মহানবী (সা.) কখন নবুওয়ত লাভ করেন

মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৮: ০৩

প্রশ্ন: মহানবী (সা.) কখন নবুওয়ত লাভ করেন? কোরআন-হাদিসের আলোকে জানালে উপকৃত হব। 
আহসানুল্লাহ, ঢাকা

উত্তর: এখানে দুটি বিষয় বুঝতে হবে। প্রথম বিষয় হলো, মহানবী (সা.)-এর নবুওয়ত কখন নির্ধারিত হয়। কোরআন-হাদিসের আলোকে জানা যায়, তাঁর সৃষ্টির অনেক আগেই তাঁর নবী হওয়ার বিষয়টি নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, ‘এবং (তাদের সেই সময়ের কথা স্মরণ করাও) যখন আল্লাহ নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, আমি যদি তোমাদের কিতাব ও হিকমত দান করি, তারপর তোমাদের কাছে কোনো রাসুল আসে, যে তোমাদের কাছে থাকা কিতাব সমর্থন করে, তবে তোমরা অবশ্যই তার প্রতি ইমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। আল্লাহ (সেই নবীদের) বলেছিলেন, তোমরা কি এ কথা স্বীকার করছ এবং আমার পক্ষ থেকে দেওয়া এ দায়িত্ব গ্রহণ করছ? তারা বলেছিল, আমরা স্বীকার করছি। আল্লাহ বললেন, তবে তোমরা (একে অন্যের স্বীকারোক্তি সম্পর্কে) সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম।’ (সুরা আল ইমরান: ৮১) হাদিসে মহানবী (সা.)কে সাহাবিগণ জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, কখন থেকে আপনার জন্য নবুওয়ত নির্ধারিত হয়?’ তিনি বললেন, ‘আদম (আ.) যখন ছিলেন রুহ ও শরীরের মাঝে।’ (তিরমিজি: ৩৬০৯)

দ্বিতীয় বিষয় হলো, পৃথিবীতে তাঁকে কত বছর বয়সে নবুওয়তের দায়িত্ব দেওয়া হয় এবং কখন তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করেন? হাদিসে এসেছে, ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)কে নবুওয়ত দেওয়া হয় ৪০ বছর বয়সে, এরপর তিনি ১৩ বছর মক্কায় অবস্থান করেন। এ সময় তাঁর প্রতি অহি নাজিল হচ্ছিল। তারপর হিজরতের নির্দেশ পান। হিজরতের পর ১০ বছর (মদিনায়) অবস্থান করেন। আর তিনি ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।’ (বুখারি: ৩৯০২)

ইতিহাস ও সিরাত গ্রন্থগুলোর তথ্য অনুসারেও তিনি ৪০ বছর বয়সে পৃথিবীতে নবুওয়তের দায়িত্ব পান এবং নবী হিসেবে আত্মপ্রকাশ করেন। ইতিহাসবিদ মোবারকপুরি বলেন, ‘সব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আমরা রমজানের ২১তম দিনটিকেই নবুওয়তপ্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত করি। দিনটি ছিল ৬১০ খ্রিষ্টাব্দের ১০ আগস্ট। তখন নবী (সা.)-এর বয়স চান্দ্রবর্ষের হিসেবে ৪০ বছর ৬ মাস ১২ দিন এবং সৌরবর্ষের হিসেবে ৩৯ বছর ৩ মাস ২০ দিন ছিল।’ (আর-রাহিকুল মাখতুম, পৃ. ৫১) 

উত্তর দিয়েছেন: প্রধান মুফতি, জামিয়াতুস সুন্নাহ, লালবাগ, ঢাকা

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত