জীবনধারা ডেস্ক
নাড়ু মূলত লক্ষ্মী পূজার খাবার। তবে অষ্টমী তিথি পেরিয়ে গেলে অনেকেই বাড়িতে নারকেলের নাড়ু তৈরি করেন। এখন দুর্গাপূজায় নারকেলের নাড়ু বেশ জনপ্রিয় খাবার। রেসিপি ও ছবি দিয়েছেন শ্যামলী সরকার।
উপকরণ
নারিকেল, দুধ, চিনি।
পদ্ধতি
প্রথমে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ক্ষীর করে নিতে হবে। তারপর অন্য একটা পাত্রে ৩ কাপ ব্লেন্ড করা নারকেল নিয়ে তাতে এক কাপ চিনি দিয়ে নাড়তে হবে। নারকেল নাড়তে নাড়তে যখন একটু শুকিয়ে আসবে, তখন এতে আগে থেকে করে রাখা ক্ষীর ঢেলে দিতে হবে। পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে। নারকেলের পাক এসে গেলে চুলা বন্ধ করে গরম থাকা অবস্থায় নাড়ু বানিয়ে নিতে হবে।
নাড়ু মূলত লক্ষ্মী পূজার খাবার। তবে অষ্টমী তিথি পেরিয়ে গেলে অনেকেই বাড়িতে নারকেলের নাড়ু তৈরি করেন। এখন দুর্গাপূজায় নারকেলের নাড়ু বেশ জনপ্রিয় খাবার। রেসিপি ও ছবি দিয়েছেন শ্যামলী সরকার।
উপকরণ
নারিকেল, দুধ, চিনি।
পদ্ধতি
প্রথমে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ক্ষীর করে নিতে হবে। তারপর অন্য একটা পাত্রে ৩ কাপ ব্লেন্ড করা নারকেল নিয়ে তাতে এক কাপ চিনি দিয়ে নাড়তে হবে। নারকেল নাড়তে নাড়তে যখন একটু শুকিয়ে আসবে, তখন এতে আগে থেকে করে রাখা ক্ষীর ঢেলে দিতে হবে। পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে। নারকেলের পাক এসে গেলে চুলা বন্ধ করে গরম থাকা অবস্থায় নাড়ু বানিয়ে নিতে হবে।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে