বীর কুমারের সাইকেল ভ্রমণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৮: ৩২

হ্রদ-পাহাড়ের দেশের মানুষ বীর কুমার তঞ্চঙ্গ্যা। পাহাড়-হ্রদ আর নিজ অঞ্চলের সৌন্দর্যের বাইরেও যে পৃথিবী আছে, তা দেখতে চেয়েছিলেন ছোটবেলা থেকেই। সেটাই ছিল শখ। মানুষ কতভাবেই না তাঁর শখ বা ইচ্ছা পূরণ করেন। বীর কুমার তঞ্চঙ্গ্যা প্রায় ৪০ দিনে বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ করে তাঁর স্বপ্ন অবশেষে পূরণ করেছেন।

গত মঙ্গলবার সাইকেলে পুরো বাংলাদেশ ঘুরে নিরাপদে কাপ্তাই ফিরেছেন বীর কুমার। তিনি কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুকিয়াছড়িপাড়ার বাসিন্দা। তাঁর বাবা সুশীল তঞ্চঙ্গ্যা এবং মা কুশিক্কো তঞ্চঙ্গ্যা।

বীর কুমার তঞ্চঙ্গ্যা গত ৮ জুন বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ শুরু করেন। এই ভ্রমণের সময় তিনি গাছ কাটা থেকে বিরত থাকা, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন রোধ এবং রক্তদান বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা চালান। এ ছাড়া তিনি ৬৪ জেলার বিভিন্ন সাইক্লিং গ্রুপের সঙ্গেও দেখা করেন এবং স্থানীয় কিছু দর্শনীয় জায়গা ঘুরে দেখেন।

বীর কুমার তঞ্চঙ্গ্যার পরবর্তী ইচ্ছা, সাইকেলে করে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত