নন্দিতা শারমিন
প্রশ্ন: সাবানের পরিবর্তে প্রাকৃতিক কোন উপাদান কীভাবে ত্বকে ব্যবহার করতে পারি? স্নানের সময় ত্বকে সাবান ব্যবহার করতে চাই না।
রুম্পা খান, কেরানীগঞ্জ
ত্বকের ময়লা কাটাতে এবং ত্বক পরিচ্ছন্ন রাখতে স্নানের সময় ময়দা, মুলতানি মাটি বা বেসনের প্যাক ব্যবহার করতে পারেন। এতে ত্বকের অবাঞ্ছিত লোমও অনেকটা দূর হবে।
প্রশ্ন: এখন ত্বক ও চুলে ব্যবহারের বিভিন্ন ভেষজ উপাদান পাউডার হিসেবে কিনতে পাওয়া যায়। সেগুলো কি ফ্রিজে রাখা জরুরি? ফ্রিজে না রাখলে এর গুণগত মান ঠিক থাকবে?
চামেলি আক্তার, বরগুনা
সংরক্ষণ পদ্ধতি কী হবে, তা নির্ভর করে কোন উপাদানের কোন ধরনের পাউডার কেনা হচ্ছে তার ওপর। কেনার আগে প্রস্তুতকারক বা বিক্রেতার কাছ থেকে জেনে নিতে হবে বিষয়টি।
প্রশ্ন: ত্বক দাগমুক্ত রাখতে কীভাবে ভেষজ উপায়ে যত্ন নিতে পারি?
রশিদা আক্তার, ঢাকা
ত্বক দাগমুক্ত রাখতে দিনে ও রাতে ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিংয়ের সম্পূর্ণ নিয়ম মেনে চলতে হবে। বাইরে বের হওয়ার আগে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। পর্যাপ্ত পানি পান এবং সঠিক জীবনযাপন পদ্ধতি মেনে চলতে হবে।
পরামর্শ দিয়েছেন: নন্দিতা শারমিন, ভেষজ বিশেষজ্ঞ প্রধান নির্বাহী, আমলকি
প্রশ্ন: সাবানের পরিবর্তে প্রাকৃতিক কোন উপাদান কীভাবে ত্বকে ব্যবহার করতে পারি? স্নানের সময় ত্বকে সাবান ব্যবহার করতে চাই না।
রুম্পা খান, কেরানীগঞ্জ
ত্বকের ময়লা কাটাতে এবং ত্বক পরিচ্ছন্ন রাখতে স্নানের সময় ময়দা, মুলতানি মাটি বা বেসনের প্যাক ব্যবহার করতে পারেন। এতে ত্বকের অবাঞ্ছিত লোমও অনেকটা দূর হবে।
প্রশ্ন: এখন ত্বক ও চুলে ব্যবহারের বিভিন্ন ভেষজ উপাদান পাউডার হিসেবে কিনতে পাওয়া যায়। সেগুলো কি ফ্রিজে রাখা জরুরি? ফ্রিজে না রাখলে এর গুণগত মান ঠিক থাকবে?
চামেলি আক্তার, বরগুনা
সংরক্ষণ পদ্ধতি কী হবে, তা নির্ভর করে কোন উপাদানের কোন ধরনের পাউডার কেনা হচ্ছে তার ওপর। কেনার আগে প্রস্তুতকারক বা বিক্রেতার কাছ থেকে জেনে নিতে হবে বিষয়টি।
প্রশ্ন: ত্বক দাগমুক্ত রাখতে কীভাবে ভেষজ উপায়ে যত্ন নিতে পারি?
রশিদা আক্তার, ঢাকা
ত্বক দাগমুক্ত রাখতে দিনে ও রাতে ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিংয়ের সম্পূর্ণ নিয়ম মেনে চলতে হবে। বাইরে বের হওয়ার আগে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। পর্যাপ্ত পানি পান এবং সঠিক জীবনযাপন পদ্ধতি মেনে চলতে হবে।
পরামর্শ দিয়েছেন: নন্দিতা শারমিন, ভেষজ বিশেষজ্ঞ প্রধান নির্বাহী, আমলকি
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৪ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৪ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৪ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৪ দিন আগে