অনলাইন ডেস্ক
নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) দেশের সংবাদমাধ্যমের ওপর চলমান আক্রমণ ও হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে যে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে সংগঠনটি।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন নোয়াবের সভাপতি এ কে আজাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই দিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে কিছু ব্যক্তি অবস্থান নেন এবং হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করলেও এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।
বিজ্ঞপ্তি বলা হয়, সংবাদমাধ্যমের পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নিয়ে কারও আপত্তি থাকলে তা লেখার মাধ্যমে তুলে ধরা উচিত। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের পরিবেশ ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নোয়াবের দাবি, সরকারকে মব জাস্টিস কঠোর হাতে দমন করতে হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) দেশের সংবাদমাধ্যমের ওপর চলমান আক্রমণ ও হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে যে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে সংগঠনটি।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন নোয়াবের সভাপতি এ কে আজাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই দিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে কিছু ব্যক্তি অবস্থান নেন এবং হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করলেও এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।
বিজ্ঞপ্তি বলা হয়, সংবাদমাধ্যমের পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নিয়ে কারও আপত্তি থাকলে তা লেখার মাধ্যমে তুলে ধরা উচিত। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের পরিবেশ ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নোয়াবের দাবি, সরকারকে মব জাস্টিস কঠোর হাতে দমন করতে হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাংলা বছরের শেষ দিন ‘চৈত্রসংক্রান্তি’। আগামীকাল ১৩ এপ্রিল (রোববার) সমাপ্তি ঘটবে ১৪৩১ সনের। চৈত্রসংক্রান্তি ঘিরে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান-পূজা-পার্বণ-মেলা। চৈত্রসংক্রান্তি উদ্যাপনে রাজধানীসহ সারা দেশে আয়োজিত হচ্ছে নানা ধরনের অনুষ্ঠান।
১০ মিনিট আগেভারত থেকে আরও ৩৬ হাজার ১ শ’ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফ্রসো নামের একটি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার (১২ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ মিনিট আগেভারত থেকে আরও ৩৬ হাজার ১ শ’ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফ্রসো নামের একটি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার (১২ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ মিনিট আগেআগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এব
৩৮ মিনিট আগে