Ajker Patrika

গ্রাম পর্যায়ে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু শনিবার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৯: ৫৫
গ্রাম পর্যায়ে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু শনিবার 

প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের টিকা নিশ্চিতে শনিবার (৬ নভেম্বর) শুরু হচ্ছে কমিউনিটি ক্লিনিকে বিশেষ ক্যাম্পেইন। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ন্যূনতম ১৮ বছরের যেকোনো ব্যক্তিই টিকা নিতে পারবেন। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন চলবে।

আজ শুক্রবার (৫ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এর আগে দুই দফায় গণ টিকার বিশেষ ক্যাম্পেইন করা হয়েছে। এসব ক্যাম্পেইন শহর থেকে গ্রাম পর্যন্ত করা হয়েছে। কিন্তু এবারের ক্যাম্পেইনে একেবারে ওয়ার্ড পর্যায়ে হবে। ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে যেকোনো একদিন ৫০০ জনকে টিকা দেওয়া হবে। সবাইকে নিবন্ধনের মাধ্যমে এই টিকা নিতে হবে। এবার শুধুমাত্র সিনোফার্মের টিকা দেওয়া হবে।

শামসুল হক বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে দেশের সব সিভিল সার্জনের সঙ্গে আলোচনা হয়েছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকা ও সিরিঞ্জ পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশে ১৩ হাজারের মত কমিউনিটি ক্লিনিক আছে। সেখানেও আইটির দক্ষ লোকবল আছে। তাঁরা এটি ঠিকঠাক করতে পারবে। ক্যাম্পেইনে প্রথম ডোজ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত