এসব মৃত্যু আমাদের সবার জন্য দুঃখজনক, বিব্রতকর: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১৫: ৩২
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৬: ১৭

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘এসব মৃত্যু আমাদের সবার জন্য দুঃখজনক, বিব্রতকর।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এমন মন্তব্য করেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে দ্বিতীয় দিনের মতো ওই রিটের ওপর শুনানি হয়।

শুনানিতে রিটের পক্ষে নারায়ণগঞ্জে বাড়ির ছাদে গুলি লেগে রিয়া গোপসহ কয়েকজন শিশুর মৃত্যুর বিষয়টি পত্রিকা থেকে পড়ে শোনান ব্যারিস্টার অনীক আর হক। এ সময় হাইকোর্ট বলেন, ‘এসব মৃত্যু আমাদের সবার জন্য দুঃখজনক, বিব্রতকর। আমরা কোর্টে ইমোশনের বিষয়টি অ্যাড্রেস করব না। আমরা নিজেরা লজ্জিত।’

হাইকোর্ট বলেন, ‘কমনওয়েলথভুক্ত রাষ্ট্র হিসেবে পুলিশ কী আচরণ করবে, তা পিআরবিতে বলা আছে।’

অনীক আর হক বলেন, ‘রামপুরায় বিটিভি-মেট্রোরেলে যখন আগুন লাগানো হয়েছে, তখন একটি গুলিও চলেনি। গুলি হয়েছে মিছিলে। যখন কোনো বিষয় এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন ম্যাজিস্ট্রেটের ‍নির্দেশে গুলি করতে পারে।’

হাইকোর্ট বলেন, ‘এক্সট্রিম পর্যায়ের বিষয়টি তো কোশ্চেন অব ফ্যাক্ট।’

অনীক আর হক বলেন, ‘আমাদের সাবমিশন প্রথমেই যাতে লাইভ গুলি না চালানো হয়।’

আদালত বলেন, ‘পুলিশ তো পরিস্থিতি অনুযায়ী রাবার বুলেট ছুড়তে পারে। না হলে মাইকে ঘোষণা দেবে, এরপর গুলি করতে বাধ্য হব। কারফিউর মধ্যে তো গুলি হয়নি।’

অনীক আর হক বলেন, ‘কারফিউর মধ্যে কেউ তো বেরও হয়নি। তারা পিআরবি ফলো করুক। আমরা চাই না কোথাও পুলিশের ওপর আক্রমণ হোক। আমরা বলছি না পুলিশ তাদের কাজ করবে না।’

হাইকোর্ট বলেন, ‘আমরা এমন কোনো কাজ করব না, যাতে জাতির ক্ষতি হতে পারে।’

অনীক আর হক বলেন, ‘জাতির ক্ষতির মধ্যে মানুষের জীবনও আছে। আমরা বলছি লাইভ (সরাসরি) গুলি যাতে না করা হয়। আগে রং দেওয়া পানি দেওয়া হতো, গরম পানি মারা হতো।’

এর আগে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা রিটটি করেন। হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামীকাল (বুধবার) দিন ধার্য করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত