Ajker Patrika

রোমানিয়া হয়ে দেশে ফিরবেন ইউক্রেনে আটকা ২৮ নাবিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২২, ২০: ২০
রোমানিয়া হয়ে দেশে ফিরবেন ইউক্রেনে আটকা ২৮ নাবিক 

ইউক্রেনের বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে, সেখান থেকে তাঁদের দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব। 

মাসুদ বিন মোমেন বলেন, ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিককে উদ্ধারের পর মলদোভা হয়ে রোমানিয়াতে নেওয়া হচ্ছে। তাঁদের সঙ্গে হাদিসুর রহমানের মরদেহও রয়েছে। 

বাংলাদেশি জাহাজের ওপর কারা হামলা করেছে, সে বিষয়ে বাংলাদেশ এখনো নিশ্চিত হতে পারেনি বলে জানান সচিব। তবে রাশিয়া ঘটনাটি তদন্ত করবে, তারা নিশ্চিত হলে বাংলাদেশকে জানানোর আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত