ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
হ্রদ-পাহাড়ের দেশের মানুষ বীর কুমার তঞ্চঙ্গ্যা। পাহাড়-হ্রদ আর নিজ অঞ্চলের সৌন্দর্যের বাইরেও যে পৃথিবী আছে, তা দেখতে চেয়েছিলেন ছোটবেলা থেকেই। সেটাই ছিল শখ। মানুষ কতভাবেই না তাঁর শখ বা ইচ্ছা পূরণ করেন। বীর কুমার তঞ্চঙ্গ্যা প্রায় ৪০ দিনে বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ করে তাঁর স্বপ্ন অবশেষে পূরণ করেছেন।
গত মঙ্গলবার সাইকেলে পুরো বাংলাদেশ ঘুরে নিরাপদে কাপ্তাই ফিরেছেন বীর কুমার। তিনি কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুকিয়াছড়িপাড়ার বাসিন্দা। তাঁর বাবা সুশীল তঞ্চঙ্গ্যা এবং মা কুশিক্কো তঞ্চঙ্গ্যা।
বীর কুমার তঞ্চঙ্গ্যা গত ৮ জুন বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ শুরু করেন। এই ভ্রমণের সময় তিনি গাছ কাটা থেকে বিরত থাকা, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন রোধ এবং রক্তদান বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা চালান। এ ছাড়া তিনি ৬৪ জেলার বিভিন্ন সাইক্লিং গ্রুপের সঙ্গেও দেখা করেন এবং স্থানীয় কিছু দর্শনীয় জায়গা ঘুরে দেখেন।
বীর কুমার তঞ্চঙ্গ্যার পরবর্তী ইচ্ছা, সাইকেলে করে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করা।
হ্রদ-পাহাড়ের দেশের মানুষ বীর কুমার তঞ্চঙ্গ্যা। পাহাড়-হ্রদ আর নিজ অঞ্চলের সৌন্দর্যের বাইরেও যে পৃথিবী আছে, তা দেখতে চেয়েছিলেন ছোটবেলা থেকেই। সেটাই ছিল শখ। মানুষ কতভাবেই না তাঁর শখ বা ইচ্ছা পূরণ করেন। বীর কুমার তঞ্চঙ্গ্যা প্রায় ৪০ দিনে বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ করে তাঁর স্বপ্ন অবশেষে পূরণ করেছেন।
গত মঙ্গলবার সাইকেলে পুরো বাংলাদেশ ঘুরে নিরাপদে কাপ্তাই ফিরেছেন বীর কুমার। তিনি কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুকিয়াছড়িপাড়ার বাসিন্দা। তাঁর বাবা সুশীল তঞ্চঙ্গ্যা এবং মা কুশিক্কো তঞ্চঙ্গ্যা।
বীর কুমার তঞ্চঙ্গ্যা গত ৮ জুন বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ শুরু করেন। এই ভ্রমণের সময় তিনি গাছ কাটা থেকে বিরত থাকা, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন রোধ এবং রক্তদান বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা চালান। এ ছাড়া তিনি ৬৪ জেলার বিভিন্ন সাইক্লিং গ্রুপের সঙ্গেও দেখা করেন এবং স্থানীয় কিছু দর্শনীয় জায়গা ঘুরে দেখেন।
বীর কুমার তঞ্চঙ্গ্যার পরবর্তী ইচ্ছা, সাইকেলে করে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করা।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১ দিন আগে