অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা, এমনকি বাতিল করতে পারে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের জন্য লাভজনক নয় এমন সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা বা বাতিল করতে পারে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেনের একটি মন্তব্য থেকে এমনটাই বিবেচনা করছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
যদিও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে একটি সূত্র জানিয়েছে, ভারত সরকার মনে করে, সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা বাংলাদেশের নতুন প্রশাসনের প্রাথমিক কাজগুলোর একটি। পরিণতিতে সমঝোতা স্মারকগুলো নিয়ে বর্তমান অবস্থানের চেয়ে ভিন্ন অবস্থান তৈরি হতে পারে বাংলাদেশ সরকারে।
গতকাল সোমবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, ‘এমওইউ (সমঝোতা স্মারক) চূড়ান্ত চুক্তি নয়। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি আমরা দেখতেই পারি। দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার, আমরা তা-ই করব।’ তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকার যদি নির্ধারণ করে, এই সমঝোতা স্মারকগুলো দেশের স্বার্থ রক্ষা করে না, তবে অবশ্যই সেগুলো পুনর্মূল্যায়ন করা যেতে পারে।
ভারতের বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, অন্তর্বর্তী সরকারের এই ধারণা থাকতে পারে যে শেখ হাসিনা প্রশাসনের ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাই সেসব সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় মাত্রাতিরিক্তভাবে ভারতীয় স্বার্থ রক্ষিত হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, দেশের লিগ্যাল সিস্টেম থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘যদি দেশের আইন-আদালত আমাকে তাঁকে (শেখ হাসিনাকে) ফেরত আনার ব্যবস্থা নিতে বলে, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব।’ যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের ওপর নির্ভর করে, যা অনুসরণ করার নিজস্ব আইনি প্রটোকল আছে। দুই দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও প্রক্রিয়াটি জটিল হতে পারে।
চলতি বছরের জুনে শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে মোট ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এগুলোর মধ্যে ৭টি নতুন এবং ৩টি বিদ্যমান সমঝোতা স্মারকের নবায়ন। শেখ হাসিনার দুদিনের রাষ্ট্রীয় সফরের সময় ভারতের হায়দরাবাদ হাউসে উচ্চপর্যায়ের আলোচনার সময় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এদিকে বাংলাদেশে ভারতীয় ঋণের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয় ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) বা ঋণের অর্থায়িত চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর সম্ভাব্যতা পর্যালোচনা করছে। এই পর্যালোচনায় তিনটি ভারতীয় এলওসির অধীনে বর্তমান ও প্রস্তাবিত প্রকল্প অন্তর্ভুক্ত।
প্রকল্পের অংশীদারেরা বিশ্বাস করেন, এই ঋণ সহায়তার অধীনে অর্থায়ন করা অনেক প্রকল্পই প্রাথমিকভাবে ভারতীয় স্বার্থ সংরক্ষণের জন্য। উদাহরণস্বরূপ, আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেনের রাস্তাটি ভারতীয় পণ্য পরিবহনের সুবিধার্থে করা হচ্ছে বলে মনে করেন তাঁরা।
ভারত ২০১০, ২০১৬ ও ২০১৭ সালে বিভিন্ন সময় বাংলাদেশকে মোট ৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার লাইন অব ক্রেডিট বা ঋণ দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু বাস্তবতা হলো, ভারত খুব সামান্য পরিমাণ অর্থই ছাড় করেছে। এখন পর্যন্ত ভারত মোট ১৮০ কোটি ডলার বা ১ দশমিক ৮০ বিলিয়ন ডলার অর্থ ছাড় করেছে। এই তিন দফার লাইন অব ক্রেডিটের বিপরীতে সড়ক ও রেল সংযোগ, জ্বালানি এবং অবকাঠামো খাতে মোট ৩৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে ১৫টি সম্পন্ন হয়েছে, ৮টি চলমান রয়েছে এবং বাকি প্রকল্পগুলো পরামর্শক বা ঠিকাদার নিয়োগ বা প্রস্তাব তৈরির পর্যায়ে আছে।
ভারত ও শেখ হাসিনা সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুসারে, ভারতীয় এক্সিম ব্যাংক বিভিন্ন প্রকল্পের জন্য লাইন অব ক্রেডিট (এলওসি) দিয়েছে। আশুগঞ্জ-আখাউড়া চার লেনের সড়ক প্রকল্পটি ছিল দ্বিতীয় এলওসির মাধ্যমে অর্থায়ন করা এমনই একটি প্রকল্প। ভারতীয় ব্যাংকের অর্থায়ন করা এসব ঋণের শর্ত ছিল, এগুলোতে ভারতীয় ঠিকাদার নিয়োগ করতে হবে এবং প্রকল্পের পণ্য ও পরিষেবার ৬৫ শতাংশ ভারত থেকে সংগ্রহ করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তা উন্নয়নের জন্য একটি ভারতীয় ঋণ অর্থায়নে চলমান প্রকল্প স্থগিত করা হয়েছে। কারণ, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রকল্পটি পরিত্যাগ করে ভারতে ফিরে গেছেন। এই সড়ক উন্নয়ন প্রকল্প ২০১৭ সালে শুরু হয়েছিল।
এই প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৭৯১ কোটি টাকা। যার মধ্যে ভারতের দেওয়ার কথা ছিল ২ হাজার ৯৮২ কোটি টাকা। বাকি টাকা বাংলাদেশ সরকারের দেওয়ার কথা। ২০২৫ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের জুন নাগাদ কাজ শেষ হয়েছে ৫০ শতাংশ।
এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা নদীর পানিবণ্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। তিনি জানিয়েছেন, তবে এই ইস্যুতে চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে বাংলাদেশ আন্তর্জাতিক নীতিমালা ও আইনের দ্বারস্থ হতে পারে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি তিস্তার পানিবণ্টনের বিষয়টি নিয়ে (বাংলাদেশে) সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে তিস্তা চুক্তি নিয়ে প্রক্রিয়া ও সংলাপ পুনরায় শুরু করতে হবে। আমাদের গঙ্গা চুক্তিতেও কাজ করতে হবে, যা আগামী দুই বছরের মধ্যে শেষ হতে হবে।’
পানিবণ্টনের আন্তর্জাতিক নীতিমালার দিকে ইঙ্গিত করে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। যেহেতু এটি একটি আন্তর্জাতিক পানি সমস্যা, এটি অন্যান্য দেশের আইনগত অধিকারের বিবেচনাকেও আমলে নেয়। সুতরাং, কতটা পানি পাওয়া যায় এবং তা পর্যাপ্ত কি না, তা আমাদের কাছে অস্পষ্ট। খুব ন্যূনতম পানি পাওয়া গেলেও আন্তর্জাতিক পানিবণ্টনের নিয়মের কারণে বাংলাদেশে প্রবাহ অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ পানিবণ্টন-সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও নথির অনুমোদনের বিষয়টিও আমলে নিতে পারে।’
রিজওয়ানা হাসান আরও বলেন, ‘সে সময় উভয় পক্ষই সম্মত হয় এবং তিস্তার পানিবণ্টন চুক্তির একটি খসড়াও প্রস্তুত করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতার কারণে চুক্তিটি স্বাক্ষরিত হয়নি। বাস্তবতা হলো, আমরা চুক্তিটি চূড়ান্ত করতে পারিনি। সুতরাং, আমরা সেই জায়গা থেকে চুক্তির খসড়া দিয়েই শুরু করব এবং ভারতকে এগিয়ে আসার ও সংলাপ প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানাব।’
ভারতের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা, এমনকি বাতিল করতে পারে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের জন্য লাভজনক নয় এমন সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা বা বাতিল করতে পারে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেনের একটি মন্তব্য থেকে এমনটাই বিবেচনা করছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
যদিও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে একটি সূত্র জানিয়েছে, ভারত সরকার মনে করে, সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা বাংলাদেশের নতুন প্রশাসনের প্রাথমিক কাজগুলোর একটি। পরিণতিতে সমঝোতা স্মারকগুলো নিয়ে বর্তমান অবস্থানের চেয়ে ভিন্ন অবস্থান তৈরি হতে পারে বাংলাদেশ সরকারে।
গতকাল সোমবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, ‘এমওইউ (সমঝোতা স্মারক) চূড়ান্ত চুক্তি নয়। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি আমরা দেখতেই পারি। দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার, আমরা তা-ই করব।’ তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকার যদি নির্ধারণ করে, এই সমঝোতা স্মারকগুলো দেশের স্বার্থ রক্ষা করে না, তবে অবশ্যই সেগুলো পুনর্মূল্যায়ন করা যেতে পারে।
ভারতের বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, অন্তর্বর্তী সরকারের এই ধারণা থাকতে পারে যে শেখ হাসিনা প্রশাসনের ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাই সেসব সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় মাত্রাতিরিক্তভাবে ভারতীয় স্বার্থ রক্ষিত হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, দেশের লিগ্যাল সিস্টেম থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘যদি দেশের আইন-আদালত আমাকে তাঁকে (শেখ হাসিনাকে) ফেরত আনার ব্যবস্থা নিতে বলে, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব।’ যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের ওপর নির্ভর করে, যা অনুসরণ করার নিজস্ব আইনি প্রটোকল আছে। দুই দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও প্রক্রিয়াটি জটিল হতে পারে।
চলতি বছরের জুনে শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে মোট ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এগুলোর মধ্যে ৭টি নতুন এবং ৩টি বিদ্যমান সমঝোতা স্মারকের নবায়ন। শেখ হাসিনার দুদিনের রাষ্ট্রীয় সফরের সময় ভারতের হায়দরাবাদ হাউসে উচ্চপর্যায়ের আলোচনার সময় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এদিকে বাংলাদেশে ভারতীয় ঋণের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয় ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) বা ঋণের অর্থায়িত চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর সম্ভাব্যতা পর্যালোচনা করছে। এই পর্যালোচনায় তিনটি ভারতীয় এলওসির অধীনে বর্তমান ও প্রস্তাবিত প্রকল্প অন্তর্ভুক্ত।
প্রকল্পের অংশীদারেরা বিশ্বাস করেন, এই ঋণ সহায়তার অধীনে অর্থায়ন করা অনেক প্রকল্পই প্রাথমিকভাবে ভারতীয় স্বার্থ সংরক্ষণের জন্য। উদাহরণস্বরূপ, আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেনের রাস্তাটি ভারতীয় পণ্য পরিবহনের সুবিধার্থে করা হচ্ছে বলে মনে করেন তাঁরা।
ভারত ২০১০, ২০১৬ ও ২০১৭ সালে বিভিন্ন সময় বাংলাদেশকে মোট ৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার লাইন অব ক্রেডিট বা ঋণ দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু বাস্তবতা হলো, ভারত খুব সামান্য পরিমাণ অর্থই ছাড় করেছে। এখন পর্যন্ত ভারত মোট ১৮০ কোটি ডলার বা ১ দশমিক ৮০ বিলিয়ন ডলার অর্থ ছাড় করেছে। এই তিন দফার লাইন অব ক্রেডিটের বিপরীতে সড়ক ও রেল সংযোগ, জ্বালানি এবং অবকাঠামো খাতে মোট ৩৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে ১৫টি সম্পন্ন হয়েছে, ৮টি চলমান রয়েছে এবং বাকি প্রকল্পগুলো পরামর্শক বা ঠিকাদার নিয়োগ বা প্রস্তাব তৈরির পর্যায়ে আছে।
ভারত ও শেখ হাসিনা সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুসারে, ভারতীয় এক্সিম ব্যাংক বিভিন্ন প্রকল্পের জন্য লাইন অব ক্রেডিট (এলওসি) দিয়েছে। আশুগঞ্জ-আখাউড়া চার লেনের সড়ক প্রকল্পটি ছিল দ্বিতীয় এলওসির মাধ্যমে অর্থায়ন করা এমনই একটি প্রকল্প। ভারতীয় ব্যাংকের অর্থায়ন করা এসব ঋণের শর্ত ছিল, এগুলোতে ভারতীয় ঠিকাদার নিয়োগ করতে হবে এবং প্রকল্পের পণ্য ও পরিষেবার ৬৫ শতাংশ ভারত থেকে সংগ্রহ করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তা উন্নয়নের জন্য একটি ভারতীয় ঋণ অর্থায়নে চলমান প্রকল্প স্থগিত করা হয়েছে। কারণ, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রকল্পটি পরিত্যাগ করে ভারতে ফিরে গেছেন। এই সড়ক উন্নয়ন প্রকল্প ২০১৭ সালে শুরু হয়েছিল।
এই প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৭৯১ কোটি টাকা। যার মধ্যে ভারতের দেওয়ার কথা ছিল ২ হাজার ৯৮২ কোটি টাকা। বাকি টাকা বাংলাদেশ সরকারের দেওয়ার কথা। ২০২৫ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের জুন নাগাদ কাজ শেষ হয়েছে ৫০ শতাংশ।
এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা নদীর পানিবণ্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। তিনি জানিয়েছেন, তবে এই ইস্যুতে চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে বাংলাদেশ আন্তর্জাতিক নীতিমালা ও আইনের দ্বারস্থ হতে পারে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি তিস্তার পানিবণ্টনের বিষয়টি নিয়ে (বাংলাদেশে) সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে তিস্তা চুক্তি নিয়ে প্রক্রিয়া ও সংলাপ পুনরায় শুরু করতে হবে। আমাদের গঙ্গা চুক্তিতেও কাজ করতে হবে, যা আগামী দুই বছরের মধ্যে শেষ হতে হবে।’
পানিবণ্টনের আন্তর্জাতিক নীতিমালার দিকে ইঙ্গিত করে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। যেহেতু এটি একটি আন্তর্জাতিক পানি সমস্যা, এটি অন্যান্য দেশের আইনগত অধিকারের বিবেচনাকেও আমলে নেয়। সুতরাং, কতটা পানি পাওয়া যায় এবং তা পর্যাপ্ত কি না, তা আমাদের কাছে অস্পষ্ট। খুব ন্যূনতম পানি পাওয়া গেলেও আন্তর্জাতিক পানিবণ্টনের নিয়মের কারণে বাংলাদেশে প্রবাহ অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ পানিবণ্টন-সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও নথির অনুমোদনের বিষয়টিও আমলে নিতে পারে।’
রিজওয়ানা হাসান আরও বলেন, ‘সে সময় উভয় পক্ষই সম্মত হয় এবং তিস্তার পানিবণ্টন চুক্তির একটি খসড়াও প্রস্তুত করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতার কারণে চুক্তিটি স্বাক্ষরিত হয়নি। বাস্তবতা হলো, আমরা চুক্তিটি চূড়ান্ত করতে পারিনি। সুতরাং, আমরা সেই জায়গা থেকে চুক্তির খসড়া দিয়েই শুরু করব এবং ভারতকে এগিয়ে আসার ও সংলাপ প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানাব।’
জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান ফলকার টুর্ক শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
৩৭ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২ ঘণ্টা আগেসংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
৪ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে