নমুনা ভাইভা: মাঠ প্রশাসনের একটি চ্যালেঞ্জ বলেন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮: ৪৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক সম্পন্ন করেন। ৪১তম বিসিএসে তাঁর ক্যাডার পছন্দক্রম ছিল—বিসিএস পররাষ্ট্র, বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ...। ২০ মিনিটের মতো ভাইভা বোর্ডে ছিলেন। তাঁর বোর্ডে বেশির ভাগ প্রশ্নই করা হয়েছিল ইংরেজিতে। বিসিএস ক্যাডার প্রত্যাশীদের জন্য অভিজ্ঞতা থেকে একটি নমুনা ভাইভা তুলে ধরেছেন ৪১তম বিসিএসের প্রশাসন ক্যাডার শেখ রায়হানা ইসলাম

চেয়ারম্যান স্যারের অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে সালাম দিলাম। (আসসালামু আলাইকুম) 

চেয়ারম্যান: Please put off your mask and sit down.
শেখ রায়হানা ইসলাম: Thank you sir.
চেয়ারম্যান: So, Raihana. 
You have completed your B.Sc. from Khulna University, Right?
শেখ রায়হানা ইসলাম: জি স্যার।
চেয়ারম্যান: How can you contribute to foreign service as a genetic Engineer?
শেখ রায়হানা ইসলাম: Sir, genetic Engineering is an integral part of 4th industrial revolution. As well as to fulfill our HPM dream of becoming a Smart Bangladesh by 2041 we need genetic Engineering in every sector. Sir as a genetic Engineer I will be able to negotiate with foreign countries to transfer their developed technologies like gene therapy, and immunotherapy to our country. Sir, I will also be able to deal in terms of research collaboration with different developed countries to flourish our research efficiency in different sectors like recombinant DNA technology and DNA fingerprinting.
চেয়ারম্যান: Ok. Now, tell me, What are the effects of Bangladesh due to the Russia-Ukraine war?
শেখ রায়হানা ইসলাম: Sir, in this present era of globalization all countries are connected like a chain, because of this a third-world country like Bangladesh suffers a lot due to this war like fuel crisis, Energy crisis, Shortage of forex reserve.
চেয়ারম্যান: Then what is the current relationship between Bangladesh and India? 
শেখ রায়হানা ইসলাম: Sir, our HPM recently visited India and signed 7 agreements with India to revive the bilateral partnership between these two countries and sir I think day by day these two countries become an excellent example of neighborhood diplomacy.
চেয়ারম্যান: Evaluate the relationship between 
China and India.
শেখ রায়হানা ইসলাম: Sir, their historical and current relationship are not at any friendly position, there are some issues like border problems. Additionally, Sir, I think that both of these countries are trying to become regional superpowers that’s why a shadow war-like situation is always present in their behavior.
চেয়ারম্যান: Ok Ok. Now please tell me the role of China and the Soviet Union at the time of our liberation war.
শেখ রায়হানা ইসলাম: Sir, actually China was on the opposite side, they maintained good relations with West Pakistan and vetoed Bangladesh to prevent our Liberation war. Sir, on the contrary, the Soviet Union was always on our side, they vetoed several times in the United Nations in favor of our liberation war, and they helped us by providing military facilities when the US sent the 7th fleet in the Bay of Bengal. 
চেয়ারম্যান: Do you know about Truman doctrine?
শেখ রায়হানা ইসলাম: Sir, Its a kind of American foreign policy that was declared by the then US president Harry S Truman on 12 March 1947, at the time of cold war. It was formulated to prevent the geopolitical expansion of the Soviet Union.
চেয়ারম্যান: আপনি কি মনে করেন, খেলাধুলার সঙ্গে দেশপ্রেমের 
সম্পর্ক আছে?
শেখ রায়হানা ইসলাম: অবশ্যই স্যার, আমি মনে করি, খেলাধুলার সাথে দেশপ্রেম জড়িত। আমাদের দেশের জাতীয় দলের প্লেয়াররা যখন খেলে, তারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে, দেশের মানুষকে প্রতিনিধিত্ব করে। দেশপ্রেম থেকেই তারা প্রফেশনালিজমের বাইরে আবেগ দিয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে জেতার চেষ্টা করে।
চেয়ারম্যান: খেলাধুলার সঙ্গে রাজনীতি কি থাকা উচিত?
শেখ রায়হানা ইসলাম: স্যার, আমার মনে হয় খেলাধুলা শুধু নির্মল আনন্দ লাভের একটি মাধ্যম। এর মধ্যে রাজনীতি না থাকাই শোভনীয়।

এক্সটার্নাল-১: মাঠ প্রশাসনের একটি চ্যালেঞ্জ বলেন, যেটা বইতে নেই।
শেখ রায়হানা ইসলাম: স্যার, একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যখন মোবাইল কোর্ট পরিচালনা করেন, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যে সমন্বয়, সেটি স্যার একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করি। অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উৎসাহের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে সব সময় সতর্ক থাকতে হয়।
চেয়ারম্যান: Explain cold war and why it happened? 
শেখ রায়হানা ইসলাম: Sir, after the Second World War a geopolitical conflict was risen between USA and Soviet Union, its actually not a war but a war like situation between these two countries are called cold war. Sir, it was happened because both of these countries try to become a superpower among the countries of the world.
চেয়ারম্যান: মানসিকতা আর স্বার্থের মধ্যে কী পার্থক্য?
শেখ রায়হানা ইসলাম: স্যার, স্বার্থ মানুষ আর পরিবেশভেদে পরিবর্তিত হয়। কিন্তু মানসিকতা সাধারণত অপরিবর্তিত থাকে। (উত্তরটা নিলেন কি না বুঝতে পারিনি)
চেয়ারম্যান: What are the steps are our govt has been taken for Women Empowerment?
শেখ রায়হানা ইসলাম:
1.    Bangladesh ranking (1st in South Asia) according to Global Gender Gap Index.
2. Gender Responsive Budget from 2009.
3. One of the ten special initiatives of HPM is Women Empowerment. (এটুকু বলামাত্র স্যার থামিয়ে দিলেন)
চেয়ারম্যান: বাংলাদেশে রবীন্দ্রসংগীত গায় এমন তিনজনের নাম বলেন।
শেখ রায়হানা ইসলাম: স্যার, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, পাপিয়া সরোয়ার। 
চেয়ারম্যান: আচ্ছা, এবার বাংলাদেশে নজরুলসংগীত গায় এমন তিনজনের নাম বলেন।
শেখ রায়হানা ইসলাম: স্যার, ফিরোজা বেগম, ফেরদৌস আরা, আর একজনের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না বলে দুঃখিত। 

এক্সটার্নাল-২: Mention some success of Genetic Engineering in Bangladesh.
শেখ রায়হানা ইসলাম: Sir, recently some of our Bangladeshi scientists discovered the genome sequence of Hilsha Fish, as well as sir, genome sequence of jute and fungus were also discovered. (তারপর চেয়ারম্যান স্যার আমার সার্টিফিকেটগুলো ফেরত দিলেন। আমি সবাইকে সালাম দিয়ে বের হয়ে এলাম)।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত