৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করে ৪২তম বিসিএসের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯: ০০
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯: ১৫

৪২তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। মোট ৪ হাজার জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। 

এই বিসিএসের মাধ্যমে শুরুতে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনায় মোট ৪ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়। 

গত ২৬ ফেব্রুয়ারি ৪২ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩১ হাজার চিকিৎসক। ২৯ মার্চ এর ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। ২৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত এদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে কয়েক দফায় স্থগিত হওয়ার পর আগস্টে এই মৌখিক পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষের ৯ দিন পর চূড়ান্ত ফল প্রকাশ করলো পিএসসি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত