নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরো তিন মাস হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এনটিভি ইউরোপ কুকিং কুইন সিজন-৩ এ চ্যাম্পিয়ন হলেন হেলেনা পারভীন রুমা। প্রথম রানার আপ হন ফাতেমা চৌধুরী ও দ্বিতীয় রানার আপ হন লিলি নবী। প্রতিযোগিতায় বিজয়ী এ তিনজনই বর্তমানে লন্ডন শহরের অধিবাসী।
এ বছরের একেবারে গোড়ায় শুরু হয় এনটিভি ইউরোপের আয়োজনে কুকিং কুইন সিজন-৩ নামের রান্নার অনুষ্ঠানটি। প্রায় আড়াই হাজার প্রতিযোগীর মধ্য থেকে ২২ জনকে অডিশন রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। এর পর বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় বিভিন্ন রাউন্ড। সব রাউন্ড শেষে গত ১৬ মার্চ রাতে লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় এনটিভি ইউরোপ কুকিং কুইন সিজন-৩ এর ফাইনাল। ফাইনালে বিচারক ও ভোটারেরা যৌথভাবে সর্বোচ্চ নম্বর দিয়ে বিজয়ী নির্বাচিত করেন কুমিল্লায় জন্মগ্রহণ করা হেলেনা পারভীন রুমাকে।
ফোনে হেলেনা পারভীন রুমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘তিন মাসের এই জার্নিটা এত সহজ ছিল না। এটা রান্নার লড়াই, স্বাদের লড়াই। মসলা, রান্নার উপকরণ সব মিলিয়ে প্রতিযোগিতার জন্য সুস্বাদু রান্না করা কঠিন বিষয়।’
প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিভিন্ন ধরনের খাবার রান্না করতে হয়েছে প্রতিযোগীদের। সেমি ফাইনালে হেলেনা রান্না করেছিলেন হাতে বানানো সেমাই, ঝাল মুড়ি, পেঁয়াজি আর মোগলাই পরোটা। ফাইনালে ছিল ওপেন থিম। তিনি বেছে নিয়েছিলেন থাই খাবার। তিন কোর্সের সে প্রতিযোগিতায় তিনি স্টার্টারে বানিয়েছিলেন অন্থন ও থাই স্যুপ, মেইন কোর্সে এগ ফ্রায়েড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ক্যাসুনাট সালাদ আর ডেজার্টের জন্য তৈরি করেছিলেন থাই কোকোনাট জেল পুডিং। এতেই চ্যাম্পিয়নের মুকুট ওঠে হেলেনা পারভিন রুমার মাথায়।
ব্যক্তিগত জীবনে কর্মজীবী হেলেনা পারভীন রুমা দুই ছেলে ও ব্যবসায়ী স্বামীর সঙ্গে গত বিশ বছর ধরে ইউরোপে থাকেন। প্রথমে স্পেনে থাকলেও গত আট বছর ধরে লন্ডনে বসবাস করছেন তিনি ও তাঁর পরিবার। পরিবার ও পেশাগত জীবন সামলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সময়টা কেমন ছিল, জানতে চাইলে হেলেনা বলেন, ‘কঠিন। কোনটা ছেড়ে কোনটা সামলাব, নাকি প্রতিযোগিতার জন্য রান্না করব—সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল আমার জন্য।’
ভবিষ্যতে হেলেনা বাংলাদেশের স্থানীয় খাবার নিয়ে কাজ করতে চান। হেলেনা পারভীন রুমা জানান, ‘ফিউশন খাবারের এই জামানায় দেশীয় অথেন্টিক খাবারের কথা ভুলে যাচ্ছি সবাই। আমি ভুলে যাওয়াটা বন্ধ করতে কাজ করতে চাই।’ আর সে জন্য তিনি একটি কুকিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, যেখানে বেকিং ও কুকিংয়ে দেশীয় খাবার রান্না শেখানো হবে পৃথিবীর সব রান্নার পাশাপাশি। ছোট পরিসরে হলেও দ্রুতই তিনি তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করতে আগ্রহী।
হেলেনা পারভীন রুমা দেশের হাই ফাইভ ইনডোর প্লে জোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেখানে তিনি খাবারদাবার নিয়ে পরামর্শ দিয়ে থাকেন। এ ছাড়া তিনি লবি রহমান কুকিং ফাউন্ডেশনের লন্ডন চ্যাপ্টারের প্রেসিডেন্ট।
পুরো তিন মাস হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এনটিভি ইউরোপ কুকিং কুইন সিজন-৩ এ চ্যাম্পিয়ন হলেন হেলেনা পারভীন রুমা। প্রথম রানার আপ হন ফাতেমা চৌধুরী ও দ্বিতীয় রানার আপ হন লিলি নবী। প্রতিযোগিতায় বিজয়ী এ তিনজনই বর্তমানে লন্ডন শহরের অধিবাসী।
এ বছরের একেবারে গোড়ায় শুরু হয় এনটিভি ইউরোপের আয়োজনে কুকিং কুইন সিজন-৩ নামের রান্নার অনুষ্ঠানটি। প্রায় আড়াই হাজার প্রতিযোগীর মধ্য থেকে ২২ জনকে অডিশন রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। এর পর বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় বিভিন্ন রাউন্ড। সব রাউন্ড শেষে গত ১৬ মার্চ রাতে লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় এনটিভি ইউরোপ কুকিং কুইন সিজন-৩ এর ফাইনাল। ফাইনালে বিচারক ও ভোটারেরা যৌথভাবে সর্বোচ্চ নম্বর দিয়ে বিজয়ী নির্বাচিত করেন কুমিল্লায় জন্মগ্রহণ করা হেলেনা পারভীন রুমাকে।
ফোনে হেলেনা পারভীন রুমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘তিন মাসের এই জার্নিটা এত সহজ ছিল না। এটা রান্নার লড়াই, স্বাদের লড়াই। মসলা, রান্নার উপকরণ সব মিলিয়ে প্রতিযোগিতার জন্য সুস্বাদু রান্না করা কঠিন বিষয়।’
প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিভিন্ন ধরনের খাবার রান্না করতে হয়েছে প্রতিযোগীদের। সেমি ফাইনালে হেলেনা রান্না করেছিলেন হাতে বানানো সেমাই, ঝাল মুড়ি, পেঁয়াজি আর মোগলাই পরোটা। ফাইনালে ছিল ওপেন থিম। তিনি বেছে নিয়েছিলেন থাই খাবার। তিন কোর্সের সে প্রতিযোগিতায় তিনি স্টার্টারে বানিয়েছিলেন অন্থন ও থাই স্যুপ, মেইন কোর্সে এগ ফ্রায়েড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ক্যাসুনাট সালাদ আর ডেজার্টের জন্য তৈরি করেছিলেন থাই কোকোনাট জেল পুডিং। এতেই চ্যাম্পিয়নের মুকুট ওঠে হেলেনা পারভিন রুমার মাথায়।
ব্যক্তিগত জীবনে কর্মজীবী হেলেনা পারভীন রুমা দুই ছেলে ও ব্যবসায়ী স্বামীর সঙ্গে গত বিশ বছর ধরে ইউরোপে থাকেন। প্রথমে স্পেনে থাকলেও গত আট বছর ধরে লন্ডনে বসবাস করছেন তিনি ও তাঁর পরিবার। পরিবার ও পেশাগত জীবন সামলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সময়টা কেমন ছিল, জানতে চাইলে হেলেনা বলেন, ‘কঠিন। কোনটা ছেড়ে কোনটা সামলাব, নাকি প্রতিযোগিতার জন্য রান্না করব—সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল আমার জন্য।’
ভবিষ্যতে হেলেনা বাংলাদেশের স্থানীয় খাবার নিয়ে কাজ করতে চান। হেলেনা পারভীন রুমা জানান, ‘ফিউশন খাবারের এই জামানায় দেশীয় অথেন্টিক খাবারের কথা ভুলে যাচ্ছি সবাই। আমি ভুলে যাওয়াটা বন্ধ করতে কাজ করতে চাই।’ আর সে জন্য তিনি একটি কুকিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, যেখানে বেকিং ও কুকিংয়ে দেশীয় খাবার রান্না শেখানো হবে পৃথিবীর সব রান্নার পাশাপাশি। ছোট পরিসরে হলেও দ্রুতই তিনি তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করতে আগ্রহী।
হেলেনা পারভীন রুমা দেশের হাই ফাইভ ইনডোর প্লে জোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেখানে তিনি খাবারদাবার নিয়ে পরামর্শ দিয়ে থাকেন। এ ছাড়া তিনি লবি রহমান কুকিং ফাউন্ডেশনের লন্ডন চ্যাপ্টারের প্রেসিডেন্ট।
খেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১২ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২ দিন আগে