জীবনধারা ডেস্ক
চলতি বছর মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের ‘আঁখিয়া গুলাব’ গানটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে। গানটি যে কেবল দর্শক জনপ্রিয়তা পেয়েছে তা নয়, খোদ কৃতি স্যাননেরও মনে ধরেছে বেশ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে ‘আঁখিয়া গুলাব’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বলাই বাহুল্য, ছবিগুলোতে তাঁর পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছোঁয়া রয়েছে।
সম্প্রতি ইনস্টাতে হট পিংক রঙের শাড়ি পরা ৫টি ছবি আপলোড করেছেন কৃতি স্যানন। জর্জেট শাড়ির পাড়ে একই রঙের জড়িওয়ালা লেইস বসানো। ড্রেপিং স্টাইলে পরা শাড়ির সঙ্গে ছিল কনটেমপোরারি ঘরানার ম্যাচিং ব্লাউজ। স্মোকি আই মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারির মিশেলে নিজেকে যেন ভারতীয় বার্বি লুকে নিয়ে এসেছিলেন সবার সামনে। এই ছবিগুলোর ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আঁখিয়া গুলাবকে খুব সিরিয়াসলি নিচ্ছি!’
‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি মুক্তির আগে কৃতি আরও কিছু ছবি আপলোড করেছিলেন। ধবধবে সাদা বডিকন ও হাঁটু পর্যন্ত তোলা বুট পরা এই ছবিগুলোয় তাঁর মেকআপে গোলাপি আভা চোখে পড়ে।
গোলাপি আইশ্যাডো বোলানো চোখের পাতা বন্ধ করা একটি ছবি দেখে নির্ঘাত এই গানটির কথাই মনে পড়বে যে কারও। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন ওই একই কথা, ‘আঁখিয়া গুলাব’।
এ ছাড়া ইদানীং কৃতি স্যাননের পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছিটেফোঁটা দেখা যাচ্ছেই।
এ রঙের ফুলেল ছোপওয়ালা হালকা জলপাইরঙা পোশাক পরা কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ছবিতেও তাঁর মেকআপে ছিল গোলাপি রঙের আইশ্যাডো, ব্লাশন ও লিপস্টিক।
টপ টু বটম ‘আঁখিয়া গুলাব’।
কৃতির এই গোলাপি প্রীতি হয়তো আরও কিছুদিন চলবে।
সূত্র ও ছবি: ইনস্টাগ্রাম
চলতি বছর মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের ‘আঁখিয়া গুলাব’ গানটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে। গানটি যে কেবল দর্শক জনপ্রিয়তা পেয়েছে তা নয়, খোদ কৃতি স্যাননেরও মনে ধরেছে বেশ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে ‘আঁখিয়া গুলাব’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বলাই বাহুল্য, ছবিগুলোতে তাঁর পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছোঁয়া রয়েছে।
সম্প্রতি ইনস্টাতে হট পিংক রঙের শাড়ি পরা ৫টি ছবি আপলোড করেছেন কৃতি স্যানন। জর্জেট শাড়ির পাড়ে একই রঙের জড়িওয়ালা লেইস বসানো। ড্রেপিং স্টাইলে পরা শাড়ির সঙ্গে ছিল কনটেমপোরারি ঘরানার ম্যাচিং ব্লাউজ। স্মোকি আই মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারির মিশেলে নিজেকে যেন ভারতীয় বার্বি লুকে নিয়ে এসেছিলেন সবার সামনে। এই ছবিগুলোর ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আঁখিয়া গুলাবকে খুব সিরিয়াসলি নিচ্ছি!’
‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি মুক্তির আগে কৃতি আরও কিছু ছবি আপলোড করেছিলেন। ধবধবে সাদা বডিকন ও হাঁটু পর্যন্ত তোলা বুট পরা এই ছবিগুলোয় তাঁর মেকআপে গোলাপি আভা চোখে পড়ে।
গোলাপি আইশ্যাডো বোলানো চোখের পাতা বন্ধ করা একটি ছবি দেখে নির্ঘাত এই গানটির কথাই মনে পড়বে যে কারও। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন ওই একই কথা, ‘আঁখিয়া গুলাব’।
এ ছাড়া ইদানীং কৃতি স্যাননের পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছিটেফোঁটা দেখা যাচ্ছেই।
এ রঙের ফুলেল ছোপওয়ালা হালকা জলপাইরঙা পোশাক পরা কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ছবিতেও তাঁর মেকআপে ছিল গোলাপি রঙের আইশ্যাডো, ব্লাশন ও লিপস্টিক।
টপ টু বটম ‘আঁখিয়া গুলাব’।
কৃতির এই গোলাপি প্রীতি হয়তো আরও কিছুদিন চলবে।
সূত্র ও ছবি: ইনস্টাগ্রাম
এই ফিউশন ফ্যাশনের যুগে কোনটা কী, তা ভেবে কখনো কখনো কনফিউশন তৈরি হয়। তবে এ বিষয়ে কোনো কনফিউশন নেই যে নারীরা শাড়ি পছন্দ করে। আর বিষয়টি যদি হয় শাড়িতে ফিউশনের, তাহলে তো কথাই নেই। শাড়ির জগতে এবার নতুন মাত্রা যোগ করেছে ডেনিম শাড়ি।
২ দিন আগেশীতের হিমেল হাওয়ায় কমবেশি সবার ত্বক রুক্ষ হয়ে পড়ে। কারণ, এ সময় আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ কমে যায়। আবার অনেকের বারো মাস রুক্ষ ত্বকের সমস্যা থাকে। তাদের শীতের সময় সমস্যা আরও বেশি হয়। শীত ছাড়াও অনেকের নানা কারণে ত্বক রুক্ষ হতে পারে। যেমন অনেকের জেনেটিক কারণে ত্বকে রুক্ষতা থাকে...
২ দিন আগেফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে...
২ দিন আগেশখের জিনিসের পেছনে অনেক সময় বেহিসাবি টাকা খরচ হয়ে যায়। সে ক্ষেত্রে অন্য খাতে ঝামেলায় পড়তে হয়। তবে কি শখের জিনিস কেনা বাদ যাবে? না, শখের জিনিসও থাকবে। তবে টাকা অপচয় রোধ করতে কিছুটা কৌশলী হতে হবে।
২ দিন আগে