আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। ত্বক স্বাভাবিক। আগে কখনোই ত্বকে ব্রণ ছিল না। কিন্তু ইদানীং ছোট ছোট র্যাশের মতো হচ্ছে। দু-তিন দিন পর সেগুলো থেকে সাদা শাঁস বের হয়। এটা কেন হচ্ছে?
মানসী দেবনাথ, রাজশাহী
হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে ব্রণ হতে পারে। এ জন্য একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে পারলে ভালো হয়। ত্বক নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে। তা ছাড়া সম্প্রতি নতুন কোনো প্রসাধনী ব্যবহার করছেন কি না, সেটাও একটু মনে করে দেখুন। অনেক সময় নতুন প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও ব্রণ উঠতে পারে।
প্রশ্ন: মাথার ত্বকের ডিপ ক্লিনজিং কত দিন পরপর করা উচিত। ডিপ ক্লিনজিংয়ের ঘরোয়া উপায় কী?
ইলিয়াস পাভেল, ঢাকা
পরিপূর্ণভাবে ত্বক ডিপ ক্লিন করার জন্য বিউটি ক্লিনিক বা স্যালনে যেতে হবে। বাড়িতে সপ্তাহে এক দিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে পারেন। কিন্তু সেটাকে ডিপ ক্লিন বলা যাবে না। এ জন্য টক দই ও চিনি একসঙ্গে মিশিয়ে স্ক্র্যাব করে নিতে পারেন। এরপর মুলতানি মাটি ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন।
প্রশ্ন: ঘাড়ে ও গলায় ছোপ ছোপ দাগ পড়েছে। কী করণীয়?
ফরিদা ইয়াসমিন, গোপালগঞ্জ
ঘাড় ও গলার দাগ চর্মরোগের কারণেও হতে পারে। তাই একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে তবেই চিকিৎসা বা সমাধান নেওয়া উচিত।
প্রশ্ন: রান্না করতে গিয়ে কবজি সামান্য পুড়ে গেছে। তা-ও বেশ কয়েক মাস আগের ঘটনা। কিন্তু পোড়া কালচে দাগ এখনো যায়নি। কোনো ঘরোয়া সমাধান আছে?
প্রিয়া সুহানা, যশোর
পোড়া দাগ সহজে যায় না। অনেক সময় পুড়ে যাওয়া কালো ক্ষত সেরে গেলেও সাদা হয়ে যায় জায়গাটা। এই দাগ দূর করতে হলে লেজারের সাহায্য নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। ত্বক স্বাভাবিক। আগে কখনোই ত্বকে ব্রণ ছিল না। কিন্তু ইদানীং ছোট ছোট র্যাশের মতো হচ্ছে। দু-তিন দিন পর সেগুলো থেকে সাদা শাঁস বের হয়। এটা কেন হচ্ছে?
মানসী দেবনাথ, রাজশাহী
হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে ব্রণ হতে পারে। এ জন্য একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে পারলে ভালো হয়। ত্বক নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে। তা ছাড়া সম্প্রতি নতুন কোনো প্রসাধনী ব্যবহার করছেন কি না, সেটাও একটু মনে করে দেখুন। অনেক সময় নতুন প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও ব্রণ উঠতে পারে।
প্রশ্ন: মাথার ত্বকের ডিপ ক্লিনজিং কত দিন পরপর করা উচিত। ডিপ ক্লিনজিংয়ের ঘরোয়া উপায় কী?
ইলিয়াস পাভেল, ঢাকা
পরিপূর্ণভাবে ত্বক ডিপ ক্লিন করার জন্য বিউটি ক্লিনিক বা স্যালনে যেতে হবে। বাড়িতে সপ্তাহে এক দিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে পারেন। কিন্তু সেটাকে ডিপ ক্লিন বলা যাবে না। এ জন্য টক দই ও চিনি একসঙ্গে মিশিয়ে স্ক্র্যাব করে নিতে পারেন। এরপর মুলতানি মাটি ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন।
প্রশ্ন: ঘাড়ে ও গলায় ছোপ ছোপ দাগ পড়েছে। কী করণীয়?
ফরিদা ইয়াসমিন, গোপালগঞ্জ
ঘাড় ও গলার দাগ চর্মরোগের কারণেও হতে পারে। তাই একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে তবেই চিকিৎসা বা সমাধান নেওয়া উচিত।
প্রশ্ন: রান্না করতে গিয়ে কবজি সামান্য পুড়ে গেছে। তা-ও বেশ কয়েক মাস আগের ঘটনা। কিন্তু পোড়া কালচে দাগ এখনো যায়নি। কোনো ঘরোয়া সমাধান আছে?
প্রিয়া সুহানা, যশোর
পোড়া দাগ সহজে যায় না। অনেক সময় পুড়ে যাওয়া কালো ক্ষত সেরে গেলেও সাদা হয়ে যায় জায়গাটা। এই দাগ দূর করতে হলে লেজারের সাহায্য নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৪ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৪ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৪ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৪ দিন আগে