নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখন ভারতের তীর্থযাত্রীরা নতুন পথে সরাসরি কৈলাস পর্বতে যেতে পারবেন। সেপ্টেম্বর মাস থেকে এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। এর আগে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস তীর্থে যেতে হতো তিব্বত হয়ে।
কৈলাসে সরাসরি যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। উত্তরাখন্ডের পিথোরাগড় থেকে লিপোলেখ পাস দিয়ে ইন্দো-চায়না সীমান্ত পর্যন্ত পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। প্রকল্পটির কাজ শেষ হবে সেপ্টেম্বর মাসে। রাস্তাটির নাম রাখা হবে কৈলাস ভিউ পয়েন্ট। ভারতীয় আধ্যাত্মিক মার্গ অনুযায়ী, কৈলাস পর্বত হলো পৃথিবীর কেন্দ্র। একে বলা হয় শিবের বাসস্থান। আর তাই সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি পবিত্র তীর্থস্থান। বৌদ্ধ এবং আরও বেশ কিছু আদিবাসী ধর্মে কৈলাস পর্বতের গুরুত্ব অপরিসীম। প্রতিবছর হাজার হাজার তীর্থযাত্রী অত্যন্ত কষ্ট করে তিব্বত হয়ে কৈলাস তীর্থে যাত্রা করত। ব্রহ্মপুত্র নদ, সিন্ধু, সুতলজ ও কর্নালি নদীর উৎস কৈলাস পর্বত।
কৈলাসের একটি পয়েন্ট পর্যন্ত তীর্থযাত্রীদের আনাগোনা থাকলেও মানুষের কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা বারবার বিফল হয়েছে। শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, অচেনা অতিপ্রাকৃত ঘটনা ইত্যাদির কারণে কৈলাস পর্বতের ওপর দিয়ে এখনো বিমান চলাচল নিষিদ্ধ।
এখন ভারতের তীর্থযাত্রীরা নতুন পথে সরাসরি কৈলাস পর্বতে যেতে পারবেন। সেপ্টেম্বর মাস থেকে এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। এর আগে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস তীর্থে যেতে হতো তিব্বত হয়ে।
কৈলাসে সরাসরি যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। উত্তরাখন্ডের পিথোরাগড় থেকে লিপোলেখ পাস দিয়ে ইন্দো-চায়না সীমান্ত পর্যন্ত পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। প্রকল্পটির কাজ শেষ হবে সেপ্টেম্বর মাসে। রাস্তাটির নাম রাখা হবে কৈলাস ভিউ পয়েন্ট। ভারতীয় আধ্যাত্মিক মার্গ অনুযায়ী, কৈলাস পর্বত হলো পৃথিবীর কেন্দ্র। একে বলা হয় শিবের বাসস্থান। আর তাই সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি পবিত্র তীর্থস্থান। বৌদ্ধ এবং আরও বেশ কিছু আদিবাসী ধর্মে কৈলাস পর্বতের গুরুত্ব অপরিসীম। প্রতিবছর হাজার হাজার তীর্থযাত্রী অত্যন্ত কষ্ট করে তিব্বত হয়ে কৈলাস তীর্থে যাত্রা করত। ব্রহ্মপুত্র নদ, সিন্ধু, সুতলজ ও কর্নালি নদীর উৎস কৈলাস পর্বত।
কৈলাসের একটি পয়েন্ট পর্যন্ত তীর্থযাত্রীদের আনাগোনা থাকলেও মানুষের কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা বারবার বিফল হয়েছে। শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, অচেনা অতিপ্রাকৃত ঘটনা ইত্যাদির কারণে কৈলাস পর্বতের ওপর দিয়ে এখনো বিমান চলাচল নিষিদ্ধ।
স্বামী-স্ত্রীর সম্পর্ক গভীর বন্ধুত্বের মতো হলেও কিছু বিষয় আছে, যা সঙ্গীর সঙ্গে শেয়ার করলে তা সম্পর্কের মধ্যে অস্বস্তি বা সমস্যা সৃষ্টি করতে পারে। এখানে এমন অন্তত ১০টি বিষয় তুলে ধরা হলো, যা স্ত্রীর সঙ্গে আলোচনা না করাই ভালো:
২ ঘণ্টা আগেচোখ ভালো রাখতে দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরি। এখানে এমন ১০টি কাজের তালিকা দেওয়া হলো, যা চোখ ভালো রাখতে সহায়ক।
৫ ঘণ্টা আগেচার কাপ কিমা, আধা কাপ বাটার বা ঘি, দুটি কালো এলাচির গুঁড়া, ছয়টি সবুজ এলাচির গুঁড়া, এক চা-চামচ করে আদা ও রসুন বাটা, লবণ, গুঁড়া আদা, গোলমরিচের গুঁড়া। সব একসঙ্গে মিশিয়ে দিন।
৭ ঘণ্টা আগেসকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আপনার দৈনন্দিন জীবন এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে পারে। এটি মানসিক ও শারীরিক সুস্থতাকে বাড়িয়ে তোলে। এখানে সকালে ঘুম থেকে ওঠার ১০টি উল্লেখযোগ্য উপকারিতা তুলে ধরা হলো:
১ দিন আগে