সংবিধান পুর্নলিখন, সংশোধন নাকি বাতিল তা ছাত্র-জনতা ঠিক করবে: হাসান আরিফ

বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংবিধান পুনর্লিখন, সংশোধন নাকি বাতিল করা হবে তা ছাত্র-জনতার মতামতের ওপর নির্ভর করছে। 

আজ রোববার সচিবালয়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে আলোচনা হচ্ছে। তবে সেটি কোনো প্রক্রিয়ায় হবে তা এখনো ঠিক হয়নি। এ ক্ষেত্রে ছাত্র-জনতার কাছ থেকে মতামত নিতে হবে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উপদেষ্টা বলেন, এক মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এটা ঠিক। জুলাই এর ঘটনায় পুলিশ দলীয়ভাবে নির্দেশ পালন করতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছে সেখান থেকে তারা এখনো বের হতে পারেনি। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। 

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানসহ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত