‘ঔপনিবেশিক মানসিকতার কারণে সরকারি কর্মচারীদের চাকর আখ্যা দেওয়া হয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৫: ৪৭

মন–মানসিকতা থেকে এখনো ঔপনিবেশিকতা না যাওয়ায় সরকারি কর্মচারীদের চাকর হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধু কখনোই সরকারি কর্মচারীদেরকে চাকর বলে আখ্যা দেননি। তিনি বলেছেন, সরকারি কর্মচারীরা হচ্ছেন জনগণের সেবক, তাঁরা হচ্ছেন খাদেম। 

আজ রোববার একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কামাল চৌধুরী। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

কামাল আবদুল নাসের বলেন, বঙ্গবন্ধু চিরকাল ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু আমাদের মন এবং মানসিকতার ভেতর থেকে এখনো সেই ঔপনিবেশিকতা চলে যায়নি। যায়নি বলেই যত্রতত্র সরকারি কর্মচারীদের চাকর হিসেবে আখ্যা দেওয়া হয়। বঙ্গবন্ধু কখনোই সরকারি কর্মচারীদের চাকর বলে আখ্যা দেননি। তাঁর বক্তৃতা আপনারা শুনবেন, পড়বেন। তিনি বলেছেন, সরকারি কর্মচারীরা হচ্ছেন জনগণের সেবক, তাঁরা হচ্ছেন খাদেম। কিন্তু ঔপনিবেশিকতায় ‘ইওর অবিডিয়েন্ট সার্ভেন্ট’, সেটি কিন্তু আমরা এখনো লালন করে রাখি ভেতরে। 

কামাল চৌধুরী বলেন, আমরা সত্যিকার অর্থে জনগণের অংশ, প্রজাতন্ত্রের অংশ। যারা জনগণের অংশ, যারা প্রজাতন্ত্রের অংশ তাঁরা জনগণের সঙ্গে একসঙ্গে কাজ করবেন বঙ্গবন্ধু এটিই আসলে চেয়েছিলেন। বঙ্গবন্ধু সরকারি কর্মচারীদের এক সমাবেশে বলেছিলেন, যারা আপনার কাছে আসবে তাদের ভেতরে আপনার বাবা–মা, আত্মীয়–স্বজনের চেহারা আপনারা দেখতে পাবেন। এটিই হচ্ছে সত্যিকার অর্থে সেবার যে মানসিকতা। সে জন্য তিনি বলেছিলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক, জনগণের খাদেম। 

জনগণের ট্যাক্সের অর্থে সরকার পরিচালিত হয় উল্লেখ করে কামাল চৌধুরী বলেন, সেটির প্রতি যথাযথ নিবেদন রেখেই সরকারি কর্মচারীরা জনগণের সেবা করবেন। আমরা যদি (বঙ্গবন্ধু সম্পর্কে) বইগুলো পড়ি তাহলে দেখব, সিভিল সার্ভিসের ব্যাপারে এভাবেই তিনি তাঁর মনোভাব পোষণ করতেন এবং যারা খুব যোগ্য, যারা মেধাবী, যারা দক্ষ তাঁদের গুরুত্ব দেওয়ার সব সময় চেষ্টা করেছেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত