কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বিরোধী দল হিসেবে বিশ্বে বিএনপি প্রথম যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, এর আগে পৃথিবীর কোন দেশের বিরোধী দল এ রকম করেনি।
শনিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হওয়া লবিস্ট ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের করণীয় নিয়ে ২১তম প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক।
এ কে আবদুল মোমেন বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র যে দল করে, তাদের জন্মই হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। এর থেকে তারা বের হয়ে আসতে পারেনি। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে তারা ও তাদের সহোদর জামায়াতে ইসলামী ৪০ লাখ ডলার খরচ করে ষড়যন্ত্র করছে। অন্য জায়গায় কত খরচ করেছে তা জানা নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ আইন বিরোধী নয়। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান রাজনৈতিক, ব্যবসায়িক ও অর্থনৈতিক কারণে লবিস্ট নিয়োগ করে থাকে। এই প্রথম শুনলাম একটি বিরোধী দল যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে। পৃথিবীতে কোন দেশ নাই বা কোন প্রতিষ্ঠান নাই, এর আগে কোন দিন এ রকম শুনি নাই। অন্য কোন দেশে বিরোধী দল দেশের অনিষ্ট করার জন্যে লবিস্ট নিয়োগ করেনি।
বিএনপির মহাসচিব ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি বলেছে যে ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে গেলে মার্কিন নিরাপত্তা বিঘ্নিত হবে। ভাসানচরে রোহিঙ্গা গেলে মার্কিন ভারত প্রশান্ত মহাসাগরীয় যে নীতি রয়েছে, সেই পরিকল্পনা বিঘ্নিত হবে।
প্রধান অতিথি হিসেবে র্যাবের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকার বা আইন প্রণেতা নয়, বিভিন্ন এনজিওকেও চিঠি লিখেছে বিএনপি।
এ কে আবদুল মোমেন বলেন, বিদেশে আমাদের সবচেয়ে বড় লবিস্ট প্রতিষ্ঠান হলো আমাদের দূতাবাস। সরকারের ও জনগণের করের পয়সায় এগুলো পরিচালিত হয়। তারা দেশের ভালো দিকগুলো বিদেশে তুলে ধরে। কিন্তু সীমাবদ্ধতার কারণে সব জায়গায় তারা পৌঁছাতে পারেন না। বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে অনুরোধ করব বিদেশে রাজনীতিবিদ ও সরকারের কাছে বিনা পয়সায়, নিজের খেয়ে লবি করেন। আমি সারা জীবন লবিস্টের কাজ করেছি। কিন্তু কারও থেকে এক পয়সাও নেই নাই।
বিরোধী দল হিসেবে বিশ্বে বিএনপি প্রথম যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, এর আগে পৃথিবীর কোন দেশের বিরোধী দল এ রকম করেনি।
শনিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হওয়া লবিস্ট ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের করণীয় নিয়ে ২১তম প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক।
এ কে আবদুল মোমেন বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র যে দল করে, তাদের জন্মই হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। এর থেকে তারা বের হয়ে আসতে পারেনি। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে তারা ও তাদের সহোদর জামায়াতে ইসলামী ৪০ লাখ ডলার খরচ করে ষড়যন্ত্র করছে। অন্য জায়গায় কত খরচ করেছে তা জানা নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ আইন বিরোধী নয়। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান রাজনৈতিক, ব্যবসায়িক ও অর্থনৈতিক কারণে লবিস্ট নিয়োগ করে থাকে। এই প্রথম শুনলাম একটি বিরোধী দল যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে। পৃথিবীতে কোন দেশ নাই বা কোন প্রতিষ্ঠান নাই, এর আগে কোন দিন এ রকম শুনি নাই। অন্য কোন দেশে বিরোধী দল দেশের অনিষ্ট করার জন্যে লবিস্ট নিয়োগ করেনি।
বিএনপির মহাসচিব ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি বলেছে যে ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে গেলে মার্কিন নিরাপত্তা বিঘ্নিত হবে। ভাসানচরে রোহিঙ্গা গেলে মার্কিন ভারত প্রশান্ত মহাসাগরীয় যে নীতি রয়েছে, সেই পরিকল্পনা বিঘ্নিত হবে।
প্রধান অতিথি হিসেবে র্যাবের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকার বা আইন প্রণেতা নয়, বিভিন্ন এনজিওকেও চিঠি লিখেছে বিএনপি।
এ কে আবদুল মোমেন বলেন, বিদেশে আমাদের সবচেয়ে বড় লবিস্ট প্রতিষ্ঠান হলো আমাদের দূতাবাস। সরকারের ও জনগণের করের পয়সায় এগুলো পরিচালিত হয়। তারা দেশের ভালো দিকগুলো বিদেশে তুলে ধরে। কিন্তু সীমাবদ্ধতার কারণে সব জায়গায় তারা পৌঁছাতে পারেন না। বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে অনুরোধ করব বিদেশে রাজনীতিবিদ ও সরকারের কাছে বিনা পয়সায়, নিজের খেয়ে লবি করেন। আমি সারা জীবন লবিস্টের কাজ করেছি। কিন্তু কারও থেকে এক পয়সাও নেই নাই।
সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
৬ মিনিট আগেতথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা ও বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা
২৬ মিনিট আগেনবনিযুক্ত নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘একটি ভালো নির্বাচন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’ আজ সোমবার ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন
১ ঘণ্টা আগেবিগত সরকার ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেছেন, ‘ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমিতে নারী হয়ে পড়ল বড় ভিকটিম।
১ ঘণ্টা আগে