর ও সুরা নাহল পড়া হবে। এই অংশে আল্লাহর কুদরত ও একত্ববাদ, বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ, পশুপাখির জীবনাচরণে মানুষের শিক্ষা, কন্যাসন্তান আল্লাহর নেয়ামত, মানুষ সৃষ্টির ইতিকথা, জান্নাত-জাহান্নামসহ নানা বিষয় আলোচিত হয়েছে। এখানে সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো—
সামুদ জাতির আলোচনা—সুরা হিজর
সুরা হিজর মক্কায় অবতীর্ণ। এ সুরার আয়াত সংখ্যা ৯৯। কোরআনুল কারিমের ১৫ তম সুরা এটি। এ সুরায় হিজরবাসীদের আলোচনা রয়েছে। সে দৃষ্টিকোণ থেকে এর নামকরণ করা হয় সুরা হিজর। ‘হিজর’ হেজাজ ও সিরিয়ার মধ্যস্থলে অবস্থিত একটি উপত্যকার নাম। এখানে সামুদ জাতির বসতি ছিল। তারা ছিল শক্তিশালী। তারা নিরাপদ আবাসনের জন্য পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করেছিল। সালেহ (আ.) ছিলেন সামুদ জাতির নবী। তিনি জাতিকে একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। তারা তাঁর ডাক শোনেনি। আল্লাহ নিদর্শন স্বরূপ তাদের মাঝে একটি উট পাঠান। এই উট হত্যা করতে তাদের নিষেধ করা হয়েছিল। তারা অবাধ্য হয় এবং উটটি হত্যা করে। ফলে আল্লাহ কঠিন ভূমিকম্প দিয়ে সামুদ জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেন।
জাহান্নামের ৭ দরজা
যারা আল্লাহর একত্ববাদের সঙ্গে অংশীদারত্ব নির্ধারণ করেছে, আল্লাহ ও নবী-রাসুলদের অবাধ্যতা করেছে, ইসলাম ভিন্ন অন্য জীবনব্যবস্থা গ্রহণ করেছে, ইসলামি বিশ্বাস মতে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের আজাবের জন্য রয়েছে সাতটি জাহান্নাম। জাহান্নামে প্রবেশের সাত দরজা। তারা নিজেদের পাপ অনুসারে জাহান্নামের পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ বলেন, ‘অবশ্যই জাহান্নাম তাদের সবারই প্রতিশ্রুত স্থান। তার সাতটি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণি আছে।’ (সুরা হিজর: ৪৩-৪৪)
তাফসিরে ইবনে আবি হাতিমে জাহান্নামের সাত দরজার নামও উল্লেখ করা হয়েছে। যথা—
১. জাহান্নাম (আগুনের গর্ত)
২. সায়ির (উজ্জ্বল অগ্নি)
৩. লাজা (অতি উত্তপ্ত)
৪. হুতামা (চূর্ণবিচূর্ণকারী)
৫. সাকার (যা ঝলসিয়ে ও গলিয়ে দেয়)
৬. জাহিম (জ্বলন্ত আগুন)
৭. হাভিয়া (অতল গহ্বর)
মৌমাছির জীবনচক্রের বয়ান—সুরা নাহল
সুরা নাহল মক্কায় অবতীর্ণ। এ সুরার আয়াত সংখ্যা ১২৮। কোরআন মজিদের ১৬ তম সুরা এটি। নাহল অর্থ মৌমাছি। এ সুরায় মৌমাছির জীবনচক্র ও মধুর আলোচনা রয়েছে, সেদিকে ইঙ্গিত করে সুরার নাম রাখা হয়েছে সুরা নাহল।
আল্লাহ অহংকারীকে অপছন্দ করেন
মানবজীবনের সবচেয়ে বড় অপগুণ ও অসুস্থতা হলো অহংকার। অহংকার মানুষের জীবন ধ্বংস করে দেয়। জীবনকে বিচ্ছিন্ন করে দেয়ে জীবন থেকে। মানুষ যত কোমল ও বিনয়ী হবে, তাকে ঘিরে থাকবে মানুষের উৎসব, আয়োজন, ভালোবাসা ও শ্রদ্ধার সমারোহ। আর অহংকারী থেকে সবাই যোজন যোজন দূরে চলে যাবে।
পৃথিবীতে প্রথম পাপ চালু হয় অহংকারের বশীভূত হয়ে। আল্লাহ তাআলা যখন আদম (আ.)-কে সেজদার জন্য ইবলিসকে আদেশ করেছিলেন, তখন সে অহংকার দেখিয়ে বলেছিল, ‘সে মাটির তৈরি আর আমি আগুনের। আমি তাকে সেজদা করব না।’ অহংকারের ফলে ইবলিশ বিতাড়িত হলো।
পৃথিবীর ইতিহাসে যারাই অহংকার প্রদর্শন করেছে, কেউ টিকতে পারেনি। শেষ পরিণতি শুভ হয়নি। প্রত্যেক নবী-রাসুলের গুণ ছিল বিনয় ও নম্রতা। সাহাবি, তাবেয়ি ও আল্লাহওয়ালা মানুষেরা বিনয়ের চর্চা করতেন। অহংকার ও দাম্ভিকতা এড়িয়ে চলতেন। কারণ, মুমিনের মূল্য লক্ষ্যই আল্লাহকে খুশি করা। আল্লাহর সান্নিধ্য পাওয়া। অহংকারী আল্লাহর ভালোবাসা পায় না। আল্লাহ তাকে অপছন্দ করেন। আল্লাহ বলেন, ‘আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না।’ (সুরা নাহল: ২৩)
হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (তিরমিজি: ১৯৯৮)
মৌমাছির বিস্ময়কর জীবনচক্র
মৌমাছি আল্লাহ তাআলার বিস্ময়কর ও অপূর্ব সৃষ্টি। মৌমাছি সাধারণ মাছির মতোই। আকৃতিতে ছোট। কিন্তু আল্লাহর হুকুমে সে বিস্ময়কর সব কর্ম সাধন করে। মৌমাছির সুশৃঙ্খল সংঘবদ্ধ জীবন, দক্ষ নেতৃত্ব, একনিষ্ঠ আনুগত্য, বিচক্ষণতা, কর্মদক্ষতা, উদ্যমী মনোভাব, চাক বানানো, আপসে বিভিন্ন দায়িত্ব বণ্টন, দূরে অবস্থিত বৃক্ষলতা, গাছপালা, বনবনানি ও ফসলি খেত থেকে ফোঁটা ফোঁটা করে মধু সংগ্রহসহ কত কিছুই করে। মৌমাছির দিকে তাকালে বিস্ময় না হয়ে পারা যায় না। তার কর্মযজ্ঞে আছে মুগ্ধ হওয়ার মতোই ব্যাপার। আল্লাহর কুদরত যে কত বিস্ময়কর, মৌমাছি তার একটি উদাহরণ।
এই সুরার ৬৮ ও ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক মৌমাছির অন্তরে ইঙ্গিতে এ নির্দেশ দিয়েছেন, ঘর তৈরি করো পাহাড়ে, বৃক্ষে ও মানুষ যে ঘর নির্মাণ করে তাতে। এরপর প্রত্যেক ফল থেকে কিছু কিছু আহার করো আর তোমার প্রতিপালক তোমার জন্য যে পথ সহজ করে দিয়েছেন, সে পথ অনুসরণ করো। এর উদর থেকে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়। যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।’
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ মৌমাছির জীবন আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। মৌমাছির জীবনচক্রের বিস্ময়কর আরও বহু দিক উন্মোচিত হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, মৌমাছি খুবই পরিশ্রমী পতঙ্গ। এক পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়! আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় ১৪.৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়! যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব। (টারমিনিক্স)
মধু অসংখ্য রোগের ওষুধ; এবং খাদ্যও। এটি বেহেশতের পানীয় বিশেষ। নবীজি (সা.) মধু পছন্দ করতেন। কারও অসুখ হলে মধু খাওয়ার পরামর্শ দিতেন। হাদিসে এসেছে, নবী (সা.) মধু খেতে খুব ভালোবাসতেন। (শামায়েলে তিরমিজি: ১২১)
এ ছাড়া আজকের তারাবির অংশে খুটিহীন আকাশ নির্মাণ, আসমানে হরেক রকম গ্রহ-নক্ষত্র, আসমানের সুরক্ষা, জমিন, জমিনের পেটে পাহাড় আর সব ধরনের বৃক্ষ, লতাগুল্ম, বন, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, মানুষের জীবিকার উপকরণ, অবারিত বাতাস, উড়ে বেড়ানো মেঘমালা, পানি পানে সৃষ্টির তৃষ্ণা মেটানো, তাঁর নিয়ন্ত্রণে জীবন-মৃত্যু, বিশ্বাসের দৃঢ়তা, কিয়ামত দিবসে কাফেরদের আফসোস, শয়তানের ধোঁকা, আল্লাহর নেয়ামত ভুলে যাওয়া, ইবরাহিম (আ.)-এর সন্তান লাভ, লুত (আ.) ও তার জনপদের কাহিনি এবং কাফেরদের প্রশ্নের খণ্ডনসহ নানা বিষয় আলোচিত হয়েছে।
লেখক: ইসলামবিষয়ক গবেষক ও সাংবাদিক
জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
২১ ঘণ্টা আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
২১ ঘণ্টা আগেবিয়ে ইসলামি জীবনব্যবস্থার একটি মৌলিক অংশ। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি নিয়ে আসে। তবে বিয়ের আগে আর্থিক সচ্ছলতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বিয়ে-পরবর্তী জীবনে দায়িত্ব পালনের জন্য ব্যক্তিকে সক্ষম করে।
২১ ঘণ্টা আগে