গুরুত্ব পাবে ব্রেক্সিট-পরবর্তী সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ । এই সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে লন্ডনকে বিরত রাখতে চায় ঢাকা। বিষয়টি এবারের সংলাপে বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে। সেই সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারত্বের বিষয়ে জোর দেবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে দুই বছর পরপর বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ হয়। এরই ধারাবাহিকতায় লন্ডনে চতুর্থ কৌশলগত সংলাপে অংশ নেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ রবার্ট বার্টোন। এতে যোগ দিতে ৮ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছানোর কথা মাসুদ বিন মোমেনের। এর আগে ২০১৯ সালের এপ্রিল মাসে ঢাকায় তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে ২০২০ সালের মানবাধিকার প্রকাশ করা হয়। সেখানে পুরো বিশ্বকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার অথবা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিভ্রান্তিকর এবং অপ্রীতিকর বিবৃতি দেওয়া থেকে ব্রিটিশ সরকারকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি কৌশলগত বৈঠকে তুলবে বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তিকর এবং অপ্রীতিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত