জাহীদ রেজা নূর, ঢাকা
আজকের সূর্যটা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আসবে নতুন বছর। স্বাগত ২০২৫। খ্রিষ্টীয় নতুন বছরে বিশ্ববাসীর প্রতি রইল অনন্ত ভালোবাসা। বাংলাদেশ পরিপূর্ণ হয়ে উঠুক এই বছরে।
ঘাত-প্রতিঘাতে বিপর্যস্ত ছিল গত বছরটি। বাংলাদেশ ইতিহাসের এক তাৎপর্যময় সন্ধিক্ষণে পৌঁছেছিল। স্বৈরাচারী সরকারকে হটিয়ে দিয়ে ২০২৪ সালে ক্ষমতায় বসেছিল নতুন সরকার। নানা ধরনের সংস্কারের ঘোষণা দিয়ে নতুন সরকার রচনা করেছিল তাদের যাত্রাপথ। কিন্তু ২০২৫ সালে পা রাখার মুহূর্তে অনেক ধরনের সংশয় এসে বাসা বেঁধেছে জনগণের মনে। কাঙ্ক্ষিত মুক্তির পথটিকে এখনো মনে হচ্ছে অনেক দূরের পথ। সবকিছুই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়ে পরিণত হবে কি না, সে সংশয় কাটছে না।
বাংলার জনগণ বারবার মুক্তির আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হয়, বারবার সে আকাঙ্ক্ষা মার খায়। ‘গোলামকে মুক্তি দিলেও সে খুঁজে নেয় আরেক মালিক’—এ কথা যেন সত্য না হয়, আপ্রাণ সে চেষ্টা থাকে মনে, কিন্তু ঘুরেফিরে যেন একই পরিণতি লেখা থাকে জনতার ললাটে।
বাংলার সাধারণ মানুষ মুক্তি চায়। কিন্তু তারা জানে, সে মুক্তি কোনো তত্ত্বকথায় আসবে না। সংগ্রামের মাধ্যমেই খুলে যায় মুক্তির পথ। জনগণের আশা-আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রকাশ দেখা গিয়েছিল ১৯৭১ সালে। ১৯৭১ সাল বাঙালির ইতিহাসে আর কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। এ জাতি তাদের মুক্তির লক্ষ্যে যুদ্ধ করেছিল এবং সে যুদ্ধে জয়ী হয়ে গড়ে তুলেছিল রাষ্ট্র।
৩০ লাখ শহীদের রক্তের অঙ্গীকারে রচিত হয়েছিল সংবিধান। বাংলাদেশের সংবিধান। অথচ সে সংবিধানের মর্যাদা রাখেনি শাসক দলগুলো। যে যখন ক্ষমতায় এসেছে, সংবিধানে বসিয়েছে কালো দাগ। নিজের মতো করে কাটাছেঁড়া করেছে। বুঝিয়েছে, এ পথেই মুক্তি মিলবে জনগণের। অথচ তা জনগণের মুক্তি আনেনি, বরং সংবিধানটাই হয়েছে ক্ষতবিক্ষত। এ দেশ বারবার স্বৈরশাসক দেখেছে। বারবার তাদের হটিয়েছে, বারবার পড়েছে তাদেরই খপ্পরে।
তাই নতুন এ বছরে মুক্তির দরজা খোলার জন্য আপ্রাণ চেষ্টা থাকবে জনগণের। জনগণ যেন নতুন করে প্রতারিত না হয়, সেদিকে যেন দৃষ্টি থাকে তাদের। বাংলাদেশ মানে গ্রাম-শহর-বন্দর-পাহাড়-নদীঘেরা সীমানায় বসবাস করা মানুষ। আমরা সেই মানুষের কথা বলছি, যে মানুষ ফসল ফলায়, ধান ভানে, সবজি চাষ করে, মাছ ধরে, খামার করে। আমরা সেই মানুষের কথা বলছি, যারা কারখানায় পরিশ্রম করেন। আমরা সেই মানুষের কথা বলছি, যাদের হৃদয়ে রয়েছে ভালোবাসা। হিংসা-ঘৃণা-ঈর্ষা-প্রতিহিংসার স্থানে তারা ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরতে চায় একে অন্যকে। কিন্তু পরিতাপের বিষয়, এখনো হিংসা-ঘৃণা-ঈর্ষা-প্রতিহিংসারই পদধ্বনি পাওয়া যায়। একে অন্যকে নিকেশ করে দেওয়ার শপথ নেয় এখনো চতুর রাজনীতিক। বাংলার মানুষ আশায় বুক বাঁধে, আশাহত হয়, আবার আশায় বুক বাঁধে। এ যেন এক অমোঘ চক্র, যার পরিবর্তন হয় না। অথচ এই পরিবর্তনটাই আমূল বদলে দিতে পারে দেশটাকে।
বাংলার জনগণ চায় অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র। বাংলার জনগণ চায় সুস্থ রাজনীতি। নির্বাচনের পথ ধরে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। অথচ রাজনৈতিক দলগুলো ত্যাগী নেতাকে মনোনয়ন না দিয়ে পেশিশক্তি অথবা টাকাওয়ালা ভুঁইফোড়দের মনোনয়ন দেয়। আমলাতন্ত্রে দেদার চলে ঘুষের লেনদেন। সুস্থ রাজনীতির পথ কণ্টকমুক্ত করা হলে এ দেশের মানুষ নিতে পারত স্বস্তির নিশ্বাস। সে পথটি বাংলার মানুষ খোঁজে। বাংলার জনগণ নিজের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর দাঁড়িয়ে বিশ্বের সঙ্গে মেলাতে চায় নিজেকে। অথচ পুঁজির মালিকেরা সে সংস্কৃতিকে কলুষিত করে, বিকৃত করে। বিজাতীয় সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বলে চালিয়ে দিতে চায়। সাধারণ জনগণ সে ঘেরাটোপ থেকে বের হতে চায়। বাংলার মানুষ চায় অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা ও শিক্ষার অধিকার। অথচ বেশির ভাগ মানুষের নাগালের বাইরেই এই অধিকারগুলো থেকে যায়। এ থেকে মুক্তিই তো সত্যিকারের স্বাধীনতা আনে।
খ্রিষ্টীয় ২০২৫ সাল বাংলাদেশকে পৌঁছে দিক মুক্তির ঠিকানায়। যারাই জনগণের সঙ্গে বেইমানি করবে, তাদের শাস্তি নিশ্চিত হোক এ বছর। ফ্যাসিবাদের বদলে আবার নতুন করে ফ্যাসিবাদ যেন রাজনীতিতে জায়গা করে না নেয়। মব জাস্টিস যেন নির্বাসিত হয়। ২০২৫ সাল হোক জনগণের, ২০২৫ সাল হোক মুক্তির।
আজকের সূর্যটা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আসবে নতুন বছর। স্বাগত ২০২৫। খ্রিষ্টীয় নতুন বছরে বিশ্ববাসীর প্রতি রইল অনন্ত ভালোবাসা। বাংলাদেশ পরিপূর্ণ হয়ে উঠুক এই বছরে।
ঘাত-প্রতিঘাতে বিপর্যস্ত ছিল গত বছরটি। বাংলাদেশ ইতিহাসের এক তাৎপর্যময় সন্ধিক্ষণে পৌঁছেছিল। স্বৈরাচারী সরকারকে হটিয়ে দিয়ে ২০২৪ সালে ক্ষমতায় বসেছিল নতুন সরকার। নানা ধরনের সংস্কারের ঘোষণা দিয়ে নতুন সরকার রচনা করেছিল তাদের যাত্রাপথ। কিন্তু ২০২৫ সালে পা রাখার মুহূর্তে অনেক ধরনের সংশয় এসে বাসা বেঁধেছে জনগণের মনে। কাঙ্ক্ষিত মুক্তির পথটিকে এখনো মনে হচ্ছে অনেক দূরের পথ। সবকিছুই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়ে পরিণত হবে কি না, সে সংশয় কাটছে না।
বাংলার জনগণ বারবার মুক্তির আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হয়, বারবার সে আকাঙ্ক্ষা মার খায়। ‘গোলামকে মুক্তি দিলেও সে খুঁজে নেয় আরেক মালিক’—এ কথা যেন সত্য না হয়, আপ্রাণ সে চেষ্টা থাকে মনে, কিন্তু ঘুরেফিরে যেন একই পরিণতি লেখা থাকে জনতার ললাটে।
বাংলার সাধারণ মানুষ মুক্তি চায়। কিন্তু তারা জানে, সে মুক্তি কোনো তত্ত্বকথায় আসবে না। সংগ্রামের মাধ্যমেই খুলে যায় মুক্তির পথ। জনগণের আশা-আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রকাশ দেখা গিয়েছিল ১৯৭১ সালে। ১৯৭১ সাল বাঙালির ইতিহাসে আর কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। এ জাতি তাদের মুক্তির লক্ষ্যে যুদ্ধ করেছিল এবং সে যুদ্ধে জয়ী হয়ে গড়ে তুলেছিল রাষ্ট্র।
৩০ লাখ শহীদের রক্তের অঙ্গীকারে রচিত হয়েছিল সংবিধান। বাংলাদেশের সংবিধান। অথচ সে সংবিধানের মর্যাদা রাখেনি শাসক দলগুলো। যে যখন ক্ষমতায় এসেছে, সংবিধানে বসিয়েছে কালো দাগ। নিজের মতো করে কাটাছেঁড়া করেছে। বুঝিয়েছে, এ পথেই মুক্তি মিলবে জনগণের। অথচ তা জনগণের মুক্তি আনেনি, বরং সংবিধানটাই হয়েছে ক্ষতবিক্ষত। এ দেশ বারবার স্বৈরশাসক দেখেছে। বারবার তাদের হটিয়েছে, বারবার পড়েছে তাদেরই খপ্পরে।
তাই নতুন এ বছরে মুক্তির দরজা খোলার জন্য আপ্রাণ চেষ্টা থাকবে জনগণের। জনগণ যেন নতুন করে প্রতারিত না হয়, সেদিকে যেন দৃষ্টি থাকে তাদের। বাংলাদেশ মানে গ্রাম-শহর-বন্দর-পাহাড়-নদীঘেরা সীমানায় বসবাস করা মানুষ। আমরা সেই মানুষের কথা বলছি, যে মানুষ ফসল ফলায়, ধান ভানে, সবজি চাষ করে, মাছ ধরে, খামার করে। আমরা সেই মানুষের কথা বলছি, যারা কারখানায় পরিশ্রম করেন। আমরা সেই মানুষের কথা বলছি, যাদের হৃদয়ে রয়েছে ভালোবাসা। হিংসা-ঘৃণা-ঈর্ষা-প্রতিহিংসার স্থানে তারা ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরতে চায় একে অন্যকে। কিন্তু পরিতাপের বিষয়, এখনো হিংসা-ঘৃণা-ঈর্ষা-প্রতিহিংসারই পদধ্বনি পাওয়া যায়। একে অন্যকে নিকেশ করে দেওয়ার শপথ নেয় এখনো চতুর রাজনীতিক। বাংলার মানুষ আশায় বুক বাঁধে, আশাহত হয়, আবার আশায় বুক বাঁধে। এ যেন এক অমোঘ চক্র, যার পরিবর্তন হয় না। অথচ এই পরিবর্তনটাই আমূল বদলে দিতে পারে দেশটাকে।
বাংলার জনগণ চায় অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র। বাংলার জনগণ চায় সুস্থ রাজনীতি। নির্বাচনের পথ ধরে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। অথচ রাজনৈতিক দলগুলো ত্যাগী নেতাকে মনোনয়ন না দিয়ে পেশিশক্তি অথবা টাকাওয়ালা ভুঁইফোড়দের মনোনয়ন দেয়। আমলাতন্ত্রে দেদার চলে ঘুষের লেনদেন। সুস্থ রাজনীতির পথ কণ্টকমুক্ত করা হলে এ দেশের মানুষ নিতে পারত স্বস্তির নিশ্বাস। সে পথটি বাংলার মানুষ খোঁজে। বাংলার জনগণ নিজের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর দাঁড়িয়ে বিশ্বের সঙ্গে মেলাতে চায় নিজেকে। অথচ পুঁজির মালিকেরা সে সংস্কৃতিকে কলুষিত করে, বিকৃত করে। বিজাতীয় সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বলে চালিয়ে দিতে চায়। সাধারণ জনগণ সে ঘেরাটোপ থেকে বের হতে চায়। বাংলার মানুষ চায় অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা ও শিক্ষার অধিকার। অথচ বেশির ভাগ মানুষের নাগালের বাইরেই এই অধিকারগুলো থেকে যায়। এ থেকে মুক্তিই তো সত্যিকারের স্বাধীনতা আনে।
খ্রিষ্টীয় ২০২৫ সাল বাংলাদেশকে পৌঁছে দিক মুক্তির ঠিকানায়। যারাই জনগণের সঙ্গে বেইমানি করবে, তাদের শাস্তি নিশ্চিত হোক এ বছর। ফ্যাসিবাদের বদলে আবার নতুন করে ফ্যাসিবাদ যেন রাজনীতিতে জায়গা করে না নেয়। মব জাস্টিস যেন নির্বাসিত হয়। ২০২৫ সাল হোক জনগণের, ২০২৫ সাল হোক মুক্তির।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে...
১ ঘণ্টা আগেলেবাননে আটকে পড়া আরও ৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সম্পূর্ণ সরকারি খরচে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়...
২ ঘণ্টা আগেআগামী সোমবার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত ছিল হুমায়ুন কবির নোমানের। বাড়িতে সাজসজ্জার কাজ চলছিল। এ জন্য মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি আনতে। পথে বাসচাপায় প্রাণ হারান তিনি। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার...
২ ঘণ্টা আগেজুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও তাদের অংশীজনদের চিঠির মাধ্যমে মতামত চেয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর। আগামী ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত এ মতামত দেওয়ার সুযোগ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত একটি খুদে বার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে...
৪ ঘণ্টা আগে