রিপন চন্দ্র রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পিচঢালা পরিষ্কার রাস্তা। এর বাঁ দিকে তিন ফুট চওড়া একটি ফুটপাত। আরেক দিকে গোলাপ বাগান। দুই ধারে আকাশ ফুঁড়ে উঠেছে গগন শিরীষ। গাছগুলো যেন পরম আদরে মুড়িয়ে রেখেছে রাস্তাটিকে। গাছের ডালপালা ছুঁয়ে রাস্তার বুকে আছড়ে পড়ছে সূর্যের আলো। আলো-ছায়ার এই খেলায় যেন প্রতিমা হয়ে জেগে উঠেছে রাস্তাটি। পূর্ব থেকে পশ্চিমে নাক বরাবর প্রসারিত এ রাস্তাটির নাম প্যারিস রোড।
প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। বিশ্ববিদ্যালয়টির কাজলা গেট থেকে শেরে বাংলা আবাসিক হল পর্যন্ত প্রায় এক কিলোমিটার প্রলম্বিত এ রাস্তা। দৈর্ঘ্যে খুব বেশি না হলেও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শত স্মৃতির সাক্ষী এই প্যারিস রোড। ভালোবাসা-বন্ধুত্ব, জীবন-মৃত্যু, হাসি-কান্না, একাকিত্ব-নিঃসঙ্গতায় যুগের পর যুগ ধরে বিচিত্র সব অভিজ্ঞতার সাক্ষী রাস্তাটি।
বিকেলের মিষ্টি রোদ, সঙ্গে হালকা হিমেল হাওয়া, গাছে পাখি ডাকছে আর প্যারিস রোড ধরে হেঁটে চলেছেন তরুণ-তরুণীরা; কখনো একা, কখনো দল বেঁধে, কখনো রিকশায় তো কখনো সাইকেলে। রাস্তাটিতে এ দৃশ্য দেখা যায় প্রতিদিন। এভাবে প্রতিদিন এই ছোট্ট রাস্তাটির বুকে রচিত হয় সুখ-দুঃখ, পাওয়া না-পাওয়ার শত গল্প। রচিত হয় প্রেম ও বন্ধুত্বের নতুন উপাখ্যান। আবার সমাপ্তি ঘটে কত গভীর সম্পর্কের!
কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্যারিস রোডে চলে শিক্ষার্থীদের আনাগোনা। শীতের কুয়াশাচ্ছন্ন ক্যাম্পাস উপভোগ করতে শত শত শিক্ষার্থী ভিড় করেন রাস্তাটিতে। আর বিকেল হলেই এর আশপাশে বসে আড্ডার আসর। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, প্রিয়জনকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে রাস্তাটিতে ভিড় করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং ক্যাম্পাসের বাইরের মানুষজনও। মধ্য রাতে এ রোডের বুকে শিক্ষার্থীদের গলা ছেড়ে গাওয়া বৈতালিক গান শীতের জমাট কুয়াশার মতো মন্ত্রমুগ্ধ করে রাখে শ্রোতাদের। গগন শিরীষগুলোও যেন মাথা নামিয়ে শুনতে থাকে সে সুর।
বর্ষা এলেই যেন পুনরুজ্জীবিত হয় প্যারিস রোড। আকাশে মেঘের ঘনঘটা দেখলেই শিক্ষার্থীরা ভিড় করেন রাস্তাটিতে। কখন বৃষ্টি নামবে এই প্রতীক্ষায় প্রহর গুনতে থাকেন তাঁরা। বৃষ্টি নামলেই নেচে-গেয়ে, হই-হুল্লোড়, ছোটাছুটি করে নিজেদের ভিজিয়ে তবেই ক্ষান্ত।
মূলত দুই ধারের গগন শিরীষগাছের কারণেই রাস্তাটি বেশ আকর্ষণীয়। ১৯৬৬ সালের আগে রাস্তাটি থাকলেও ছিল না গাছগুলো। তাই তখন তার নামও প্যারিস রোড ছিল না। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য তখনকার উপাচার্য এম শামসুল হক ফিলিপাইন থেকে কিছু গাছ নিয়ে আসেন। তিনি এ গাছগুলো রোপণের দায়িত্ব দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলী মোহাম্মাদ ইউনুসকে। তাঁর হাত ধরেই গগন শিরীষগাছগুলোর বেড়ে ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
গাছগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে রাস্তাটি। ১৯৮০-র দশকে ‘রোড টু সোয়াদ’ কিংবা ‘রোড টু প্যারিস’ নামের চলচ্চিত্রগুলোতে যে রাস্তা দেখানো হয়, সেসব রাস্তার সঙ্গে এই রাস্তাটির মিল থাকায় এর নাম হয় প্যারিস রোড।
পিচঢালা পরিষ্কার রাস্তা। এর বাঁ দিকে তিন ফুট চওড়া একটি ফুটপাত। আরেক দিকে গোলাপ বাগান। দুই ধারে আকাশ ফুঁড়ে উঠেছে গগন শিরীষ। গাছগুলো যেন পরম আদরে মুড়িয়ে রেখেছে রাস্তাটিকে। গাছের ডালপালা ছুঁয়ে রাস্তার বুকে আছড়ে পড়ছে সূর্যের আলো। আলো-ছায়ার এই খেলায় যেন প্রতিমা হয়ে জেগে উঠেছে রাস্তাটি। পূর্ব থেকে পশ্চিমে নাক বরাবর প্রসারিত এ রাস্তাটির নাম প্যারিস রোড।
প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। বিশ্ববিদ্যালয়টির কাজলা গেট থেকে শেরে বাংলা আবাসিক হল পর্যন্ত প্রায় এক কিলোমিটার প্রলম্বিত এ রাস্তা। দৈর্ঘ্যে খুব বেশি না হলেও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শত স্মৃতির সাক্ষী এই প্যারিস রোড। ভালোবাসা-বন্ধুত্ব, জীবন-মৃত্যু, হাসি-কান্না, একাকিত্ব-নিঃসঙ্গতায় যুগের পর যুগ ধরে বিচিত্র সব অভিজ্ঞতার সাক্ষী রাস্তাটি।
বিকেলের মিষ্টি রোদ, সঙ্গে হালকা হিমেল হাওয়া, গাছে পাখি ডাকছে আর প্যারিস রোড ধরে হেঁটে চলেছেন তরুণ-তরুণীরা; কখনো একা, কখনো দল বেঁধে, কখনো রিকশায় তো কখনো সাইকেলে। রাস্তাটিতে এ দৃশ্য দেখা যায় প্রতিদিন। এভাবে প্রতিদিন এই ছোট্ট রাস্তাটির বুকে রচিত হয় সুখ-দুঃখ, পাওয়া না-পাওয়ার শত গল্প। রচিত হয় প্রেম ও বন্ধুত্বের নতুন উপাখ্যান। আবার সমাপ্তি ঘটে কত গভীর সম্পর্কের!
কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্যারিস রোডে চলে শিক্ষার্থীদের আনাগোনা। শীতের কুয়াশাচ্ছন্ন ক্যাম্পাস উপভোগ করতে শত শত শিক্ষার্থী ভিড় করেন রাস্তাটিতে। আর বিকেল হলেই এর আশপাশে বসে আড্ডার আসর। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, প্রিয়জনকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে রাস্তাটিতে ভিড় করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং ক্যাম্পাসের বাইরের মানুষজনও। মধ্য রাতে এ রোডের বুকে শিক্ষার্থীদের গলা ছেড়ে গাওয়া বৈতালিক গান শীতের জমাট কুয়াশার মতো মন্ত্রমুগ্ধ করে রাখে শ্রোতাদের। গগন শিরীষগুলোও যেন মাথা নামিয়ে শুনতে থাকে সে সুর।
বর্ষা এলেই যেন পুনরুজ্জীবিত হয় প্যারিস রোড। আকাশে মেঘের ঘনঘটা দেখলেই শিক্ষার্থীরা ভিড় করেন রাস্তাটিতে। কখন বৃষ্টি নামবে এই প্রতীক্ষায় প্রহর গুনতে থাকেন তাঁরা। বৃষ্টি নামলেই নেচে-গেয়ে, হই-হুল্লোড়, ছোটাছুটি করে নিজেদের ভিজিয়ে তবেই ক্ষান্ত।
মূলত দুই ধারের গগন শিরীষগাছের কারণেই রাস্তাটি বেশ আকর্ষণীয়। ১৯৬৬ সালের আগে রাস্তাটি থাকলেও ছিল না গাছগুলো। তাই তখন তার নামও প্যারিস রোড ছিল না। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য তখনকার উপাচার্য এম শামসুল হক ফিলিপাইন থেকে কিছু গাছ নিয়ে আসেন। তিনি এ গাছগুলো রোপণের দায়িত্ব দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলী মোহাম্মাদ ইউনুসকে। তাঁর হাত ধরেই গগন শিরীষগাছগুলোর বেড়ে ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
গাছগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে রাস্তাটি। ১৯৮০-র দশকে ‘রোড টু সোয়াদ’ কিংবা ‘রোড টু প্যারিস’ নামের চলচ্চিত্রগুলোতে যে রাস্তা দেখানো হয়, সেসব রাস্তার সঙ্গে এই রাস্তাটির মিল থাকায় এর নাম হয় প্যারিস রোড।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে