কানিজ ইসলাম ইলা, রন্ধনশিল্পী
উপকরণ
ডাবের পানি ১ কাপ, ডাবের শাঁস, সাবুদানা ১ কাপ, ঘন করে জ্বাল দেওয়া গরুর দুধ ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, লাল-সবুজ-কমলা ফুড কালার।
প্রণালি
ঘন করে জ্বাল দেওয়া ১ কাপ গরুর দুধের সঙ্গে ডাবের পানি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করতে হবে। ৩টি আলাদা পাত্রে পানি নিয়ে তাতে ১ ফোঁটা করে ফুড কালার (লাল, সবুজ ও কমলা) মেশাতে হবে। ডাবের শাঁস চিকন করে লম্বা আকারে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর ডাবের শাঁসগুলো সবুজ রং মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখতে হবে সবুজ রং ধারণ করার জন্য। একটি হাঁড়িতে পানি গরম করে তাতে ৫ মিনিট সাবুদানা সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ সাবুদানাগুলো ঠান্ডা হওয়ার জন্য ২০ মিনিট অপেক্ষা করতে হবে। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে সেদ্ধ সাবুদানাগুলো ধুয়ে তুলে নিতে হবে। সেদ্ধ সাবুদানাগুলো লাল, কমলা রং মিশ্রিত পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পর পানি থেকে তুলে নিলে দেখা যাবে সাবুদানাগুলো রঙিন হয়ে উঠেছে।
পরিবেশন
উপকরণ
ডাবের পানি ১ কাপ, ডাবের শাঁস, সাবুদানা ১ কাপ, ঘন করে জ্বাল দেওয়া গরুর দুধ ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, লাল-সবুজ-কমলা ফুড কালার।
প্রণালি
ঘন করে জ্বাল দেওয়া ১ কাপ গরুর দুধের সঙ্গে ডাবের পানি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করতে হবে। ৩টি আলাদা পাত্রে পানি নিয়ে তাতে ১ ফোঁটা করে ফুড কালার (লাল, সবুজ ও কমলা) মেশাতে হবে। ডাবের শাঁস চিকন করে লম্বা আকারে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর ডাবের শাঁসগুলো সবুজ রং মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখতে হবে সবুজ রং ধারণ করার জন্য। একটি হাঁড়িতে পানি গরম করে তাতে ৫ মিনিট সাবুদানা সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ সাবুদানাগুলো ঠান্ডা হওয়ার জন্য ২০ মিনিট অপেক্ষা করতে হবে। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে সেদ্ধ সাবুদানাগুলো ধুয়ে তুলে নিতে হবে। সেদ্ধ সাবুদানাগুলো লাল, কমলা রং মিশ্রিত পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পর পানি থেকে তুলে নিলে দেখা যাবে সাবুদানাগুলো রঙিন হয়ে উঠেছে।
পরিবেশন
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে