বাগদান হয়ে গেছে, বিয়ের তারিখও ঠিক। এবার অলিগলি ঘুরে খুঁজে বের করে ফেলুন পছন্দের বাসা। এতে বিয়ের পর সংসার ও বাসা সাজানোর ঝামেলা কমে যাবে অনেকটাই। তবে কেমন ফ্ল্যাট ভাড়া নেবেন এবং কীভাবে সাজাবেন নতুন সংসার অথবা কী কী লাগবে শুরুর দিকে, তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন হবু বর-কনে। ভাড়া বাসা হোক বা নিজের নতুন ফ্ল্যাট; নতুন সংসার সাজাতে কী কী বিষয় খেয়াল রাখতে হবে, তা নিয়ে পরামর্শ দিয়েছেন স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও স্বয়ং-এর প্রধান স্থপতি রুম্মান আরা ফারুকী। লিখেছেন সানজিদা সামরিন।
ফ্ল্যাট নির্বাচনের ক্ষেত্রে
ফ্ল্যাট কেনার বা ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে বাসাটা যেন অলো-বাতাসে ভরপুর থাকে। অনেক বড় বাসার ক্ষেত্রেও যদি পর্যাপ্ত আলো-বাতাস না থাকে, তাহলে বাসাটাকে বড় লাগে না। ভাড়া বাসার ক্ষেত্রে ঘরগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে। দুজনের জন্য হলে ফ্ল্যাটটা প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় রাখা যেতে পারে। কিন্তু পরিবারের সদস্যসংখ্যা বেশি হলে প্রত্যেকের প্রাইভেসি থাকে এবং লিভিং রুম যথেষ্ট বড় এমন ফ্ল্যাট নির্বাচন করতে হবে; বিশেষ করে নতুন বউ, অর্থাৎ পরিবারের নতুন সদস্য যেন তাঁর প্রাইভেসি পান, সেদিকটা বিবেচনা করতে হবে।
আসবাব
নতুন সংসার গোছানোর শুরুতে এমন আসবাব তৈরি করে নিতে বা কিনতে হবে, যেগুলোর গড়ন সোজাসাপ্টা ও যত্ন নেওয়া সহজ। ছোট ঘরের ক্ষেত্রে নিচু আসবাব বাছাই করতে হবে। পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত আসবাব রাখা থেকে বিরত থাকতে হবে। এতে করে ঘরের আয়তন অনেকটাই বড় দেখাবে। এক কথায় ফ্ল্যাটের আকার বুঝে আসবাব কিনতে বা বানাতে হবে। বড় বাসায় লিভিং রুম বড় হলে এক রকম আসবাব। ছোট হলে বেছে নিতে হবে মিনিমাল আসবাব। এতে আলো-বাতাস চলাচল করতে পারবে এবং রুমটাকেও বড় দেখাবে। অনেক সময় বাজেট অল্প থাকার কারণে কাঠের আসবাব পছন্দ হলেও কেনা সম্ভব হয় না, সে ক্ষেত্রে বেত বা আর্টিফিশিয়াল উডের আসবাব কেনা যেতে পারে।
‘নতুন ফ্ল্যাট সাজানোর সময় খাট, ডাইনিং টেবিল, ফ্রিজ, আলমারি এগুলো আগে কেনা উচিত। ইলেকট্রনিকসের ক্ষেত্রে একটু দাম দিয়ে হলেও ভালো মানের জিনিস কেনা ভালো। পুরো বাসা বা রুমগুলো যদি আলাদা থিম বা রঙে সাজানোর ইচ্ছে থাকে, সে ক্ষেত্রে পর্দা, বেডশিট, কুশন কভার, কার্পেট এগুলোও ম্যাচিং করে কিনতে হবে।’
—রুম্মান আরা ফারুকী
দেয়ালের রং
নিজের ফ্ল্যাটের ক্ষেত্রে দেয়ালের রং নির্বাচনে অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু ভাড়া বাসার ক্ষেত্রে সেই সুযোগ কম। সে ক্ষেত্রে পছন্দের ওয়াল পেপার দিয়ে রুমের একটা নির্দিষ্ট দেয়ালকে সাজিয়ে নিতে পারেন। এরপর তার ওপর পছন্দসই ফটোফ্রেম সেট করে দেয়ালটিকে আরও বেশি দৃষ্টিনন্দন করতে তুলতে পারেন।
রং করাতে চাইলে বড় ফ্ল্যাটের ক্ষেত্রে যেকোনো ঘরের একটা দেয়াল ফিচার ওয়াল করার জন্য গাঢ় রং করা যেতে পারে। ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে গাঢ় রং ব্যবহার করা যাবে না। তাতে রুম আকারে বেশি ছোট মনে হবে। সে ক্ষেত্রে রুমে কোন ধরনের রং ও উপকরণ ব্যবহার করলে সেটাকে আরও বড় লাগবে, সেই চিন্তা করতে হবে। পর্যাপ্ত সূর্যের আলো ঘরে প্রবেশ করলে ঘরটাকে অনেক বড় দেখাবে এবং সুন্দর লাগবে।
পর্দা ও ফেব্রিকস নির্বাচন
প্রাইভেসির জন্য তো বটেই, পর্দা শেডিং ডিভাইস ও ডেকোরেটিভ আইটেম হিসেবেও কাজ করে। এর কাপড় এমনভাবে বাছাই করা উচিত যা খুব বেশি ভারী নয় এবং সহজে পরিষ্কার করা যায়। পর্দা ছাড়াও বেডশিট, কুশন কভার ইত্যাদির জন্য ফেব্রিকস খুব ভেবেচিন্তে নির্বাচন করতে হবে। সহজে পরিষ্কার করা ও যত্ন নেওয়া যায় তেমন ফেব্রিকস কেনা জরুরি। আমাদের দেশে যেহেতু বেশির ভাগ সময়ই গরম থাকে তাই সুতির ফেব্রিকস সেরা।
ওয়ার্ম টোনের লাইট ব্যবহার করুন
লাইট বাছাইয়ের ক্ষেত্রে ওয়ার্ম টোনড লাইট বেছে নিতে পারেন। এগুলো ঘরকে অনেক বেশি আরামদায়ক করে তোলে। বাজারে বিভিন্ন ধরনের লাইটিং ফিক্সার পাওয়া যায়। ট্রেডিশনাল লুকের জন্য বাঁশের ল্যাম্পশেডের কোনো জুড়ি নেই। ঘরে লাইট ফিটিংয়ের সময় খেয়াল রাখতে হবে, যাতে লাইট সরাসরি চোখে এসে না পড়ে।
কম খরচে সাজাতে হলে
খুব কম খরচে সুন্দরভাবে ঘর সাজানোর জন্য মাটির জিনিস ও গাছের কোনো তুলনা হয় না। এ ছাড়া বাজারে বা অনলাইন পেজগুলোতে বাঁশ, বেত ও পাটের বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। পছন্দমতো সেগুলো দিয়ে ঘর সাজানো যেতে পারে।
বাজেট কেমন
নতুন ফ্ল্যাট সাজানোর জন্য বাজেট কেমন থাকবে তা নির্ভর করে যিনি বাসাটা সাজাচ্ছেন তাঁর পছন্দ, রুচি ও কোন ধরনের এবং কী পরিমাণে জিনিসপত্র কিনবেন তার ওপর। একবারে পুরো বাসা সাজানোর চিন্তা না করাই ভালো। তাড়াহুড়ো করে একবারে পুরো বাসা সাজালে পরে আফসোস করতে হতে পারে।
তাই প্রথমে একটা তালিকা করুন। এরপর ধাপে ধাপে গুরুত্ব বুঝে জিনিসপত্র কিনতে থাকুন। তাহলে ঘরের একটি অংশের সঙ্গে মিল রেখে অন্য অংশ সাজিয়ে তোলা যাবে।
বাগদান হয়ে গেছে, বিয়ের তারিখও ঠিক। এবার অলিগলি ঘুরে খুঁজে বের করে ফেলুন পছন্দের বাসা। এতে বিয়ের পর সংসার ও বাসা সাজানোর ঝামেলা কমে যাবে অনেকটাই। তবে কেমন ফ্ল্যাট ভাড়া নেবেন এবং কীভাবে সাজাবেন নতুন সংসার অথবা কী কী লাগবে শুরুর দিকে, তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন হবু বর-কনে। ভাড়া বাসা হোক বা নিজের নতুন ফ্ল্যাট; নতুন সংসার সাজাতে কী কী বিষয় খেয়াল রাখতে হবে, তা নিয়ে পরামর্শ দিয়েছেন স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও স্বয়ং-এর প্রধান স্থপতি রুম্মান আরা ফারুকী। লিখেছেন সানজিদা সামরিন।
ফ্ল্যাট নির্বাচনের ক্ষেত্রে
ফ্ল্যাট কেনার বা ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে বাসাটা যেন অলো-বাতাসে ভরপুর থাকে। অনেক বড় বাসার ক্ষেত্রেও যদি পর্যাপ্ত আলো-বাতাস না থাকে, তাহলে বাসাটাকে বড় লাগে না। ভাড়া বাসার ক্ষেত্রে ঘরগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে। দুজনের জন্য হলে ফ্ল্যাটটা প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় রাখা যেতে পারে। কিন্তু পরিবারের সদস্যসংখ্যা বেশি হলে প্রত্যেকের প্রাইভেসি থাকে এবং লিভিং রুম যথেষ্ট বড় এমন ফ্ল্যাট নির্বাচন করতে হবে; বিশেষ করে নতুন বউ, অর্থাৎ পরিবারের নতুন সদস্য যেন তাঁর প্রাইভেসি পান, সেদিকটা বিবেচনা করতে হবে।
আসবাব
নতুন সংসার গোছানোর শুরুতে এমন আসবাব তৈরি করে নিতে বা কিনতে হবে, যেগুলোর গড়ন সোজাসাপ্টা ও যত্ন নেওয়া সহজ। ছোট ঘরের ক্ষেত্রে নিচু আসবাব বাছাই করতে হবে। পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত আসবাব রাখা থেকে বিরত থাকতে হবে। এতে করে ঘরের আয়তন অনেকটাই বড় দেখাবে। এক কথায় ফ্ল্যাটের আকার বুঝে আসবাব কিনতে বা বানাতে হবে। বড় বাসায় লিভিং রুম বড় হলে এক রকম আসবাব। ছোট হলে বেছে নিতে হবে মিনিমাল আসবাব। এতে আলো-বাতাস চলাচল করতে পারবে এবং রুমটাকেও বড় দেখাবে। অনেক সময় বাজেট অল্প থাকার কারণে কাঠের আসবাব পছন্দ হলেও কেনা সম্ভব হয় না, সে ক্ষেত্রে বেত বা আর্টিফিশিয়াল উডের আসবাব কেনা যেতে পারে।
‘নতুন ফ্ল্যাট সাজানোর সময় খাট, ডাইনিং টেবিল, ফ্রিজ, আলমারি এগুলো আগে কেনা উচিত। ইলেকট্রনিকসের ক্ষেত্রে একটু দাম দিয়ে হলেও ভালো মানের জিনিস কেনা ভালো। পুরো বাসা বা রুমগুলো যদি আলাদা থিম বা রঙে সাজানোর ইচ্ছে থাকে, সে ক্ষেত্রে পর্দা, বেডশিট, কুশন কভার, কার্পেট এগুলোও ম্যাচিং করে কিনতে হবে।’
—রুম্মান আরা ফারুকী
দেয়ালের রং
নিজের ফ্ল্যাটের ক্ষেত্রে দেয়ালের রং নির্বাচনে অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু ভাড়া বাসার ক্ষেত্রে সেই সুযোগ কম। সে ক্ষেত্রে পছন্দের ওয়াল পেপার দিয়ে রুমের একটা নির্দিষ্ট দেয়ালকে সাজিয়ে নিতে পারেন। এরপর তার ওপর পছন্দসই ফটোফ্রেম সেট করে দেয়ালটিকে আরও বেশি দৃষ্টিনন্দন করতে তুলতে পারেন।
রং করাতে চাইলে বড় ফ্ল্যাটের ক্ষেত্রে যেকোনো ঘরের একটা দেয়াল ফিচার ওয়াল করার জন্য গাঢ় রং করা যেতে পারে। ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে গাঢ় রং ব্যবহার করা যাবে না। তাতে রুম আকারে বেশি ছোট মনে হবে। সে ক্ষেত্রে রুমে কোন ধরনের রং ও উপকরণ ব্যবহার করলে সেটাকে আরও বড় লাগবে, সেই চিন্তা করতে হবে। পর্যাপ্ত সূর্যের আলো ঘরে প্রবেশ করলে ঘরটাকে অনেক বড় দেখাবে এবং সুন্দর লাগবে।
পর্দা ও ফেব্রিকস নির্বাচন
প্রাইভেসির জন্য তো বটেই, পর্দা শেডিং ডিভাইস ও ডেকোরেটিভ আইটেম হিসেবেও কাজ করে। এর কাপড় এমনভাবে বাছাই করা উচিত যা খুব বেশি ভারী নয় এবং সহজে পরিষ্কার করা যায়। পর্দা ছাড়াও বেডশিট, কুশন কভার ইত্যাদির জন্য ফেব্রিকস খুব ভেবেচিন্তে নির্বাচন করতে হবে। সহজে পরিষ্কার করা ও যত্ন নেওয়া যায় তেমন ফেব্রিকস কেনা জরুরি। আমাদের দেশে যেহেতু বেশির ভাগ সময়ই গরম থাকে তাই সুতির ফেব্রিকস সেরা।
ওয়ার্ম টোনের লাইট ব্যবহার করুন
লাইট বাছাইয়ের ক্ষেত্রে ওয়ার্ম টোনড লাইট বেছে নিতে পারেন। এগুলো ঘরকে অনেক বেশি আরামদায়ক করে তোলে। বাজারে বিভিন্ন ধরনের লাইটিং ফিক্সার পাওয়া যায়। ট্রেডিশনাল লুকের জন্য বাঁশের ল্যাম্পশেডের কোনো জুড়ি নেই। ঘরে লাইট ফিটিংয়ের সময় খেয়াল রাখতে হবে, যাতে লাইট সরাসরি চোখে এসে না পড়ে।
কম খরচে সাজাতে হলে
খুব কম খরচে সুন্দরভাবে ঘর সাজানোর জন্য মাটির জিনিস ও গাছের কোনো তুলনা হয় না। এ ছাড়া বাজারে বা অনলাইন পেজগুলোতে বাঁশ, বেত ও পাটের বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। পছন্দমতো সেগুলো দিয়ে ঘর সাজানো যেতে পারে।
বাজেট কেমন
নতুন ফ্ল্যাট সাজানোর জন্য বাজেট কেমন থাকবে তা নির্ভর করে যিনি বাসাটা সাজাচ্ছেন তাঁর পছন্দ, রুচি ও কোন ধরনের এবং কী পরিমাণে জিনিসপত্র কিনবেন তার ওপর। একবারে পুরো বাসা সাজানোর চিন্তা না করাই ভালো। তাড়াহুড়ো করে একবারে পুরো বাসা সাজালে পরে আফসোস করতে হতে পারে।
তাই প্রথমে একটা তালিকা করুন। এরপর ধাপে ধাপে গুরুত্ব বুঝে জিনিসপত্র কিনতে থাকুন। তাহলে ঘরের একটি অংশের সঙ্গে মিল রেখে অন্য অংশ সাজিয়ে তোলা যাবে।
খেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১২ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২ দিন আগে