নিজস্ব প্রতিবেদক
নাড়ু একটি জনপ্রিয় মিষ্টি খাবার। শুধু নারকেল নয়, ঝুরিচানাচুর দিয়েও নাড়ু বানানো যায়। ঝুরি কিনতে হবে দোকান থেকে। এটি মূলত চানাচুর। তবে এতে বাদাম থাকে না এবং এটি বেশ সরু সরু। রেসিপি শর্মিলা রায়।
উপকরণ
ঝুরি চানাচুর ও গুড়।
প্রণালি
প্রথমে ঝোলাগুড় কড়াই বা ফ্রাইপ্যানে গরম করে নিন। গুড় গরম হওয়া শুরু হলে আঠালো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। আঠালো হয়ে গেলে গুড়ের কড়াই চুলা থেকে নামিয়ে মিনিট দুই এর মতো নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে ঝুরি দিয়ে দিন। তারপর আবার নাড়তে থাকুন। গুড় ও ঝুরি ভালোভাবে মিশে গেলে হাতে চেপে গোল গোল নাড়ু বানিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
নাড়ু একটি জনপ্রিয় মিষ্টি খাবার। শুধু নারকেল নয়, ঝুরিচানাচুর দিয়েও নাড়ু বানানো যায়। ঝুরি কিনতে হবে দোকান থেকে। এটি মূলত চানাচুর। তবে এতে বাদাম থাকে না এবং এটি বেশ সরু সরু। রেসিপি শর্মিলা রায়।
উপকরণ
ঝুরি চানাচুর ও গুড়।
প্রণালি
প্রথমে ঝোলাগুড় কড়াই বা ফ্রাইপ্যানে গরম করে নিন। গুড় গরম হওয়া শুরু হলে আঠালো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। আঠালো হয়ে গেলে গুড়ের কড়াই চুলা থেকে নামিয়ে মিনিট দুই এর মতো নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে ঝুরি দিয়ে দিন। তারপর আবার নাড়তে থাকুন। গুড় ও ঝুরি ভালোভাবে মিশে গেলে হাতে চেপে গোল গোল নাড়ু বানিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৩ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৩ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৩ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৩ দিন আগে