ফিচার ডেস্ক
সৌন্দর্যচর্চার প্রবণতা বদল হয় যুগে যুগে। আগের সব ধারণা এখন ধীরে ধীরে বাতিলের খাতায় চলে যাচ্ছে। ‘সবুজ সৌন্দর্য’ বা গ্রিন বিউটির কথা এখন আর তেমন শোনা যায় না। এবার আসছে কার্বন নিউট্রাল বা কার্বন নিরপেক্ষ সৌন্দর্যের যুগ। সৌন্দর্য ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এটি গুঞ্জন নয়, হতে চলেছে আন্দোলন।
কার্বন নিরপেক্ষতা এমন একটি ধারণা, যার লক্ষ্য কার্বন নির্গমন কমানো ও প্রতিরোধকে কেন্দ্র করে পৃথিবীতে সৌন্দর্য পণ্যের উৎপাদন নিশ্চিত করা। আশ্চর্যের বিষয় হলো, স্ট্যাটিস্টা ইতিমধ্যে ভবিষ্যদ্বাণী করেছে, ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী কার্বন নিরপেক্ষ পণ্যের বাজারমূল্য হবে ৪০ বিলিয়ন ইউরো।
‘আমরা কতটা কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি অন্যান্য গ্রিনহাউস গ্যাসের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে সূর্যের বিকিরণকে আটকে রাখে, যার ফলে পৃথিবী উত্তপ্ত হয়। এটি গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত।’ বলেছেন বোল্ট বিউটি নামের একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লিসা সেক্সটন। লিসা ব্যাখ্যা করেছেন, কার্বন নিরপেক্ষ হওয়ার অর্থ হলো, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মতো কাজগুলো থেকে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়, তা পরিবেশ থেকে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ধারণ করা হয় বা সরিয়ে নেওয়া হয়, তার সমান বা কম। আমাদের জীবনধারার মাধ্যমে আমরা যে কার্বন ডাই-অক্সাইড নির্গত করি, তা নেট জিরো অবস্থায় নামিয়ে আনাই কার্বন নিরপেক্ষতা। সৌন্দর্যচর্চার ক্ষেত্রে বিউটি প্রোডাক্টগুলো থেকে কার্বন নিঃসরণ বন্ধ বা কমানোই হলো কার্বন নিরপেক্ষ সৌন্দর্য।
সহজ করে বললে, কার্বন নিরপেক্ষ সৌন্দর্য পণ্য হলো সেগুলোই, যেগুলো কোনোভাবে কার্বন ডাই-অক্সাইডসহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করবে না। বোল্ট বিউটি ইতিমধ্যে ভিটামিন এ গেম হোম জার নামে একটি কার্বন নিরপেক্ষ সৌন্দর্য পণ্য তৈরি করেছে। এটি গ্রিনহাউস গ্যাস প্রোটোকল অনুসারে তৈরি করা বলে কার্বন নিঃসরণ করে না। ফলে পরিবেশগত উদ্বেগ ছাড়া ত্বকের চিকিৎসায় ব্যবহার করা যায়। এ রকম আরও কিছু পণ্য আছে। যেমন, সৌন্দর্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফসির ডিওডোরেন্ট। ক্লাইমেট পার্টনার নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ফসি এ পণ্যটি তৈরি করেছে। এটি সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত। এ ছাড়া আছে চুলের যত্নের পণ্য তৈরির জন্য বিখ্যাত প্রতিষ্ঠান ডেভিনেসের তৈরি শ্যাম্পু। এটি আখ থেকে তৈরি শতভাগ বায়ো-প্লাস্টিক বোতলে রাখা হয়।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, ধীরে ধীরে কার্বন নিঃসরণের প্রোটোকল মেনে সৌন্দর্যচর্চার পণ্য তৈরি পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: হারপারবাজারস ডট কম
সৌন্দর্যচর্চার প্রবণতা বদল হয় যুগে যুগে। আগের সব ধারণা এখন ধীরে ধীরে বাতিলের খাতায় চলে যাচ্ছে। ‘সবুজ সৌন্দর্য’ বা গ্রিন বিউটির কথা এখন আর তেমন শোনা যায় না। এবার আসছে কার্বন নিউট্রাল বা কার্বন নিরপেক্ষ সৌন্দর্যের যুগ। সৌন্দর্য ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এটি গুঞ্জন নয়, হতে চলেছে আন্দোলন।
কার্বন নিরপেক্ষতা এমন একটি ধারণা, যার লক্ষ্য কার্বন নির্গমন কমানো ও প্রতিরোধকে কেন্দ্র করে পৃথিবীতে সৌন্দর্য পণ্যের উৎপাদন নিশ্চিত করা। আশ্চর্যের বিষয় হলো, স্ট্যাটিস্টা ইতিমধ্যে ভবিষ্যদ্বাণী করেছে, ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী কার্বন নিরপেক্ষ পণ্যের বাজারমূল্য হবে ৪০ বিলিয়ন ইউরো।
‘আমরা কতটা কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি অন্যান্য গ্রিনহাউস গ্যাসের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে সূর্যের বিকিরণকে আটকে রাখে, যার ফলে পৃথিবী উত্তপ্ত হয়। এটি গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত।’ বলেছেন বোল্ট বিউটি নামের একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লিসা সেক্সটন। লিসা ব্যাখ্যা করেছেন, কার্বন নিরপেক্ষ হওয়ার অর্থ হলো, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মতো কাজগুলো থেকে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়, তা পরিবেশ থেকে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ধারণ করা হয় বা সরিয়ে নেওয়া হয়, তার সমান বা কম। আমাদের জীবনধারার মাধ্যমে আমরা যে কার্বন ডাই-অক্সাইড নির্গত করি, তা নেট জিরো অবস্থায় নামিয়ে আনাই কার্বন নিরপেক্ষতা। সৌন্দর্যচর্চার ক্ষেত্রে বিউটি প্রোডাক্টগুলো থেকে কার্বন নিঃসরণ বন্ধ বা কমানোই হলো কার্বন নিরপেক্ষ সৌন্দর্য।
সহজ করে বললে, কার্বন নিরপেক্ষ সৌন্দর্য পণ্য হলো সেগুলোই, যেগুলো কোনোভাবে কার্বন ডাই-অক্সাইডসহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করবে না। বোল্ট বিউটি ইতিমধ্যে ভিটামিন এ গেম হোম জার নামে একটি কার্বন নিরপেক্ষ সৌন্দর্য পণ্য তৈরি করেছে। এটি গ্রিনহাউস গ্যাস প্রোটোকল অনুসারে তৈরি করা বলে কার্বন নিঃসরণ করে না। ফলে পরিবেশগত উদ্বেগ ছাড়া ত্বকের চিকিৎসায় ব্যবহার করা যায়। এ রকম আরও কিছু পণ্য আছে। যেমন, সৌন্দর্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফসির ডিওডোরেন্ট। ক্লাইমেট পার্টনার নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ফসি এ পণ্যটি তৈরি করেছে। এটি সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত। এ ছাড়া আছে চুলের যত্নের পণ্য তৈরির জন্য বিখ্যাত প্রতিষ্ঠান ডেভিনেসের তৈরি শ্যাম্পু। এটি আখ থেকে তৈরি শতভাগ বায়ো-প্লাস্টিক বোতলে রাখা হয়।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, ধীরে ধীরে কার্বন নিঃসরণের প্রোটোকল মেনে সৌন্দর্যচর্চার পণ্য তৈরি পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: হারপারবাজারস ডট কম
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
৩ ঘণ্টা আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
৪ ঘণ্টা আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
৪ ঘণ্টা আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
৪ ঘণ্টা আগে