নাজমুল হক নাঈম, ঢাকা
প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হয়েছে সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গত বছরের ২৬ এপ্রিল বাবা হয়েছেন দেশের জনপ্রিয় এই নায়ক। ব্যস্ততা থেকে ছুটি মিললে ছেলে যোরাইজ আহমেদ য্যায়নের সঙ্গে কাটে সিয়ামের সময়। তার বড় হয়ে ওঠা উপভোগ করছেন তিনি। খেয়াল রাখছেন সন্তানের আচরণগত দিকগুলোর প্রতি।
বাবা মানেই যেন ছায়া দেওয়া প্রকাণ্ড বটগাছ। সন্তানের প্রতি বাবার স্নেহ-আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্নের সীমানাও। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’ পালন করা হয়। এবারের আয়োজনে রইল সিয়াম আহমেদের ‘বাবাবেলা’র চুম্বক অংশ।
ফাদারহুড দারুণ উপভোগ করি
সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে বাবা-মায়ের সামনে। মায়েদের পৃথিবী তো বটেই, বাবাদের পৃথিবীও থাকে সন্তানকে ঘিরেই। সিয়ামের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। লাইট-ক্যামেরা-অ্যাকশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাচ-গান—সবকিছু ছাপিয়ে সিয়াম এখন উপভোগ করছেন ‘ফাদারহুড’। বললেন, ‘আসলে বাবা শব্দটার কাছে পৃথিবীর সবকিছুই তুচ্ছ। আর এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এর সঙ্গে কোনো কিছুর তুলনা করাও সম্ভব নয়। আমার অনুভূতি সেই প্রথম দিনের মতোই, দারুণভাবে উপভোগ করছি ফাদারহুড।’
সন্তানের সঙ্গে সারা দিন
সময় বহু ভাগে বিভক্ত। জীবন তবু বহমান। সকালে ছেলেকে ঘুমের মধ্যে রেখেই বাসা থেকে বের হন সিয়াম। ঘুমন্ত য্যায়নকে একটু আদর করেই বের হয়ে যান। রাতে যখন ফেরেন, তখনো পুত্র ঘুমেই থাকে। পুরো দিনে বেশ কয়েকবার ভিডিও কলে বাবা-ছেলের দেখা হয়। হয় খানিক খুনসুটি। এতে একদিকে ক্লান্তি ভোলেন সিয়াম, অন্যদিকে য্যায়ন দেখে বাবার ব্যস্ততা।
সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম
‘ওয়ার্কিং মম’ আর ‘ওয়ার্কিং ড্যাড’দের যন্ত্রণা একই। তবে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা থাকে সবারই। সন্তান দূরে থাকার সে ব্যথা ভোলার চেষ্টা হয় সন্তানের সঙ্গে মধুর সময় পার করে। এই যেমন শুটিং না থাকলে সারা দিন সিয়াম যেন আরও ব্যস্ত হয়ে পড়েন। তখন ঘরে-বাইরে মিলে সিয়াম আর য্যায়ন। সিয়াম জানালেন, শুটিং না থাকা পুরো সময়টাই তাঁর কাছে অনেক দামি। কারণ, য্যায়ন তাঁর সঙ্গে থাকে। ছেলের সঙ্গে কত-কী যে করতে ইচ্ছে করে তাঁর! ছেলেও আনন্দে থাকে পুরোটা সময়।
বাবা-ছেলের মিল
য্যায়নের বয়স এখন ১ বছর ১ মাস, অর্থাৎ ১৩ মাস। সিয়াম জানালেন, এখনই তাঁর মনে হয় য্যায়ন সবাইকে খুশি রাখতে পছন্দ করে। ‘শুধু আমার নয়, ওর মা এমনকি আমাদের দুই পরিবারের সবকিছুতেই তার ভীষণ মিল। আমার বাবা-মা, অবন্তির বাবা-মায়ের সঙ্গেও ওর ভীষণ মিল।’ জানালেন সিয়াম।
অপ্রকাশ্য রহস্য
য্যায়ন কি বিভিন্নভাবে তার বাবাকে অনুসরণ করে? সিয়াম হেসে উত্তর দেন, ‘ছেলেটা তো বড় হচ্ছে, আমার সবকিছুই ও খেয়াল করে। আসলে বাবা-ছেলের এই রসায়ন একবাক্যে প্রকাশ করা যাবে না।’ সেটা সত্যি। কোনো কালেই কোনো বাবা সন্তানের সঙ্গে নিজের রসায়ন বলে বোঝাতে পারেননি। সিয়ামও এর বাইরে নন। এ এক পরম্পরাগত অপ্রকাশ্য রহস্য।
প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হয়েছে সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গত বছরের ২৬ এপ্রিল বাবা হয়েছেন দেশের জনপ্রিয় এই নায়ক। ব্যস্ততা থেকে ছুটি মিললে ছেলে যোরাইজ আহমেদ য্যায়নের সঙ্গে কাটে সিয়ামের সময়। তার বড় হয়ে ওঠা উপভোগ করছেন তিনি। খেয়াল রাখছেন সন্তানের আচরণগত দিকগুলোর প্রতি।
বাবা মানেই যেন ছায়া দেওয়া প্রকাণ্ড বটগাছ। সন্তানের প্রতি বাবার স্নেহ-আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্নের সীমানাও। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’ পালন করা হয়। এবারের আয়োজনে রইল সিয়াম আহমেদের ‘বাবাবেলা’র চুম্বক অংশ।
ফাদারহুড দারুণ উপভোগ করি
সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে বাবা-মায়ের সামনে। মায়েদের পৃথিবী তো বটেই, বাবাদের পৃথিবীও থাকে সন্তানকে ঘিরেই। সিয়ামের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। লাইট-ক্যামেরা-অ্যাকশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাচ-গান—সবকিছু ছাপিয়ে সিয়াম এখন উপভোগ করছেন ‘ফাদারহুড’। বললেন, ‘আসলে বাবা শব্দটার কাছে পৃথিবীর সবকিছুই তুচ্ছ। আর এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এর সঙ্গে কোনো কিছুর তুলনা করাও সম্ভব নয়। আমার অনুভূতি সেই প্রথম দিনের মতোই, দারুণভাবে উপভোগ করছি ফাদারহুড।’
সন্তানের সঙ্গে সারা দিন
সময় বহু ভাগে বিভক্ত। জীবন তবু বহমান। সকালে ছেলেকে ঘুমের মধ্যে রেখেই বাসা থেকে বের হন সিয়াম। ঘুমন্ত য্যায়নকে একটু আদর করেই বের হয়ে যান। রাতে যখন ফেরেন, তখনো পুত্র ঘুমেই থাকে। পুরো দিনে বেশ কয়েকবার ভিডিও কলে বাবা-ছেলের দেখা হয়। হয় খানিক খুনসুটি। এতে একদিকে ক্লান্তি ভোলেন সিয়াম, অন্যদিকে য্যায়ন দেখে বাবার ব্যস্ততা।
সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম
‘ওয়ার্কিং মম’ আর ‘ওয়ার্কিং ড্যাড’দের যন্ত্রণা একই। তবে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা থাকে সবারই। সন্তান দূরে থাকার সে ব্যথা ভোলার চেষ্টা হয় সন্তানের সঙ্গে মধুর সময় পার করে। এই যেমন শুটিং না থাকলে সারা দিন সিয়াম যেন আরও ব্যস্ত হয়ে পড়েন। তখন ঘরে-বাইরে মিলে সিয়াম আর য্যায়ন। সিয়াম জানালেন, শুটিং না থাকা পুরো সময়টাই তাঁর কাছে অনেক দামি। কারণ, য্যায়ন তাঁর সঙ্গে থাকে। ছেলের সঙ্গে কত-কী যে করতে ইচ্ছে করে তাঁর! ছেলেও আনন্দে থাকে পুরোটা সময়।
বাবা-ছেলের মিল
য্যায়নের বয়স এখন ১ বছর ১ মাস, অর্থাৎ ১৩ মাস। সিয়াম জানালেন, এখনই তাঁর মনে হয় য্যায়ন সবাইকে খুশি রাখতে পছন্দ করে। ‘শুধু আমার নয়, ওর মা এমনকি আমাদের দুই পরিবারের সবকিছুতেই তার ভীষণ মিল। আমার বাবা-মা, অবন্তির বাবা-মায়ের সঙ্গেও ওর ভীষণ মিল।’ জানালেন সিয়াম।
অপ্রকাশ্য রহস্য
য্যায়ন কি বিভিন্নভাবে তার বাবাকে অনুসরণ করে? সিয়াম হেসে উত্তর দেন, ‘ছেলেটা তো বড় হচ্ছে, আমার সবকিছুই ও খেয়াল করে। আসলে বাবা-ছেলের এই রসায়ন একবাক্যে প্রকাশ করা যাবে না।’ সেটা সত্যি। কোনো কালেই কোনো বাবা সন্তানের সঙ্গে নিজের রসায়ন বলে বোঝাতে পারেননি। সিয়ামও এর বাইরে নন। এ এক পরম্পরাগত অপ্রকাশ্য রহস্য।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১ দিন আগে