নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী বুধবার এটি আঘাত হানতে পারে। ঝড়টি প্রথমে ভারতে তারপর বাংলাদেশের খুলনা অঞ্চল অতিক্রম করবে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এরপর ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সবশেষে এটি সাইক্লোন আকার ধারণ করবে। এ জন্য ঢাকার তাপমাত্রা বেড়েছে বলেও জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ রোববার দুপুর ১২ টায় আজকের পত্রিকাকে জানান, ভারতের ওডিশার কোল ঘেঁষে পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল অতিক্রম করবে ঝড়টি। এর গতিবেগ কেমন হবে এখনই তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ কয়েকধাপ অতিক্রম করে সাইক্লোন আকার ধারণ করার আগে এটি দুর্বল হয়ে পড়তে পারে। আবার ক্রমশ শক্তি বাড়তেও পারে। তবে এখন পর্যন্ত যে ধরন তাতে বাতাসের গতিবেগ অনেক বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে আঘাত হানার আগে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে তুমুল বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে এই বৃষ্টি দেখা দিতে পারে। কোন কোন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর বৃষ্টির পরিমাণ নির্ভর করছে। খুলনা উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে গেলে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও ১ থেকে ২০০ মি.লি. ছাড়িয়ে যেতে পারে। আর ঝড়টি পশ্চিমবঙ্গ অতিক্রম করে গেলে বাংলাদেশে বৃষ্টি কম হবে।
এর আগে গত শনিবার আবহাওয়া অফিস এক বিশেষ বিজ্ঞপ্তিতে, সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
ঢাকা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী বুধবার এটি আঘাত হানতে পারে। ঝড়টি প্রথমে ভারতে তারপর বাংলাদেশের খুলনা অঞ্চল অতিক্রম করবে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এরপর ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সবশেষে এটি সাইক্লোন আকার ধারণ করবে। এ জন্য ঢাকার তাপমাত্রা বেড়েছে বলেও জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ রোববার দুপুর ১২ টায় আজকের পত্রিকাকে জানান, ভারতের ওডিশার কোল ঘেঁষে পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল অতিক্রম করবে ঝড়টি। এর গতিবেগ কেমন হবে এখনই তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ কয়েকধাপ অতিক্রম করে সাইক্লোন আকার ধারণ করার আগে এটি দুর্বল হয়ে পড়তে পারে। আবার ক্রমশ শক্তি বাড়তেও পারে। তবে এখন পর্যন্ত যে ধরন তাতে বাতাসের গতিবেগ অনেক বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে আঘাত হানার আগে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে তুমুল বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে এই বৃষ্টি দেখা দিতে পারে। কোন কোন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর বৃষ্টির পরিমাণ নির্ভর করছে। খুলনা উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে গেলে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও ১ থেকে ২০০ মি.লি. ছাড়িয়ে যেতে পারে। আর ঝড়টি পশ্চিমবঙ্গ অতিক্রম করে গেলে বাংলাদেশে বৃষ্টি কম হবে।
এর আগে গত শনিবার আবহাওয়া অফিস এক বিশেষ বিজ্ঞপ্তিতে, সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
২ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৩ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৪ ঘণ্টা আগে