সারা দেশে আজ সাড়ে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দেশে তীব্র থেকে মাঝারি তাপদাহ চলছে। এর মধ্যে তীব্র লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানিয়েছেন, আজ শনিবার সারা দেশে প্রায় ৩ হাজার ৫০০ মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। 

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সারা দেশে বিদ্যুতের চাহিদা আছে প্রায় ১৫ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১২ হাজার মেগাওয়াটের মতো। গড়ে এখন সাড়ে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করা হয়েছে সারা দেশে। 

পিডিবি জানিয়েছে, ডলার সংকটের কারণে কয়লা কিনতে না পারায় পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের আরেকটি ইউনিট বন্ধ হয়ে যাবে। ফলে লোডশেডিং আরও তীব্র হবে। 

পিডিবির সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘তীব্র গরমে আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র বসে নেই। তীব্র গরমের কারণে অনেক বিদ্যুৎকেন্দ্রের কুলিং তাপমাত্রা, বিয়ারিংয়ের তাপমাত্রা, টারবাইনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন আমরা কিছু বিদ্যুৎকেন্দ্রকে পালাক্রমে বিশ্রাম দিয়ে উৎপাদন করছি। এই জন্য আমাদের উৎপাদনে বেশ সমস্যা হচ্ছে। তাই লোডশেডিংয়ের পরিমানটা আগের চেয়ে বেড়েছে।’ 

আজকে লোডশেডিং কত জানতে চাইলে তিনি বলেন, ‘লোডশেডিংয়ের সঠিক পরিমাণ কত আমি বলতে পারব না। তবে পরিমাণটা বেশ বড়।’ 

দেশে আজ প্রকৃত লোডশেডিং কত সেটা নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পাওয়ার গ্রিড কোম্পানির ন্যাশনাল লোড ডিসপ্যাস সেন্টার (এনএলডিসি) ও পিডিবি একেক ধরনের তথ্য দিচ্ছে। 

পাওয়ার গ্রিড কোম্পানি থেকে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কাছে দেওয়া তথ্যে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ১৯২ মেগাওয়াট। তখন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১০ হাজার ৬৮৩ মেগাওয়াট ছিল উৎপাদন। দুপর ১২টার দিকে সারা দেশে লোডশেডিং করা হয়েছে ৩ হাজার ৩১৭ মেগাওয়াট। 

অন্যদিকে পাওয়ার গ্রিড কোম্পানির ন্যাশনাল লোড ডিসপ্যাস সেন্টার (এনএলডিসি) লোডশেডিং নিয়ে দিচ্ছে ভিন্ন রকম তথ্য। এনএলডিসির আজকের দিনের জন্য বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিংয়ের সম্ভাব্য পূর্বাভাস থেকে জানা যায়, সারা দেশে আজ বিদ্যুতের চাহিদা আছে ১৪ হাজার ৯১১ মেগাওয়াট। তার বিপরীতে সম্ভাব্য লোডশেডিং ধরা হয়েছে ৮৬০ মেগাওয়াট। অন্যদিকে সাভারের এক অনুষ্ঠান শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানায় দেশে লোডশেডিং আছে ১ হাজার ৭০০ মেগাওয়াট। 

নসরুল হামিদ দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবায়নযোগ্য শক্তি গবেষণা ল্যাবরেটরি ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ‘লোডশেডিংয়ের ফলে মানুষের দুর্ভোগ হচ্ছে। এ কারণে আমরা দুঃখিত।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত