ইজাজুল হক
বিশিষ্ট লেখক ও শিশুসাহিত্যিক মাওলানা মুনীরুল ইসলাম ইসলামি বইয়ের অঙ্গনে পরিচিত নাম। শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন বই লিখে পাঠকদের কাছে সমাদৃত হয়েছেন। শিশু-কিশোরদের মনে নীতি-নৈতিকতা ও উত্তম চরিত্রের বীজ বপন করতে পৃথিবীর ইতিহাসের মহাপুরুষদের জীবন সম্পর্কে জানা অপরিহার্য। আর নবী-রাসুলগণ হলেন মহান আল্লাহর প্রেরিত মহাপুরুষ। পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশা দিতেই তাঁদের আগমন। তাই শিশুদের কোমল মনে তাদের সোনালি জীবনের আলো ফেলা খুবই জরুরি। সেই বোধ থেকেই এবার মাওলানা মুনীরুল ইসলাম লিখেছেন ‘ছোটদের নবী-রাসুল সিরিজ’। ২০টি বইয়ের এই সিরিজে মোট ৪০ জন নবী-রাসুলের জীবনকথা উঠে এসেছে। এর মধ্যে ১২টি বইয়ে একজন করে ১২ জন, ৬টি বইয়ে দুজন করে ১২ জন এবং ২টি বইয়ে বাকি নবীদের সংক্ষিপ্ত জীবনকাহিনি উঠে এসেছে। আমাদের মনে হয়েছে, এই সিরিজের বইগুলো ভাষা ও মুদ্রণ বিবেচনায় ৩য় থেকে ৫ম শ্রেণির শিশু-কিশোরদের জন্য দারুণ উপযোগী। বইয়ের ভাষা অত্যন্ত সাবলীল ও সহজ। ছোট ছোট শব্দ-বাক্যে গল্পের তালে তালে গড়ে তোলা হয়েছে নবী-রাসুলদের পবিত্র জীবন প্রাসাদ। গল্পে বানোয়াট কাহিনি এড়িয়ে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত বিষয়গুলোই কেবল পরিবেশন করা হয়েছে। এসব গল্প কোমলমতি শিশুদের আদর্শ জীবন গঠনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। সিরিজটি বাংলাবাজার ইসলামী টাওয়ারে অবস্থিত আনোয়ার লাইব্রেরির বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এ ছাড়া রকমারি ডটকমসহ অনলাইন বুকশপগুলোতেও অর্ডার করা যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল অর্ধশতাধিক বইয়ের লেখক। পাঠ্যবইসহ ইসলামবিষয়ক মৌলিক বই লিখে পাঠকের আস্থা কুড়িয়েছেন। এবার তিনি উদ্যোগ নিয়েছেন মুসলিম শিশুদের শুদ্ধ মানস গঠনে ৩৬৫টি গল্প লেখার। ‘শিশু প্রতিদিন পড়বে ও শুনবে একটি ইসলামি গল্প’ স্লোগানে শুরু করা এই প্রকল্পের প্রথম পদক্ষেপ হিসেবে তিনি রচনা করেছেন ‘ছোটদের নবী-রাসূল সিরিজ’। এই সিরিজের এখন পর্যন্ত ১০টি বই বেরিয়েছে। এতে স্থান পেয়েছে যথাক্রমে হজরত আদম (আ.), নূহ (আ.), হুদ (আ.), সালেহ (আ.), ইবরাহিম (আ.), ইউসুফ (আ.), আইয়ুব (আ.), মূসা (আ.), দাউদ (আ.) ও ইউনুস (আ.)-এর জীবনকথা। আমাদের মনে হয়েছে, বইগুলো ভাষা ও মুদ্রণ বিবেচনায় ১ম থেকে ৩য় শ্রেণির শিশুদের জন্য দারুণ উপযোগী। শিশুদের উপযোগী শব্দ এবং ছোট ছোট বাক্য দিয়ে অত্যন্ত সাবলীল ভাষায় লেখক যত্ন নিয়ে সিরিজটি রচনা করেছেন। এ ছাড়া পাতায় পাতায় আঁকা হয়েছে চমৎকার ছবি। কোরআন-হাদিসের বিশুদ্ধ বর্ণনাগুলো দিয়েই সাজানো হয়েছে এসব গল্প। বর্জন করা হয়েছে জনশ্রুতি বা ইসরায়েলি বর্ণনা। এ ছাড়া প্রতিটি বইয়ের রয়েছে অডিও ভার্সনও। বইয়ের ভেতরে দেওয়া কিউআর কোড স্ক্যান করে গল্পগুলো শুনতেও পারবে শিশুরা। আর্ট পেপারে মুদ্রিত সম্পূর্ণ রঙিন সিরিজটি শিশুদের জন্য হতে পারে সেরা উপহার। সদ্য প্রকাশিত সিরিজটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়মূল্যে।
বিশিষ্ট লেখক ও শিশুসাহিত্যিক মাওলানা মুনীরুল ইসলাম ইসলামি বইয়ের অঙ্গনে পরিচিত নাম। শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন বই লিখে পাঠকদের কাছে সমাদৃত হয়েছেন। শিশু-কিশোরদের মনে নীতি-নৈতিকতা ও উত্তম চরিত্রের বীজ বপন করতে পৃথিবীর ইতিহাসের মহাপুরুষদের জীবন সম্পর্কে জানা অপরিহার্য। আর নবী-রাসুলগণ হলেন মহান আল্লাহর প্রেরিত মহাপুরুষ। পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশা দিতেই তাঁদের আগমন। তাই শিশুদের কোমল মনে তাদের সোনালি জীবনের আলো ফেলা খুবই জরুরি। সেই বোধ থেকেই এবার মাওলানা মুনীরুল ইসলাম লিখেছেন ‘ছোটদের নবী-রাসুল সিরিজ’। ২০টি বইয়ের এই সিরিজে মোট ৪০ জন নবী-রাসুলের জীবনকথা উঠে এসেছে। এর মধ্যে ১২টি বইয়ে একজন করে ১২ জন, ৬টি বইয়ে দুজন করে ১২ জন এবং ২টি বইয়ে বাকি নবীদের সংক্ষিপ্ত জীবনকাহিনি উঠে এসেছে। আমাদের মনে হয়েছে, এই সিরিজের বইগুলো ভাষা ও মুদ্রণ বিবেচনায় ৩য় থেকে ৫ম শ্রেণির শিশু-কিশোরদের জন্য দারুণ উপযোগী। বইয়ের ভাষা অত্যন্ত সাবলীল ও সহজ। ছোট ছোট শব্দ-বাক্যে গল্পের তালে তালে গড়ে তোলা হয়েছে নবী-রাসুলদের পবিত্র জীবন প্রাসাদ। গল্পে বানোয়াট কাহিনি এড়িয়ে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত বিষয়গুলোই কেবল পরিবেশন করা হয়েছে। এসব গল্প কোমলমতি শিশুদের আদর্শ জীবন গঠনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। সিরিজটি বাংলাবাজার ইসলামী টাওয়ারে অবস্থিত আনোয়ার লাইব্রেরির বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এ ছাড়া রকমারি ডটকমসহ অনলাইন বুকশপগুলোতেও অর্ডার করা যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল অর্ধশতাধিক বইয়ের লেখক। পাঠ্যবইসহ ইসলামবিষয়ক মৌলিক বই লিখে পাঠকের আস্থা কুড়িয়েছেন। এবার তিনি উদ্যোগ নিয়েছেন মুসলিম শিশুদের শুদ্ধ মানস গঠনে ৩৬৫টি গল্প লেখার। ‘শিশু প্রতিদিন পড়বে ও শুনবে একটি ইসলামি গল্প’ স্লোগানে শুরু করা এই প্রকল্পের প্রথম পদক্ষেপ হিসেবে তিনি রচনা করেছেন ‘ছোটদের নবী-রাসূল সিরিজ’। এই সিরিজের এখন পর্যন্ত ১০টি বই বেরিয়েছে। এতে স্থান পেয়েছে যথাক্রমে হজরত আদম (আ.), নূহ (আ.), হুদ (আ.), সালেহ (আ.), ইবরাহিম (আ.), ইউসুফ (আ.), আইয়ুব (আ.), মূসা (আ.), দাউদ (আ.) ও ইউনুস (আ.)-এর জীবনকথা। আমাদের মনে হয়েছে, বইগুলো ভাষা ও মুদ্রণ বিবেচনায় ১ম থেকে ৩য় শ্রেণির শিশুদের জন্য দারুণ উপযোগী। শিশুদের উপযোগী শব্দ এবং ছোট ছোট বাক্য দিয়ে অত্যন্ত সাবলীল ভাষায় লেখক যত্ন নিয়ে সিরিজটি রচনা করেছেন। এ ছাড়া পাতায় পাতায় আঁকা হয়েছে চমৎকার ছবি। কোরআন-হাদিসের বিশুদ্ধ বর্ণনাগুলো দিয়েই সাজানো হয়েছে এসব গল্প। বর্জন করা হয়েছে জনশ্রুতি বা ইসরায়েলি বর্ণনা। এ ছাড়া প্রতিটি বইয়ের রয়েছে অডিও ভার্সনও। বইয়ের ভেতরে দেওয়া কিউআর কোড স্ক্যান করে গল্পগুলো শুনতেও পারবে শিশুরা। আর্ট পেপারে মুদ্রিত সম্পূর্ণ রঙিন সিরিজটি শিশুদের জন্য হতে পারে সেরা উপহার। সদ্য প্রকাশিত সিরিজটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়মূল্যে।
দুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
১৯ ঘণ্টা আগেএকজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
২ দিন আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
৩ দিন আগেজ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
৪ দিন আগে