Ajker Patrika

নিজের মতো করে সমস্যাগুলো চিহ্নিত করুন

ডা. ফারজানা রহমান
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২: ৪০
নিজের মতো করে সমস্যাগুলো চিহ্নিত করুন

প্রশ্ন: আমি জানি না কেন, ইদানীং সবকিছুতেই অসুখী হচ্ছি। আমি এমন ছিলাম না। কপালে আছে বলে মেনে নিতাম। এখন পারছি না। চাকরির ক্ষেত্রে, বাসার অন্যান্য যেকোনো বিষয়ে আগে মেনে নেওয়ার একটা ব্যাপার ছিল আমার মধ্যে। এখন শুধু মনে হয়, আমিই কেন? আমার কাছের মানুষগুলো আমাকে মুখের ওপরেই নেগেটিভ তকমা দিচ্ছে। মাঝেমধ্যে মনে হয়, তাদের এভাবে বলার জন্যই আমি নেগেটিভ হয়ে যাচ্ছি দিন দিন। আমার জীবনযাপনে সমস্যা হচ্ছে, ঘুমাতে পারছি না। কাউকে কোনো কথা শেয়ার করতে পারছি না। মনে হচ্ছে, সবাই বলবে আমার মধ্যেই সমস্যা। হুট করে আমার মায়ের মারা যাওয়া মেনে নিতে পারছি না। আশপাশের সবাইকে কেমন অসহ্য লাগছে। আমি জানি না, আমি কী করব।

অনিতা হালদার, উত্তরা, ঢাকা

উত্তর: আমার মনে হচ্ছে, সমস্যাটি যতটা আপনার, তার চেয়েও বেশি আপনার আশপাশের মানুষদের। তবে অন্য সবাই আপনাকে নেগেটিভ তকমা দিচ্ছে, একটু অন্য রকম আলোচনা করছে, বিষয়টি নিয়ে আমরা ইতিবাচক চিন্তা ভাবনা করতে পারি। যেমন শৈশব থেকেই কি এই সমস্যার শুরু? নাকি ইদানীং কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটি ঘটছে?

আপনি জানিয়েছেন, আপনি এমন ছিলেন না, ‘কপালে আছে’ এই ভেবে মেনে নিতেন। কী ঘটনা ঘটেছে আপনার জীবনে, মনে হতো এগুলো কপালের লিখন, মেনে নিতেই হবে? বিষয়গুলো জানতে পারলে খুব ভালো হতো। আরেকটি কথা, আপনি লিখেছেন, চাকরি করছেন। তার মানে আর্থিকভাবে স্বাধীন। একটু সময় নিয়ে ভেবে দেখুন তো, আপনার ব্যক্তিত্বের এমন কোনো দিক আছে কি না, যা নিয়ে আপনার সমস্যা হচ্ছে? হয়তো আপনার আচরণে কেউ কষ্ট পাচ্ছেন অথবা আপনার ব্যবহার নিয়ে ক্রমাগত নালিশ জানাচ্ছেন? দিন দিন নেতিবাচক হয়ে উঠেছেন, শুধুই কি অন্যরা অনুযোগ করছে বলে?

আপনি একটু নিজের মতো করে আপনার সমস্যাগুলো চিহ্নিত করুন। কোনো সমস্যা মনে হলে একজন মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিন।

আশা করছি, আপনার সমস্যার একটি সুন্দর সমাধান হবে।

পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান, সহযোগী অধ্যাপ, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত