Ajker Patrika

চুক্তির চেয়ে কম দামে কেনা হবে সিনোফার্মের টিকা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২১, ০১: ০৯
চুক্তির চেয়ে কম দামে কেনা হবে সিনোফার্মের টিকা: অর্থমন্ত্রী

চুক্তিপত্রে উল্লেখিত দামের চেয়ে কম দামে চীনা সিনোফার্মের টিকা কিনছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে ২৪ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভার পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

অর্থমন্ত্রী বলেন, আমরা চীনের সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনব দেড় কোটি ডোজ, সেটির অনুমোদন দিয়েছি। টিকার দাম সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের তুলনায় কম দামে কিনছি। আগে যে দাম দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভাবনা আছে। এ পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস আপনাদের বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস, আপনারা এটা বুঝবেন এবং আমাদের সঙ্গে কো-অপারেশন করবেন। 

চীনের এ টিকা কবে দেশে আসবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাঁরা বলতে পারবেন, ঠিক কোন সময়ে আসবে। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতি ডোজ টিকার জন্য ৩ হাজার টাকা খরচ হয়েছে, এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, যে প্রকল্প সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে। 

এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, কিছু নন–ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (অপ্রকাশযোগ্য চুক্তি) আছে, যার সবকিছু বলা যায় না। ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি ডোজ। এর মধ্যে ২০ লাখ তারা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। যেহেতু ২০ লাখ উপহার দিয়েছে সে জন্য তারা আরও ২০ লাখ যোগ করে মোট দেড় কোটি ডোজ টিকা দিচ্ছে। ফলে আমরা আগের চুক্তির তুলনায় কম দামে দেড় কোটি ডোজ টিকা পাচ্ছি। 

গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ কোভিড টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়। এরই মধ্যে চীন থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। তবে এটিকে এখন উপহারের টিকা বলে জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন। এর আগে উপহার হিসেবে চীনের কাছ থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত