অনলাইন ডেস্ক
মুসলিমদের আজ রোববার সন্ধ্যায় আকাশে রমজানের চাঁদ খোঁজার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। হিজরি বর্ষপঞ্জি অনুসারে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ শাবান শেষে রমজান শুরু হয়।
রমজান বিশ্বজুড়ে মুসলিমদের জন্য রোজা, নামাজ, সংযম এবং ঐক্যের পবিত্র মাস। খালি চোখে বা দুরবিন ব্যবহার করে চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের তাঁদের পর্যবেক্ষণ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সাক্ষীদের নিকটস্থ আদালতে তাঁদের অনুসন্ধান উপস্থাপন করতে উৎসাহিত করা হয়। এ ছাড়া তাঁদের স্থানীয় কেন্দ্রগুলোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, যেখানে তাঁদের উপযুক্ত আদালতে খবর দেওয়ার জন্য দিকনির্দেশনা দেওয়া হবে।
ইসলামে চাঁদ দেখার নিয়ম গভীরভাবে অনুসরণ করা হয়। রমজানের সূচনাকে সংজ্ঞায়িত করার জন্যও এটি গুরুত্বপূর্ণ।
মুসলিমদের আজ রোববার সন্ধ্যায় আকাশে রমজানের চাঁদ খোঁজার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। হিজরি বর্ষপঞ্জি অনুসারে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ শাবান শেষে রমজান শুরু হয়।
রমজান বিশ্বজুড়ে মুসলিমদের জন্য রোজা, নামাজ, সংযম এবং ঐক্যের পবিত্র মাস। খালি চোখে বা দুরবিন ব্যবহার করে চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের তাঁদের পর্যবেক্ষণ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সাক্ষীদের নিকটস্থ আদালতে তাঁদের অনুসন্ধান উপস্থাপন করতে উৎসাহিত করা হয়। এ ছাড়া তাঁদের স্থানীয় কেন্দ্রগুলোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, যেখানে তাঁদের উপযুক্ত আদালতে খবর দেওয়ার জন্য দিকনির্দেশনা দেওয়া হবে।
ইসলামে চাঁদ দেখার নিয়ম গভীরভাবে অনুসরণ করা হয়। রমজানের সূচনাকে সংজ্ঞায়িত করার জন্যও এটি গুরুত্বপূর্ণ।
দুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
১৬ ঘণ্টা আগেএকজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
২ দিন আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
৩ দিন আগেজ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
৪ দিন আগে