ইসলাম ডেস্ক
কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ৩০ বছরের বেশি সময় ধরে হজযাত্রীদের বিনা মূল্যে পরিবহন সেবা দিচ্ছেন সৌদি আরবের নাগরিক আয়েদ আল-জারহাদি। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় একটি সীমান্ত শহর থেকে প্রতি বছর তিনি ব্যক্তিগত গাড়িতে করে এই সেবা দিয়ে থাকেন।
তিন দশক আগে শুরু করা এই মহৎ কাজ আল-জারহাদি এখনো নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বৃদ্ধ ও নারীদের এই সেবা দেই।’
কেবল আল-জারহাদিই নয়, হজের মৌসুমে অনেক আরবের অভূতপূর্ব আতিথেয়তার কথা শোনা যায়। হাজিদের তাঁরা ‘পরম করুণাময়ের মেহমান’ হিসেবে বিশেষ সম্মান জানান।
তেমনই আরেকজন স্বেচ্ছাসেবীর নাম ফাহদ আল-হামলি। তিনি কয়েক বছর ধরে মধ্য সৌদি আরবে অবস্থিত নিজস্ব খামার বাড়িতে কয়েকশ হাজির থাকা-খাওয়ার ব্যবস্থা করছেন। সেখানে তিনি তাঁদের সৌদির ঐতিহ্যবাহী খাবার ও কফি দিয়ে আপ্যায়ন করেন।
আল-হামলি বলেন, ‘মেহমানদারি আরবদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে।’
উল্লেখ্য, হজ উপলক্ষে এ বছর মক্কায় ২০ লাখ হাজির সমাগম ঘটবে বলে আশা করেছে সৌদি কর্তৃপক্ষ। এরই মধ্যে বেশির ভাগ হজযাত্রী দেশটিতে পৌঁছে গেছেন। আগামী ২৬ জুন সোমবার থেকে ৩০ জুন শনিবার পর্যন্ত এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলবে। ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
সূত্র: গালফ নিউজ
কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ৩০ বছরের বেশি সময় ধরে হজযাত্রীদের বিনা মূল্যে পরিবহন সেবা দিচ্ছেন সৌদি আরবের নাগরিক আয়েদ আল-জারহাদি। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় একটি সীমান্ত শহর থেকে প্রতি বছর তিনি ব্যক্তিগত গাড়িতে করে এই সেবা দিয়ে থাকেন।
তিন দশক আগে শুরু করা এই মহৎ কাজ আল-জারহাদি এখনো নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বৃদ্ধ ও নারীদের এই সেবা দেই।’
কেবল আল-জারহাদিই নয়, হজের মৌসুমে অনেক আরবের অভূতপূর্ব আতিথেয়তার কথা শোনা যায়। হাজিদের তাঁরা ‘পরম করুণাময়ের মেহমান’ হিসেবে বিশেষ সম্মান জানান।
তেমনই আরেকজন স্বেচ্ছাসেবীর নাম ফাহদ আল-হামলি। তিনি কয়েক বছর ধরে মধ্য সৌদি আরবে অবস্থিত নিজস্ব খামার বাড়িতে কয়েকশ হাজির থাকা-খাওয়ার ব্যবস্থা করছেন। সেখানে তিনি তাঁদের সৌদির ঐতিহ্যবাহী খাবার ও কফি দিয়ে আপ্যায়ন করেন।
আল-হামলি বলেন, ‘মেহমানদারি আরবদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে।’
উল্লেখ্য, হজ উপলক্ষে এ বছর মক্কায় ২০ লাখ হাজির সমাগম ঘটবে বলে আশা করেছে সৌদি কর্তৃপক্ষ। এরই মধ্যে বেশির ভাগ হজযাত্রী দেশটিতে পৌঁছে গেছেন। আগামী ২৬ জুন সোমবার থেকে ৩০ জুন শনিবার পর্যন্ত এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলবে। ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
সূত্র: গালফ নিউজ
জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
১৫ ঘণ্টা আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
১৫ ঘণ্টা আগেবিয়ে ইসলামি জীবনব্যবস্থার একটি মৌলিক অংশ। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি নিয়ে আসে। তবে বিয়ের আগে আর্থিক সচ্ছলতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বিয়ে-পরবর্তী জীবনে দায়িত্ব পালনের জন্য ব্যক্তিকে সক্ষম করে।
১৫ ঘণ্টা আগে