নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর অগ্রগতির বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কছে একটি আবেদন নিয়ে এসেছিলেন। আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আমি বিদেশ ছিলাম, এখনই ফিরেছি। আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছে, সে অনুযায়ী প্রক্রিয়া চলছে। এটা প্রক্রিয়াধীন রয়েছে।'
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে দেশে চিকিৎসা নেওয়া এবং বিদেশে না যাওয়ার শর্তে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ সেপ্টেম্বর খালেদার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হবে।
দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চেয়ে তাঁর ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। খালেদার মুক্তি নয়, সাজার মেয়াদ আরও ছয় মাস স্থগিতের বিষয়ে গত ৭ সেপ্টেম্বর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এখন প্রধানমন্ত্রী বিষয়টি অনুমোদন করলে দণ্ড আরও ছয় মাসের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর অগ্রগতির বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কছে একটি আবেদন নিয়ে এসেছিলেন। আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আমি বিদেশ ছিলাম, এখনই ফিরেছি। আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছে, সে অনুযায়ী প্রক্রিয়া চলছে। এটা প্রক্রিয়াধীন রয়েছে।'
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে দেশে চিকিৎসা নেওয়া এবং বিদেশে না যাওয়ার শর্তে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ সেপ্টেম্বর খালেদার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হবে।
দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চেয়ে তাঁর ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। খালেদার মুক্তি নয়, সাজার মেয়াদ আরও ছয় মাস স্থগিতের বিষয়ে গত ৭ সেপ্টেম্বর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এখন প্রধানমন্ত্রী বিষয়টি অনুমোদন করলে দণ্ড আরও ছয় মাসের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশের দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত দুবলারচর, যার অবস্থান বাগেরহাটের মোংলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। এর এক পাশে সুন্দরবনের ম্যানগ্রোভ বন এবং অন্য পাশে সমুদ্রের নোনাজল। এই চরে প্রতিবছর কার্তিক মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাস পর্যন্ত শুঁটকি মৌসুম চলে।
২ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতিবঞ্চিত সরকারি কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দেবে সরকার। এ জন্য ১ হাজার ৫৪৭ জন কর্মকর্তার আবেদন-পর্যালোচনা হচ্ছে। তাঁদের ক্ষতিপূরণ দিতে প্রায় ১০০ কোটি টাকা লাগবে বলে জানা গেছে। একজন কর্মকর্তা সর্বোচ্চ এক কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৬ নভেম্বর) মুনাফা অর্জনের মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রশংসা করেছেন
১০ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এ
১০ ঘণ্টা আগে