ইসলাম ডেস্ক
চলতি বছরের হজে বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০ লাখ মুসলিম অংশ নেবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দুই পবিত্র মসজিদের প্রধান শায়েখ আবদুর রহমান আল-সুদাইস আল-ইখবারিয়া টেলিভিশনকে বলেছেন, ‘সব প্রস্তুতি শেষের দিকে। এবারের হজ ব্যতিক্রম ও নিরাপদ হজ হবে।’
করোনা মহামারির বিধিনিষেধ পূর্ণরূপে শিথিল হওয়ার পর এটিই প্রথম হজ। এর আগে ২০১৯ সালে ২৪ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছিলেন।
তবে ২০২০ সালে করোনা মহামারি ও লকডাউনের কারণে সৌদি সরকার হজে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছিল। সে বছর দেশটির মাত্র ১ হাজার মানুষকে হজ করার সুযোগ দেওয়া হয়েছিল।
অবশ্য ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে ৬০ হাজার করা হয়েছিল। তবে সেবারও সৌদি আরবের বাইরের কাউকে হজ করার অনুমতি দেওয়া হয়নি। ২০২২ সালে অবশ্যই বিভিন্ন দেশ থেকে ৯ লাখ মানুষ হজে অংশ নিয়েছিলেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
চলতি বছরের হজে বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০ লাখ মুসলিম অংশ নেবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দুই পবিত্র মসজিদের প্রধান শায়েখ আবদুর রহমান আল-সুদাইস আল-ইখবারিয়া টেলিভিশনকে বলেছেন, ‘সব প্রস্তুতি শেষের দিকে। এবারের হজ ব্যতিক্রম ও নিরাপদ হজ হবে।’
করোনা মহামারির বিধিনিষেধ পূর্ণরূপে শিথিল হওয়ার পর এটিই প্রথম হজ। এর আগে ২০১৯ সালে ২৪ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছিলেন।
তবে ২০২০ সালে করোনা মহামারি ও লকডাউনের কারণে সৌদি সরকার হজে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছিল। সে বছর দেশটির মাত্র ১ হাজার মানুষকে হজ করার সুযোগ দেওয়া হয়েছিল।
অবশ্য ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে ৬০ হাজার করা হয়েছিল। তবে সেবারও সৌদি আরবের বাইরের কাউকে হজ করার অনুমতি দেওয়া হয়নি। ২০২২ সালে অবশ্যই বিভিন্ন দেশ থেকে ৯ লাখ মানুষ হজে অংশ নিয়েছিলেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
প্রত্যেক মুসলমানের জন্যই ইমানের অতি আবশ্যকীয় বিষয়গুলোর প্রতি ইমান আনা জরুরি। তবে মুমিন বান্দার ইমানের অবস্থা সব সময় সমান থাকে না। কখনো বাড়ে। কখনো কমে। তাই আমাদের উচিত, কীভাবে নিজের ইমান মজবুত ও তাজা রাখা যায়, সেই চেষ্টা অব্যাহত রাখা। এখানে ইমানি শক্তি বৃদ্ধির তিনটি আমলের কথা তুলে ধরা হলো..
৫ ঘণ্টা আগেনামাজের ইমামতি শুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক। প্রাথমিক শর্তের মধ্যে রয়েছে পুরুষ হওয়া, মুসলমান হওয়া ও বালেগ হওয়া। (সুনানে কুবরা লিল-বায়হাকি: ৬০৬৯) এ ছাড়া মানসিকভাবে সুস্থ হওয়াও আবশ্যক।
১ দিন আগেপূর্ণ ধৈর্য ধারণ করে ইসলামের মহত্ত তুলে ধরার বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ‘সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যাদের ওপরে কোনো বিপদ এলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমরা ফিরে যাব।
২ দিন আগেদুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
৩ দিন আগে