বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এর প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটের ১০টি ফ্লাইট বাতিল করা হয়। ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে নামতে বাধ্য হয় তিনটি ফ্লাইট। দুটি ফ্লাইট বিলম্বিত হওয়ার পাশাপাশি ফেরত যায় একটি ফ্লাইট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইনসের দিল্লি ও মুম্বাই ফ্লাইট, ইনডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের আবহাওয়া খারাপ হলে এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে চট্টগ্রাম, সালাম এয়ারের মাসকাট থেকে চট্টগ্রাম এবং ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে চট্টগ্রাম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বিরূপ আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইনের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইনসের কুয়ালালামপুরের ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়।
এ ছাড়া ঘূর্ণিঝড়ের কারণে শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে এয়ারলাইনসগুলো। এ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, আজ সোমবার দুপুরের পর ঢাকায় ল্যান্ডিংয়ের সময় সমস্যায় পড়েছে এমন তিনটি ফ্লাইটকে সিলেট বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কমায় আজ ভোর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম চালু করে বলা হয়, আবহাওয়া অনুকূলে মনে করলে এ দুই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইনসগুলো। এর আগে গতকাল রোববার এ দুই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। তাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করতে হয়।
১৭ ঘণ্টায় শাহ আমানত বিমানবন্দরে বাতিল ১৬ ফ্লাইট
ঘূর্ণিঝড় রিমালের কারণে প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার ভোর ৫টা থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বন্ধ থাকাকালীন মোট ১৬টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে আন্তর্জাতিক ৭টি এবং অভ্যন্তরীণ ৯টি ফ্লাইট ছিল।
শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার ১২টা থেকে ফ্লাইট বন্ধ হয়। প্রাথমিকভাবে ওই দিন রাত ৮টা পর্যন্ত বন্ধ রাখার কথা ছিল। পরবর্তী সময়ে এটি আজ ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়। এরপর থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু হয়।
হজ ফ্লাইটে বিঘ্ন
জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়। বিজি-১৩৫ হজ ফ্লাইটটির চট্টগ্রাম থেকে ৩১৭ জন হজযাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। তবে ঘূর্ণিঝড়ের কারণে শাহ আমানত বিমানবন্দর বন্ধ থাকায় ওই দিন বিকেল ৫টায় ৩১৭ হজযাত্রীকে বিকেলে ৯টি বাসে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকায় পাঠায় বিমান কর্তৃপক্ষ। যারা পরবর্তীকালে ঢাকা থেকে হজ ফ্লাইট ধরেন।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার (২৬ মে) ঢাকা-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস–বাংলা এয়ারলাইনসের সাতটি, নভোএয়ারের তিনটি এবং এয়ার অ্যাস্ট্র্যার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে ঢাকার আবহাওয়া খারাপ থাকায় আজ সোমবারও কক্সবাজারগামী কয়েকটি বাতিল হয়। আজ বেলা আড়াইটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকালের দিকে নভোএয়ারে একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আবার ঢাকায় ফিরে যায়।
ঢাকা-কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন ২৪টি ফ্লাইট ওঠানামা করে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, আজ সকাল থেকে বিমানবন্দর চালু আছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় ফ্লাইট পরিচালনা করছে না এয়ারলাইনসগুলো।
এ ছাড়া যশোর বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা না হলেও বাতাসের তীব্রতার কারণে ওই রুটে ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বন্ধ থাকে বরিশাল বিমানবন্দরের ফ্লাইটও।
আর আগাম সতর্কতায় গতকাল দুপুর ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়। এর প্রভাবে ঢাকা থেকে এই রুটের নির্দিষ্ট ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ প্রসঙ্গে বলেন, রিমালের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৬ মে কলকাতাগামী বিজি-৩৯৫ ও ২৭ মে কলকাতাগামী বিজি-৩৯১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এর প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটের ১০টি ফ্লাইট বাতিল করা হয়। ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে নামতে বাধ্য হয় তিনটি ফ্লাইট। দুটি ফ্লাইট বিলম্বিত হওয়ার পাশাপাশি ফেরত যায় একটি ফ্লাইট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইনসের দিল্লি ও মুম্বাই ফ্লাইট, ইনডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের আবহাওয়া খারাপ হলে এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে চট্টগ্রাম, সালাম এয়ারের মাসকাট থেকে চট্টগ্রাম এবং ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে চট্টগ্রাম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বিরূপ আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইনের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইনসের কুয়ালালামপুরের ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়।
এ ছাড়া ঘূর্ণিঝড়ের কারণে শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে এয়ারলাইনসগুলো। এ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, আজ সোমবার দুপুরের পর ঢাকায় ল্যান্ডিংয়ের সময় সমস্যায় পড়েছে এমন তিনটি ফ্লাইটকে সিলেট বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কমায় আজ ভোর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম চালু করে বলা হয়, আবহাওয়া অনুকূলে মনে করলে এ দুই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইনসগুলো। এর আগে গতকাল রোববার এ দুই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। তাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করতে হয়।
১৭ ঘণ্টায় শাহ আমানত বিমানবন্দরে বাতিল ১৬ ফ্লাইট
ঘূর্ণিঝড় রিমালের কারণে প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার ভোর ৫টা থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বন্ধ থাকাকালীন মোট ১৬টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে আন্তর্জাতিক ৭টি এবং অভ্যন্তরীণ ৯টি ফ্লাইট ছিল।
শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার ১২টা থেকে ফ্লাইট বন্ধ হয়। প্রাথমিকভাবে ওই দিন রাত ৮টা পর্যন্ত বন্ধ রাখার কথা ছিল। পরবর্তী সময়ে এটি আজ ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়। এরপর থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু হয়।
হজ ফ্লাইটে বিঘ্ন
জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়। বিজি-১৩৫ হজ ফ্লাইটটির চট্টগ্রাম থেকে ৩১৭ জন হজযাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। তবে ঘূর্ণিঝড়ের কারণে শাহ আমানত বিমানবন্দর বন্ধ থাকায় ওই দিন বিকেল ৫টায় ৩১৭ হজযাত্রীকে বিকেলে ৯টি বাসে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকায় পাঠায় বিমান কর্তৃপক্ষ। যারা পরবর্তীকালে ঢাকা থেকে হজ ফ্লাইট ধরেন।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার (২৬ মে) ঢাকা-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস–বাংলা এয়ারলাইনসের সাতটি, নভোএয়ারের তিনটি এবং এয়ার অ্যাস্ট্র্যার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে ঢাকার আবহাওয়া খারাপ থাকায় আজ সোমবারও কক্সবাজারগামী কয়েকটি বাতিল হয়। আজ বেলা আড়াইটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকালের দিকে নভোএয়ারে একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আবার ঢাকায় ফিরে যায়।
ঢাকা-কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন ২৪টি ফ্লাইট ওঠানামা করে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, আজ সকাল থেকে বিমানবন্দর চালু আছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় ফ্লাইট পরিচালনা করছে না এয়ারলাইনসগুলো।
এ ছাড়া যশোর বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা না হলেও বাতাসের তীব্রতার কারণে ওই রুটে ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বন্ধ থাকে বরিশাল বিমানবন্দরের ফ্লাইটও।
আর আগাম সতর্কতায় গতকাল দুপুর ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়। এর প্রভাবে ঢাকা থেকে এই রুটের নির্দিষ্ট ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ প্রসঙ্গে বলেন, রিমালের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৬ মে কলকাতাগামী বিজি-৩৯৫ ও ২৭ মে কলকাতাগামী বিজি-৩৯১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৩ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৫ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৬ ঘণ্টা আগে