বিশেষ প্রতিনিধি, ঢাকা
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ানের পরিবার। এ সময় সন্তান হারানো বাবাকে সান্ত্বনা দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।
আজ মঙ্গলবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে দেখা করে আয়ানের পরিবার।
দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন হাসপাতালে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ানের পরিবারের সদস্যরা। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আয়ানের বাবা ঘটনার বর্ণনা দেন এবং দোষীদের শাস্তি দাবি করেন।
এ সময় আয়ানের বাবার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। কারণ আমিও একজন বাবা। আপনার যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তবে দোষী ব্যক্তি যদি শাস্তি পায় তবে কিছুটা হলেও সান্ত্বনা পাবেন। আমি যতদূর জানি, এই ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কোনো ভুল চিকিৎসা বা কারওর গাফিলতি যদি এ ক্ষেত্রে থাকে তবে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।
আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম প্রসঙ্গে সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, আজ বুধবার তদন্ত কমিটির এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ানের পরিবার। এ সময় সন্তান হারানো বাবাকে সান্ত্বনা দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।
আজ মঙ্গলবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে দেখা করে আয়ানের পরিবার।
দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন হাসপাতালে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ানের পরিবারের সদস্যরা। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আয়ানের বাবা ঘটনার বর্ণনা দেন এবং দোষীদের শাস্তি দাবি করেন।
এ সময় আয়ানের বাবার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। কারণ আমিও একজন বাবা। আপনার যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তবে দোষী ব্যক্তি যদি শাস্তি পায় তবে কিছুটা হলেও সান্ত্বনা পাবেন। আমি যতদূর জানি, এই ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কোনো ভুল চিকিৎসা বা কারওর গাফিলতি যদি এ ক্ষেত্রে থাকে তবে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।
আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম প্রসঙ্গে সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, আজ বুধবার তদন্ত কমিটির এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
হেফাজতের আন্দোলনের সময় ২০১৩ সালের ৫ মে পুলিশের গুলিতে নিহত বুয়েট ছাত্র রেহান আহসান নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে রেহানের মা এই অভিযোগ দায়ের করেন।
২ ঘণ্টা আগেসিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় ৬ জন নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালদ্বীপের হাইকমিশনারের শিউনিন রশীদ। আজ রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
২ ঘণ্টা আগেভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিক ফয়সাল মাহমুদকে নয়া দিল্লিতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আগামী দুই বছরের জন্য তাঁদের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া
৩ ঘণ্টা আগে