Ajker Patrika

থাইল্যান্ড ভ্রমণে মিলবে বিনা মূল্যের বিমা কভারেজ

ফিচার ডেস্ক
থাইল্যান্ড ভ্রমণে মিলবে বিনা মূল্যের বিমা কভারেজ

৩১ ডিসেম্বর, অর্থাৎ এ বছরের শেষ দিন পর্যন্ত আন্তর্জাতিক পর্যটকদের বিনা মূল্যে বিমা কর্মসূচির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। দেশটির সরকারি জনসংযোগ বিভাগ এ খবর জানিয়েছে। থাইল্যান্ড অভিযান, দুর্ঘটনা, জরুরি অবস্থা এবং মৃত্যুর ক্ষেত্রে বিদেশি পর্যটকদের নগদ ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছিল এ বছরের শুরু থেকে। প্রাথমিকভাবে এ কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল ৩১ আগস্ট।

দেশটির পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সেরমসাক পংপানিত বলেছেন, ‘এই বর্ধিত বিমা প্রচারাভিযান থাইল্যান্ডে দুর্ঘটনা, অপরাধ এবং প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যটকদের সহায়তা করবে।’ তবে বলা হয়েছে, পর্যটকেরা হোটেল কিংবা যেসব পর্যটন অপারেটরের মাধ্যমে থাইল্যান্ড যাবে, তারা যদি পর্যটকের ক্ষতিপূরণ দিয়ে দেয়, তাহলে সরকারি বিমার দাবি প্রযোজ্য হবে না।

বিমা নীতির শর্তাবলিতে জানানো হয়েছে, প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে পর্যটক বা তাদের পরিবার ১ মিলিয়ন বা ১০ লাখ বাথ ক্ষতিপূরণ পাবে। অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি বা স্থায়ী অক্ষমতার ঘটনায় ৩ লাখ বাথ দেওয়া হবে। দুর্ঘটনাজনিত চিকিৎসার  জন্য পাওয়া যাবে সর্বোচ্চ ৫ লাখ বাথ।

থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি ভ্রমণকারীরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে নিরাপদে বছরজুড়ে দেশটিতে ভ্রমণ করতে পারে, সে জন্য সরকার এ সুরক্ষা বিমার সুবিধা চালু করেছে।

সূত্র: থাইল্যান্ড বিজনেস নিউজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত