নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬৫ উপজেলা নির্বাচনের তফসিল আগামী ১ এপ্রিল (সোমবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সেদিন কমিশনের ৩০তম সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ১ এপ্রিল ঘোষণা করা হবে।
অশোক কুমার বলেন, ১ এপ্রিল কমিশন সভায় এই ধাপের মনোনয়ন দাখিলসহ অন্যান্য তারিখ নির্ধারণ করা হবে। এ ছাড়া কোনো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না, বা করলেও কতটিতে ইভিএম এবং কতটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে—সে বিষয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।
২১ মার্চ প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ইভিএমে মাধ্যমে ২২টি উপজেলায় এবং ১৩০টিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
যেহেতু প্রথমাবের মতো অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে কমিশন। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য ইতিমধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পুরো নির্দেশনা ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬৫ উপজেলা নির্বাচনের তফসিল আগামী ১ এপ্রিল (সোমবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সেদিন কমিশনের ৩০তম সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ১ এপ্রিল ঘোষণা করা হবে।
অশোক কুমার বলেন, ১ এপ্রিল কমিশন সভায় এই ধাপের মনোনয়ন দাখিলসহ অন্যান্য তারিখ নির্ধারণ করা হবে। এ ছাড়া কোনো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না, বা করলেও কতটিতে ইভিএম এবং কতটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে—সে বিষয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।
২১ মার্চ প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ইভিএমে মাধ্যমে ২২টি উপজেলায় এবং ১৩০টিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
যেহেতু প্রথমাবের মতো অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে কমিশন। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য ইতিমধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পুরো নির্দেশনা ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।
জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান ফলকার টুর্ক শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
৩৭ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২ ঘণ্টা আগেসংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
৪ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে