নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাংক। উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ঠিক সময়ে তা শোধ করায় অনেক প্রতিষ্ঠানই এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (অবকাঠামোগত) গুয়াংজি চেনের ব্যাংকটির দক্ষিণ এশীয় বিভাগের প্রতিনিধিদল আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অন্যান্য ব্যাংকের সঙ্গে বিশ্বব্যাংকও অর্থায়ন করে থাকে। যেসব প্রকল্পের জন্য বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক ব্যাংকের কাছ থেকে টাকা আনি, সেটা কাজে লাগিয়ে যে রোজগার হয়, সে অনুযায়ী জাতীয় অর্থনীতির অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে তাদের পরিশোধ করে দিই। এ কারণে বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। আমরা এ পর্যন্ত কখনো ঋণখেলাপি হয়নি। কখনো কোনো ইন্সটলমেন্ট দিতে ব্যর্থ হয়নি। সব ইন্সটলমেন্ট নির্ধারিত সময়ে দিয়ে দিয়েছি। তাতে করে বিশ্বব্যাংকসহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বেশি আছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অবস্থা, যোগাযোগব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এতে বিশ্বব্যাংকেরও দৃষ্টি আকৃষ্ট হয়েছে, তারা বাংলাদেশকে অনেক বেশি টাকা দিতে চায়। একসময় পদ্মা সেতু প্রকল্পে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমরা চার বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে পদ্মা ব্রিজ ও কানেকটিং সড়কগুলো করেছি। অন্যান্য জেলাকেও কানেকটিভিটির আওতায় আনা হয়েছে। স্বাভাবিকভাবে বিশ্বব্যাংকসহ সবার কাছে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে।’
“আমাদের গ্রামীণ অবকাঠামোর উন্নতি, ব্রিজ, রাস্তাগুলোকে আরেকটু টেকসইভাবে নির্মাণ করার জন্য নতুন বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হচ্ছে। সেসব প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। ‘আমার গ্রাম আমার শহর’ এটা একটি সমন্বিত দর্শন। সব কাজ আমরা করব না, একেক মন্ত্রণালয় একেকটি করবে। বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য মার্কেট সৃষ্টি করার মতো অনেক প্রকল্প আমাদের দরকার। এসব প্রকল্প নিয়ে শহরের সুযোগ-সুবিধাগুলো গ্রামে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বব্যাংক বাংলাদেশর বেশ কিছু প্রকল্পে অর্থায়ন করেছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা আরও কয়েকটি প্রকল্প নিতে চাই। এসব প্রকল্পে তারা (বিশ্ব ব্যাংক) ৪-৫ হাজার কোটি টাকা করে অর্থায়ন করতে চায়। আমরা যত টাকা চাই এবং সে অনুযায়ী যদি প্রকল্প বের করি, তাহলে তারা অর্থায়ন করতে রাজি আছে। আমরা যাচাই-বাছাই করছি এডিবি, বিশ্বব্যাংক নাকি জাইকা থেকে নেব; কোনটা আমাদের জন্য লাভজনক হবে তা বিবেচনা করে সেখান থেকে টাকা নেব।’
তাজুল ইসলাম বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে যেসব যোগাযোগব্যবস্থার প্রয়োজন আছে, ব্রিজ-কালভার্ট করার প্রয়োজন আছে সেগুলোতে তারা (বিশ্ব ব্যাংক) সহযোগিতা করতে রাজি আছে। কোস্টাল এলাকায় সাইক্লোন হয়, সেসব এলাকার দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেগুলোতে তারা অর্থায়নে রাজি। আমাদের বেশ কিছু চলমান প্রকল্প আছে। যেহেতু সব মানুষের উন্নত জীবন প্রয়োজন, সে জন্য আমাদের বেশ কিছু নতুন প্রকল্প নিতে হবে। আমাদের অবস্থা মূল্যায়ন করে তারা আমাদের এখানে বিভিন্ন খাতে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি আছে।’
সরকারের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাংক। উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ঠিক সময়ে তা শোধ করায় অনেক প্রতিষ্ঠানই এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (অবকাঠামোগত) গুয়াংজি চেনের ব্যাংকটির দক্ষিণ এশীয় বিভাগের প্রতিনিধিদল আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অন্যান্য ব্যাংকের সঙ্গে বিশ্বব্যাংকও অর্থায়ন করে থাকে। যেসব প্রকল্পের জন্য বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক ব্যাংকের কাছ থেকে টাকা আনি, সেটা কাজে লাগিয়ে যে রোজগার হয়, সে অনুযায়ী জাতীয় অর্থনীতির অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে তাদের পরিশোধ করে দিই। এ কারণে বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। আমরা এ পর্যন্ত কখনো ঋণখেলাপি হয়নি। কখনো কোনো ইন্সটলমেন্ট দিতে ব্যর্থ হয়নি। সব ইন্সটলমেন্ট নির্ধারিত সময়ে দিয়ে দিয়েছি। তাতে করে বিশ্বব্যাংকসহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বেশি আছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অবস্থা, যোগাযোগব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এতে বিশ্বব্যাংকেরও দৃষ্টি আকৃষ্ট হয়েছে, তারা বাংলাদেশকে অনেক বেশি টাকা দিতে চায়। একসময় পদ্মা সেতু প্রকল্পে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমরা চার বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে পদ্মা ব্রিজ ও কানেকটিং সড়কগুলো করেছি। অন্যান্য জেলাকেও কানেকটিভিটির আওতায় আনা হয়েছে। স্বাভাবিকভাবে বিশ্বব্যাংকসহ সবার কাছে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে।’
“আমাদের গ্রামীণ অবকাঠামোর উন্নতি, ব্রিজ, রাস্তাগুলোকে আরেকটু টেকসইভাবে নির্মাণ করার জন্য নতুন বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হচ্ছে। সেসব প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। ‘আমার গ্রাম আমার শহর’ এটা একটি সমন্বিত দর্শন। সব কাজ আমরা করব না, একেক মন্ত্রণালয় একেকটি করবে। বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য মার্কেট সৃষ্টি করার মতো অনেক প্রকল্প আমাদের দরকার। এসব প্রকল্প নিয়ে শহরের সুযোগ-সুবিধাগুলো গ্রামে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বব্যাংক বাংলাদেশর বেশ কিছু প্রকল্পে অর্থায়ন করেছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা আরও কয়েকটি প্রকল্প নিতে চাই। এসব প্রকল্পে তারা (বিশ্ব ব্যাংক) ৪-৫ হাজার কোটি টাকা করে অর্থায়ন করতে চায়। আমরা যত টাকা চাই এবং সে অনুযায়ী যদি প্রকল্প বের করি, তাহলে তারা অর্থায়ন করতে রাজি আছে। আমরা যাচাই-বাছাই করছি এডিবি, বিশ্বব্যাংক নাকি জাইকা থেকে নেব; কোনটা আমাদের জন্য লাভজনক হবে তা বিবেচনা করে সেখান থেকে টাকা নেব।’
তাজুল ইসলাম বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে যেসব যোগাযোগব্যবস্থার প্রয়োজন আছে, ব্রিজ-কালভার্ট করার প্রয়োজন আছে সেগুলোতে তারা (বিশ্ব ব্যাংক) সহযোগিতা করতে রাজি আছে। কোস্টাল এলাকায় সাইক্লোন হয়, সেসব এলাকার দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেগুলোতে তারা অর্থায়নে রাজি। আমাদের বেশ কিছু চলমান প্রকল্প আছে। যেহেতু সব মানুষের উন্নত জীবন প্রয়োজন, সে জন্য আমাদের বেশ কিছু নতুন প্রকল্প নিতে হবে। আমাদের অবস্থা মূল্যায়ন করে তারা আমাদের এখানে বিভিন্ন খাতে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি আছে।’
দেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
১ ঘণ্টা আগেনির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগেঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। সহজ হয়েছে সাক্ষাৎকারবিহীন ভিসা আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন।
২ ঘণ্টা আগে