Ajker Patrika

দেশে পৌঁছেছে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২১, ০১: ৩৭
দেশে পৌঁছেছে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা

কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যুক্তরাষ্ট্র থেকে মডার্নার কোভিড টিকার প্রথম চালান দেশে পৌঁছেছে। আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টিকা বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি লাউঞ্জের পাশে টার্মিনাল ২ থেকে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রথম চালানে সাড়ে ১২ লাখ ডোজ টিকা এসেছে। ৩ জুলাই বাকি সাড়ে ১২ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এক ভিডিও বার্তায় টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

আজই রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্ম থেকে কেনা সাড়ে ১২ লাখ টিকা এসে পৌঁছানোর কথা রয়েছে। আর মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা ৩ জুলাই রাত সাড়ে ৮টায় পৌঁছাবে এবং পরদিন ভোর ৫টায় সিনোফার্মের আরও ৯ লাখ টিকা আসবে। মডার্না এবং সিনোফার্মের মিলে মোট ৪৫ লাখ টিকা পাবে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২৯ জুন যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি এমআরএনএ টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে দেশে আটটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। দেশে এখন পর্যন্ত জরুরি ব্যবহারে অনুমোদন পাওয়া টিকাগুলো হলো, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম উৎপাদিত কোভিশিল্ড, রাশিয়ার স্পুতনিক–ভি, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, বেলজিয়ামের তৈরি ফাইজার ও জনসন অ্যান্ড জনসন এবং সুইডেনের তৈরি অ্যাস্ট্রাজেনেকা।

যুক্তরাষ্ট্রে ব্যবহৃত দ্বিতীয় টিকা মডার্না গত ২২ জানুয়ারি জরুরি ব্যবহার্য টিকার তালিকায় স্থান দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। টিকাটির সংরক্ষণ তাপমাত্রা মাইনাস ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ব্যবহারের আগে টিকাটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস এবং ৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা সংরক্ষণ করা যাবে।

অন্যদিকে চীন থেকে এর আগে ১১ লাখ টিকা উপহার পেয়েছে বাংলাদেশ। দেশটির সঙ্গে দেড় কোটি টিকা কেনার চুক্তি করছে সরকার। তিন ধাপে ৫০ লাখ করে এসব টিকা আসার কথা থাকলেও আপাতত ২০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। চলতি মাসসহ আগস্ট ও সেপ্টেম্বরে বাকি টিকা আসার কথা রয়েছে।

এর আগে গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাতীয় সংসদে জানান, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫ কোটি মানুষকে টিকা দিতে ১০ কোটি টিকার ব্যবস্থা হয়ে গেছে। সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছে, সেখান থেকে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে। সবচেয়ে বেশি টিকা পাওয়া যাবে কোভ্যাক্স থেকে। চলতি বছরের মধ্যে ৬ কোটি ৩০ লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স। এছাড়া মার্কিন সংস্থা জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি ডোজ টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এক ডোজের এই টিকা দেওয়া যাবে ৭ কোটি মানুষকে। আগামী বছরের প্রথম তিন মাসের (জানুয়ারি–মার্চ) মধ্যে এই টিকা পাওয়া যাবে বলে জানান মন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত