নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের ডে-কেয়ার সেন্টারে জমা দিতে হবে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এসব নির্দেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রার্থীর আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।’
জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ওই প্রার্থী সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। অথচ এই তথ্য গোপন করে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সালাউদ্দিন নিজেকে ওষুধ ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।
সালাউদ্দিন যে সরকারি চাকরিজীবী, সে বিষয়টি তিনি গোপন করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিষয়টি ধরা পড়েনি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকায় ত্রুটি–বিচ্যুতির কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও তাঁর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল থাকে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানেও সাড়া না পেয়ে আপিল করেন চেম্বার আদালতে। চেম্বার আদালত তার প্রার্থীতা গ্রহণ করে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে নির্বাচন কমিশন। আজ চেম্বার আদালত সালাউদ্দিনের প্রার্থীতা বাতিল করেন।
হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের ডে-কেয়ার সেন্টারে জমা দিতে হবে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এসব নির্দেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রার্থীর আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।’
জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ওই প্রার্থী সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। অথচ এই তথ্য গোপন করে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সালাউদ্দিন নিজেকে ওষুধ ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।
সালাউদ্দিন যে সরকারি চাকরিজীবী, সে বিষয়টি তিনি গোপন করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিষয়টি ধরা পড়েনি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকায় ত্রুটি–বিচ্যুতির কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও তাঁর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল থাকে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানেও সাড়া না পেয়ে আপিল করেন চেম্বার আদালতে। চেম্বার আদালত তার প্রার্থীতা গ্রহণ করে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে নির্বাচন কমিশন। আজ চেম্বার আদালত সালাউদ্দিনের প্রার্থীতা বাতিল করেন।
অন্তর্বর্তী সরকার গঠনে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাঁদের ফেসবুক পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। এর জেরে আজ শুক্রবার
১১ ঘণ্টা আগেআওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্রজনতা তাদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী। আজ শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররমের সামনে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
১২ ঘণ্টা আগেঈদযাত্রায় বাস কাউন্টার থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং চালকেরা যেন নিরাপদে গাড়ি চালনা করে সেই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন।
১৩ ঘণ্টা আগেজাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে আজ জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আগে থেকেই কর্মসূচি ঘোষণা করেছে অনেকে। তবে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ‘পুনর্বাসন চেষ্টার’ প্রতিবাদেও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।
১৪ ঘণ্টা আগে