ইকবাল হোসেন
চট্টগ্রাম: রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো এক দিনের বিষয় নয়। লম্বা সময় ধরে এর চর্চা করতে হবে। কোনো ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা কতটা শক্তিশালী হবে—সেটা নির্ভর করে ওই ব্যক্তির মায়ের গর্ভ থেকে শুরু করে শিশুকালের পরিচর্যার ওপর। পরিচর্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার ব্যবস্থাপনা। দীর্ঘ সময় ধরে সঠিক খাবার খেলে তবেই রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে খাবারে সব ধরনের ভিটামিন ও মিনারেলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাধারণ অনেক খাবারেই এসব পাওয়া যায়।
অঙ্কুরিত বীজ
অঙ্কুরিত ছোলা, গম, যব—সবকিছুতেই মিনারেলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। এগুলোতে আয়রন, জিংক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, মাঙ্গানিজ, ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট পর্যাপ্ত পরিমাণে থাকে। এসেনশিয়াল এমাইনো অ্যাসিডের সবই থাকে অঙ্কুরিত বীজে। তাই চেষ্টা করুন প্রতিদিন সকালে কিছু অঙ্কুরিত বীজ খেতে।
লাল চাল-লাল আটা
লাল চাল ও আটায় থাকে সেলেনিয়াম। এটি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। লাল চাল ছাড়াও কিছু সামুদ্রিক মাছ, টার্কি, চিংড়ি, ডিম প্রভৃতিতে সেলেনিয়াম রয়েছে।
জিংক
রক্তের শ্বেতকণিকার সংখ্যা ঠিক রাখতে সহায়তা করে জিংক। শরীরে জিংকের ঘাটতি হলে রোগ প্রতিরোধক্ষমতাও কমে যেতে পারে। বাদাম, শিম, মাংস, ডিম, মটরশুঁটি, কাঁঠালের বিচি, দুধ এবং দুধ থেকে তৈরি খাবারে জিংকের পরিমাণ বেশি থাকে।
ম্যাগনেশিয়াম
ক্লোরোফিলের অন্যতম উপাদান ম্যাগনেশিয়াম। সবুজ পাতা বা কাণ্ডবিশিষ্ট যেকোনো শাকসবজিতেই ম্যাগনেশিয়াম বেশি থাকে। গাঢ় সবুজ শাকসবজি, কলা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, সূর্যমুখীর বীজ প্রভৃতিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে।
ভিটামিন সি
শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন সি। শরীরে কাটাছেঁড়া, চর্মরোগ, মাড়ির যত্ন, চুলের যত্ন, কাশি, জ্বর সবকিছু থেকেই আমাদের সুরক্ষা দেয় ভিটামিন সি। এমনকি বর্তমানের মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধেও ভিটামিন সি-র মেগাডোজ শক্তিশালী ভূমিকা পালন করছে। টকজাতীয় সব দেশি ফল ভিটামিন সি-র উৎস। এর মধ্যে আমলকী, পেয়ারা, জলপাই, লেবু, আমড়া, জাম্বুরা, জাম এবং কাঁচা মরিচে একটু বেশিই ভিটামিন সি পাওয়া যায়।
ভিটামিন বি১২
শুধু শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেই নয়, দ্রুত আরোগ্য লাভেও ভিটামিন বি১২ দারুণ কার্যকর। দুধ, দুধ থেকে তৈরি খাবার, ডিম ও কলিজায় ভিটামিন বি১২ পাওয়া যায়। তবে এগুলো প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় বলে শরীরে জমা থাকে না। সে জন্য আমাদের প্রতিদিন কিছু পরিমাণে ভিটামিন সি ও বি সমৃদ্ধ খাবার খেতে হবে।
ভিটামিন ডি
রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন ডি। শরীরে ভিটামিন ডি-র চাহিদা পূরণ করতে ভিটামিন ডি-যুক্ত খাবারের পাশাপাশি শরীরে রোদ লাগাতে হবে। রোদ লাগলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। সপ্তাহে চার থেকে পাঁচ দিন ১৫-২০ মিনিট শরীরে রোদ লাগালেই চলবে। এ ছাড়াও তেলযুক্ত মাছ, সামুদ্রিক মাছ, মিঠা পানির মাছ, দুধ, মাশরুম ও ডিমের কুসুম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার।
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
চট্টগ্রাম: রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো এক দিনের বিষয় নয়। লম্বা সময় ধরে এর চর্চা করতে হবে। কোনো ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা কতটা শক্তিশালী হবে—সেটা নির্ভর করে ওই ব্যক্তির মায়ের গর্ভ থেকে শুরু করে শিশুকালের পরিচর্যার ওপর। পরিচর্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার ব্যবস্থাপনা। দীর্ঘ সময় ধরে সঠিক খাবার খেলে তবেই রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে খাবারে সব ধরনের ভিটামিন ও মিনারেলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাধারণ অনেক খাবারেই এসব পাওয়া যায়।
অঙ্কুরিত বীজ
অঙ্কুরিত ছোলা, গম, যব—সবকিছুতেই মিনারেলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। এগুলোতে আয়রন, জিংক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, মাঙ্গানিজ, ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট পর্যাপ্ত পরিমাণে থাকে। এসেনশিয়াল এমাইনো অ্যাসিডের সবই থাকে অঙ্কুরিত বীজে। তাই চেষ্টা করুন প্রতিদিন সকালে কিছু অঙ্কুরিত বীজ খেতে।
লাল চাল-লাল আটা
লাল চাল ও আটায় থাকে সেলেনিয়াম। এটি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। লাল চাল ছাড়াও কিছু সামুদ্রিক মাছ, টার্কি, চিংড়ি, ডিম প্রভৃতিতে সেলেনিয়াম রয়েছে।
জিংক
রক্তের শ্বেতকণিকার সংখ্যা ঠিক রাখতে সহায়তা করে জিংক। শরীরে জিংকের ঘাটতি হলে রোগ প্রতিরোধক্ষমতাও কমে যেতে পারে। বাদাম, শিম, মাংস, ডিম, মটরশুঁটি, কাঁঠালের বিচি, দুধ এবং দুধ থেকে তৈরি খাবারে জিংকের পরিমাণ বেশি থাকে।
ম্যাগনেশিয়াম
ক্লোরোফিলের অন্যতম উপাদান ম্যাগনেশিয়াম। সবুজ পাতা বা কাণ্ডবিশিষ্ট যেকোনো শাকসবজিতেই ম্যাগনেশিয়াম বেশি থাকে। গাঢ় সবুজ শাকসবজি, কলা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, সূর্যমুখীর বীজ প্রভৃতিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে।
ভিটামিন সি
শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন সি। শরীরে কাটাছেঁড়া, চর্মরোগ, মাড়ির যত্ন, চুলের যত্ন, কাশি, জ্বর সবকিছু থেকেই আমাদের সুরক্ষা দেয় ভিটামিন সি। এমনকি বর্তমানের মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধেও ভিটামিন সি-র মেগাডোজ শক্তিশালী ভূমিকা পালন করছে। টকজাতীয় সব দেশি ফল ভিটামিন সি-র উৎস। এর মধ্যে আমলকী, পেয়ারা, জলপাই, লেবু, আমড়া, জাম্বুরা, জাম এবং কাঁচা মরিচে একটু বেশিই ভিটামিন সি পাওয়া যায়।
ভিটামিন বি১২
শুধু শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেই নয়, দ্রুত আরোগ্য লাভেও ভিটামিন বি১২ দারুণ কার্যকর। দুধ, দুধ থেকে তৈরি খাবার, ডিম ও কলিজায় ভিটামিন বি১২ পাওয়া যায়। তবে এগুলো প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় বলে শরীরে জমা থাকে না। সে জন্য আমাদের প্রতিদিন কিছু পরিমাণে ভিটামিন সি ও বি সমৃদ্ধ খাবার খেতে হবে।
ভিটামিন ডি
রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন ডি। শরীরে ভিটামিন ডি-র চাহিদা পূরণ করতে ভিটামিন ডি-যুক্ত খাবারের পাশাপাশি শরীরে রোদ লাগাতে হবে। রোদ লাগলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। সপ্তাহে চার থেকে পাঁচ দিন ১৫-২০ মিনিট শরীরে রোদ লাগালেই চলবে। এ ছাড়াও তেলযুক্ত মাছ, সামুদ্রিক মাছ, মিঠা পানির মাছ, দুধ, মাশরুম ও ডিমের কুসুম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার।
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
বাঘ, সিংহ, হাতি, সাম্বার হরিণ, জলহস্তী, মায়া হরিণ, চিত্রা হরিণ, জিরাফ, জেব্রা, ভালুক, নীলগাই, গয়াল, কুমিরসহ বিভিন্ন প্রাণী অবাধে ঘুরে বেড়াচ্ছে। নিরাপদে এই দৃশ্য দেখা যায় আমাদের দেশে। আর দেখতে হলে এক দিনের জন্য ঘুরে আসা যাবে গাজীপুর সাফারি পার্ক।
১২ ঘণ্টা আগেআধুনিকতা ও ঐতিহ্যের মিশেল ঝকমকে শহর সৌদি আরবের জেদ্দা। এ শহরে পুরোনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আল-বালাদ। শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি। সময়ের সঙ্গে আধুনিকায়নের ঢেউ এলেও এলাকাটি এখনো ধরে রেখেছে অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর সৌন্দর্য।
১২ ঘণ্টা আগেঅনেক বছর পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া। কোভিড-১৯ মহামারির কারণে দেশটি বিদেশিদের জন্য সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল। তবে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ বলছে, তারা এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
১৩ ঘণ্টা আগেজেন-জির ভ্রমণের অভ্যাস কিছুটা ভিন্ন। সিঙ্গাপুরভিত্তিক ট্রাভেল এজেন্সি ‘আগোডা’ তাদের একটি জরিপ প্রকাশ করে জেন-জির পাঁচটি ভ্রমণ বৈশিষ্ট্য জানিয়েছে।
১৩ ঘণ্টা আগে