আলিঙ্গন শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৪: ৩৬
Thumbnail image

আলিঙ্গনের চল কমেছিল কোভিডের সময়। বিধিনিষেধ ছিল বলে ঘনিষ্ঠতার ওপর নিষেধের খড়্গ নেমে এসেছিল। সে জন্য তখন হাগ করা বা আলিঙ্গন করা কমেছিল। এখন সে সময় নেই। ফলে এই ফাঁকে জানিয়ে দেওয়া যায় যে, আলিঙ্গনের রয়েছে দারুণ শক্তি। এর ‘স্বাস্থ্য কুশল’ বৈশিষ্ট্যকে অস্বীকার করা যাবে না। 

আলিঙ্গন বা হাগকে বলে কেয়ারিং এম্প্রেস। মানে আদরে সোহাগে ভালোবাসায় আলিঙ্গন যে কেবল দেয় ভালো লাগার অনুভূতি, তা নয়। এটি স্ট্রেস বা মানসিক চাপ কমানোর মহা নিদান। হৃৎপিণ্ড ও হৃদয় দুটোই ভালো রাখার জন্য এক শক্তিশালী হাতিয়ার এই আলিঙ্গন। তাই হৃদয়ের দিব্যি, এবার হাত দুটো উদার খুলে জড়িয়ে ধরুন প্রিয়জনকে। 

আলিঙ্গনের উপকারিতা

  • ত্বকে ত্বকে ঘনিষ্ঠতা ও সংস্পর্শ আনবে শারীরিক ও মানসিক আত্মিক কুশল।
  • কমাবে ব্যথা, দুশ্চিন্তা, বিষণ্নতা।
  • হাতের বাঁধনে জড়ানোর সংকেত চলে যাবে মগজে। তাতে কমবে মানসিক চাপ, আসবে মানসিক শান্তি। 
  • হৃৎপিণ্ডের গতি ধীর হবে, মগজের তরঙ্গের শিথিলতা আসবে। 
  • আলিঙ্গনে আসে সামাজিক অবলম্বনের অনুভূতি। এই অনুভূতি আনবে দেহ ও মনে নির্ভরতা।
  • দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা হবে উদ্দীপ্ত।
  • ঘুম হবে ভালো। 
  • সুখ হরমোনের প্রবাহের ওপর এর ইতিবাচক প্রভাব পড়ে।
  • ভালোবাসা হরমোন অক্সিটোসিন নিঃসরণ ভালো হয়। 
  • আলিঙ্গনে সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়ে।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত